||রেসিপি||ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না||10% beneficiary for@shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম আদাব

মার বাংলা ব্লগের সকল সদস্যগণ এর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলাদা রহমতে ও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ মঙ্গলবার, প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আশা করি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

IMG20220221145414.jpg

প্রয়োজনীয় উপকরণ

Picsart_22-02-22_23-28-16-900.jpg

ডিম
মিষ্টি কুমড়া
তেল
লবণ
হলুদ
মরিচ বাটা
পেঁয়াজ কুচি
ধনেপাতা কুচি
জিরা বাটা

রেসিপি তৈরি প্রক্রিয়া

IMG20220221131751.jpgIMG20220221135344.jpg

প্রথমে চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে নেই। এরপর পাত্রের মধ্যে ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নেই।
ডিমগুলো সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেই।

IMG20220221135945.jpgIMG20220221140017.jpg

চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মত একটু তেল দিয়ে নেই।এরপর এক চিমটি হলুদ ও লবণ দিয়ে দেই।এরপর কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেওয়া ডিম গুলো দিয়ে দেই।

IMG20220221140335.jpgIMG_20220221_140703.jpg

ডিম গুলো একটু লাল লাল হয়ে এলে পাত্রের মধ্যে নামিয়ে নেই।

IMG20220220195730.jpgIMG20220221140850.jpg

এখন কড়াই এর মধ্যে পরিমাণ মত তেল দিয়ে নেই।এরপর পরিমাণ মত সব মসলা গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই।

IMG20220221141012.jpgIMG20220221141308.jpg

এখন মসলা গুলো একটু নেড়ে দিয়ে পোড়া পোড়া করে নেই।মসলা গুলো একটু পোড়া পোড়া হয়ে এলে পরিমাণ মত পানি দিয়ে নেই।

IMG20220221141514.jpgIMG20220221141657.jpg

** এখন কড়াই এর মধ্যে মিষ্টি কুমড়া গুলো দিয়ে নেই।একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই।ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য**

IMG20220221142644.jpgIMG20220221141657.jpg

মিষ্টি কুমড়া গুলো ভালো ভাবে কষিয়ে নেওয়ার পর এর উপর সিদ্ধ ডিম গুলো দিয়ে নেই।এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে নেই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।

IMG20220221145414.jpg

ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে নামিয়ে নিলাম।এখন রেসিপি টি পরিবেশনের জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত।

আশা করি আপনাদের সকলের কাছে আমার রেসিপি টি অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সকলকে

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFa3pqt21x6BH6UcYQezDqskNJw6oWpLvoup9LCbqvY88xQG68kk9TNgwTuwNw7ovnmvNhpkdN2YBVu4uGh...andZteJ1eQM7daHqfW8U8LJZj3dbYqiqQAYiu44uWxzJ2L1oKxQGgkWGVzPcEnW3Nz51mQSwNxsoythBzfpB6BqNx7VAJQF8CoyWw7LBMm6JZgDVTKVaGNWA3x.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  

দিয়ে আলু ঘাটি অনেক খাওয়া হয়ে উঠেছে কিন্তু ডিম দিয়ে কুমড়ো কখনো খাওয়া হয়ে ওঠেনি। আপনি রেসিপি টা অনেক সুন্দর করে বানিয়েছেন অনেক সুস্বাদু এবং পুষ্টিকর হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করেছেন। দেখতে এত সুন্দর লাগছে আশা করছি খেতেও হয়তো বা অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রেসিপি সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না খুবই সুন্দর হয়েছে। এই ধরনের রেসিপি অনেকদিন যাবত খাওয়া হয়না। আমার কাছে খুবই ভালো লাগে ডিমের সাথে এই ধরনের রেসিপি তৈরি করে খেতে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মতামত প্রদানের জন্য

 2 years ago 

ডিম আর মিষ্টি কুমড়ো দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করলেন। ডিম আর মিষ্টি কুমড়ো দুটোই তো আমার খুবই ফেভারিট একটা খাবার। আপনাদের ভিডিও দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু দিবার মিষ্টি কুমড়ো একসাথে কখনো তৈরি করে খাওয়া হয় নাই। আপনার রেসিপিটা দেখে খুবই অসাধারণ লাগলো আমার কাছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ডিম দিয়ে মিষ্টি কুমড়ার অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আমার অনেক প্রিয় একটি খাবারের রেসিপি আজকে সকলের মাঝে তুলে ধরেছেন দেখছি, মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি আমার কাছে খুবই সুস্বাদু লাগে বাসায় থাকলে মাঝে মাঝেই এ ধরনের রেসিপি খাওয়া হয়। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ডিম আমার অনেক ফেভারিট একটি খাবার ডিমের সাথে মিষ্টি কুমড়া মিশ্রন করলে খেতে খুবই সুস্বাদু লাগে আপনার এই রেসিপিটি অনেক লোভনীয় ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার খুবই সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। হ্যাঁ মিষ্টিকুমড়ো আমার কাছে অনেক ভালো লাগে আর সেটার মধ্যে যদি ডিম থাকে তাহলে তো কোন কথাই থাকে না। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই রেসিপিটি তৈরীর পদ্ধতি শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44