||এসো নিজে করি||রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি||10% beneficiary for@shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম/ আদাব

মার বাংলা ব্লগ এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি মোঃ আসাদুল ইসলাম আল-আমিন, আমার ইউজার আইডি@bazlur। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ বুধবার, প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে নতুন একটি ওয়ালমেট নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে আমার বানানো ওয়ালমেট টি অনেক ভালো লাগবে।

IMG_20220302_153714.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

প্রয়োজনীয় উপকরণ

কার্ডবোর্ড
সবুজ রঙের কাগজ
নীল রঙের কাগজ
কালো রঙের কাগজ
পেন্সিল
আঠা
কাঁচি

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

ওয়ালমেট তৈরি প্রক্রিয়া

IMG_20220302_152348.jpgIMG_20220302_152316.jpg
প্রথমে একটি কার্ডবোর্ড নেই। এরপর কার্ডবোর্ড টিকে প্রথমে লাভ আকৃতির ও পরে গাছের ডাল আকৃতির কেটে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_152536.jpgIMG_20220302_105905.jpg
এখন কার্ডবোর্ড দিয়ে বানানো অংশগুলোর উপর কালো রঙের কাগজ উপরের ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে দিই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_110448.jpg
এখন কার্ডবোর্ড দিয়ে বানানো অংশগুলোকে আঠা দিয়ে একসাথে লাগিয়ে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_103445.jpgIMG_20220302_103526.jpg
IMG_20220302_103719.jpgIMG_20220302_113732.jpg
প্রথমে একটি সবুজ কাগজের অংশ কেটে নেই। এরপর কেটে নেওয়া অংশটিকে ভাঁজ করে নেই। এখন ভাঁজ করা অংশটিকে চিত্রের মতো করে কেটে নেই। এরপর কেটে নেয়া অংশগুলোকে চিত্রের মত করে বানিয়ে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_114332.jpgIMG_20220302_115001.jpg
এখন একটি নীল রংয়ের কাগজের একটি চতুর্ভুজাকৃতির অংশ কেটে নেই। এখন কেটে নেওয়া অংশটিকে ত্রিভুজাকৃতি ন্যায় ভাঁজ করে নেই। ভাস্কর অংশের উপরে পেন্সিল দিয়ে ফুলের পাপড়ি আকৃতির দাগ টেনে নেই। এখন কাঁচি দিয়ে টেনে নেওয়া দাগ বরাবর কেটে নেই। এরপর ভাঁজ গুলো খুলে ফুলের একটি পাপড়ি কেটে আঠা দিয়ে একসাথে লাগিয়ে ফুল তৈরি করে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_115600.jpgIMG_20220302_122210.jpg
এখন কার্ডবোর্ড দিয়ে বানানো অংশগুলোর উপর সবুজ কাগজ দিয়ে বানানো অংশ এবং নীল কাগজ দিয়ে বানানো ফুল গুলো আঠা দিয়ে চিত্রের মত করে লাগিয়ে দেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_125329.jpgIMG_20220302_125523.jpg
এবার প্রথমে নীল কাগজ কালো কাগজ এর চিত্রের মত করে লাভ সেপ বানিয়ে নেই। এরপর নীল কাগজের লাভ সেপ এর উপর কালো কাগজের লাভ সেপ গুলোকে আঠা দিয়ে লাগিয়ে দেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_152952.jpgIMG_20220302_153027.jpg
এখন কাল কাগজের ৩টি অংশ কেটে নেই। কেটে নেয়া অংশের মাথায় লাভ সেপ গুলো আঠা দিয়ে লাগিয়ে নেই । এভাবে তিনটি লেজ তৈরি করে নেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

IMG_20220302_153027.jpgIMG_20220302_153626.jpg
এখন লেজ গুলোকে চিত্রের মত করে আটা দিয়ে একটি একটি করে লাগিয়ে নেই।

IMG_20220302_153714.jpg

লেজগুলো লাগানো হয়ে এলে ওয়ালমেট তৈরি হয়ে যাবে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

আশা করি আপনাদের সকলের কাছে আমার তৈরি ওয়ালমেট অনেক ভালো লাগবে। আমি যথাযথ চেষ্টা করেছি আপনাদের মাঝে ওয়ালমেট তৈরির পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করি আমি সেটা করতে পেরেছি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার পোস্টটি পড়া ও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1PYorAADb5jX73UYJU52q7...b2jFXHoUmW3eSiNazbyewpJpfHgx7oneNTmoHLbDwtHvpeMVPY7eAqjeVZybH5cHvLuBPxPJwVGyp7GZKSUmuQrRgyfi6quQKtiHsk5ofqjaxFguQFrdPwmDQ2.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq1HetAMXYmraDN6Mt4KDU...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

Sort:  

কাগজের ওয়ালমেট সাজাতে ভালই লাগে। সুন্দর করে ধাপে ধাপে দেখালেন। ভাল ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার চমৎকার করে ওয়ালমেট তৈরি করেছে ‌‌। প্রথমে দেখে এটি বিশ্বাসই করা যাচ্ছিল না। কালো ও নীল রঙের কাগজে চমৎকার ফুটিয়ে তুলেছেন। দক্ষ হাতের অসাধারণ কৃতিত্ব আপনাকে দূর থেকে বহুদূরে নিয়ে যাবে।

  • শুভকামনা নিরন্তর।
 3 years ago 

অনেক সুন্দর করে মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে অনেকেই অনেক ধরনের ওয়ালমেট তৈরি করলেও, আপনার এই ওয়ালমেট আমার কাছে নতুন লেগেছে। ওয়ালমেট তৈরি করার পদ্ধতিগুলোও ধাপ আকারে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার তৈরি ওয়ালমেটটি ঘরে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাই রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দারুন ভাবে তৈরি করেছেন আপনি। শক্ত কার্টুন দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন এতে করে ওয়ালমেট কিভাবে শক্ত এবং মজবুত হবে। রুম ডেকোরেশন এর জন্য এটি পারফেক্ট একটি আইডিয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট তৈরির প্রসেস গুলো আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ভাই।

 3 years ago 

এত সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার ওয়ালমেট টি খুবই ভালো লেগেছে সত্যিই আপনার ওয়ালমেট দেখতে অসাধারন ভাইয়া।ওয়ালমেট তৈরির করার প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনিও ভালো থাকবেন

 3 years ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ছোট ছোট ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। রুমে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। দারুন ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যে খুশি হলাম

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট খুবই অসাধারণ লাগছে। আপনার ওয়ালমেট দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে দক্ষতা সহকারে সময় নিয়ে কাগজের দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপসমূহ স্থাপন করেছেন । এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা

ভাই আপনার কাগজ দিয়ে ‍খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করছেন।দেখতে বেশ সুন্দর হয়েছে।কালার কমিনিকেশন অনেক দারুণ।ওয়ালমেট আঁকার সাথে সাথে উপস্থাপনা অনেক ভালো।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার ডাই প্রজেক্টেটি আসলে অসাধারণ হয়েছে। ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনার পোস্টটি ও তৈরি করতে মনে হয় অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন ছিল।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56677.48
ETH 2329.02
USDT 1.00
SBD 2.36