||এসো নিজে করি||রঙিন কাগজের তৈরি ওয়ালমেট||10%beneficiary for@ shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম /আদাব

আমার বাংলা ব্লগের ভারতীয় ও বাংলা ভাষাভাষী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ শনিবার,প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ওয়ালমেট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ওয়ালমেট টি অনেক ভালো লাগবে।

IMG_20220219_094206~2.jpg

প্রয়োজনীয় উপকরণ


উপকরণ
হলুদ কাগজ
সবুজ কাগজ
কালো কাগজ
আঠা
পেন্সিল
কাঁচি

ওয়ালমেট তৈরি প্রক্রিয়া

ধাপ ১

IMG_20220218_163144.jpgIMG_20220218_165404.jpg

প্রথমে কালো কাগজ সাইজ মতো ভাঁজ করে লম্বা করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেই। কেটে নেওয়া কালো কাগজটি রোল করার জন্য পেচিয়ে নেই। এভাবে রোল করে নেওয়া কালো কাগজ গুলো ছোট-বড় মোট ১৫ টি বানিয়ে নেই।

ধাপ ২

IMG_20220218_165638.jpgIMG20220218170758.jpg

এবার প্রথমে রোল করে নেওয়া কালো কাগজ গুলো বড় দুটি এবং ছোট তিনটি মোট ৫টি নিয়ে এভাবে সাজিয়ে নেই। এরপর আরও চারটি নিয়ে আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেই।

ধাপ ৩

IMG20220218171336~2.jpgIMG20220218171336~2.jpg

ওয়ালমেট তৈরি করার জন্য রোল করে নেওয়া কালো কাগজ গুলো দুটি নিয়ে ডান দিকে এবং একটি নিয়ে নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে নেই। আবার দুটি লম্বা রোল নিয়ে ডানদিকে একসাথে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৪

IMG20220218174050.jpgIMG_20220218_180119.jpg

সবুজ কাগজের সাইজ ছোট করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে পেন্সিল দিয়ে পাতা একে নেই। এরপর পাতা গুলোকে ছোট ছোট করে একটু কেটে নিয়ে ভাঁজ করে ২৩ টি পাতা বানিয়ে নেই।

ধাপ ৫

IMG20220218180447.jpgIMG20220218182004.jpg

রোল এর ওপর ৬ টি পাতা আঠা দিয়ে লাগিয়ে নেই। এরপর একটি একটি করে সব পাতাগুলো ওয়ালমেট এর ওপর ভালভাবে লাগিয়ে নেই।

ধাপ ৬

IMG20220218183123.jpgIMG_20220218_191857~3.jpg


হলুদ কাগজের সাইজ ছোট করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেই। এরপর পেন্সিল দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নেই। কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর ফুলের পাপড়ি গুলো আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেই।

ধাপ ৭

IMG_20220219_094206~3.jpgIMG_20220219_094206.jpg

রোল করে নেওয়া কালো কাগজের ওপর হলুদ রঙের ফুল গুলো আঠা দিয়ে লাগিয়ে নেই। একটি একটি করে রোল এর উপর হলুদ রঙের সাতটি ফুল সাজিয়ে নেই।

শেষের ধাপ

IMG_20220219_094206~2.jpg

ফুলগুলো লাগিয়ে নিলে আমার ওয়ালমেট টি তৈরি হয়ে যাবে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ওয়ালমেট টি অনেক ভালো লেগেছে

ধন্যবাদ সকলকে

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি ওয়ালমেট খুবই ভালো লেগেছে। বিশেষ করে হলুদ রঙের কাগজ দিয়ে ফুল তৈরি চমৎকার ছিল। ফুলগুলো খুব সুন্দর ফুটে উঠেছে ।আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোষ্ট দেখে এত সুন্দর মতামত প্রদান করার জন্য

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। হলুদ রঙের কাগজের তৈরি ফুল গুলো ওয়ালমেট কে বেশি আকর্ষণীয় করে তুলেছে। ওয়ালমেট তৈরির ধাপ গুলো পর্যাক্রমে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

এত সুন্দর মতামত প্রদান করার জন্য ধন্যবাদ

 2 years ago 

সত্যি বলতে ভাই মনে হয়নি এটি আপনার হাতে তৈরি করা আসলে আপনি দারুন দক্ষতা নিয়ে কাজটি করেছেন। রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট আমার অনেক পছন্দ হয়েছে। ফুলগুলো দারুণ ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আজকে অনেক গুলা রঙিন কাগজের পোস্ট দেখতে পেলাম। তবে তার মধ্যে আপনারটা অন্যতম, এবং আপনারটা অনেক বেশি ভাল লেগেছে। খুব সুন্দর এবং খুব সুন্দর ডিজাইন করেই আপনি কিন্তু ওয়াল হ্যাংগিং ক্রাফটি বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে প্রশংসার দাবিদার কাজটি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সবসময়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ওয়ালমেট এর খুবই সুন্দর হয়েছে কালার কম্বিনেশন টা দুর্দান্ত। দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে এই ওয়ালমেটটি।

 2 years ago 

এত সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট খুবই চমৎকার লাগছে আমার কাছে ।ফুলগুলো দেখে মনে হচ্ছে না যে এ গুলো কাগজের ফুল মনে হচ্ছে এগুলো প্লাস্টিকের ফুল ।খুব সুন্দর ফুলগুলো বানিয়েছে সত্যিই অনেক ভাল লাগছে ।কালার কম্বিনেশন দারুন লাগছে ।হলুদ কালার ফুল দেয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি দেখে মতামত প্রদান করার জন্য

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনার এই হলুদ রঙের ফুলটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে কেননা হলুদ রঙের ফোন আমার অনেক পছন্দের। ওয়ালমেট তৈরির প্রত্যেকটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44