আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট || ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি ও আল্লাহ তাআলার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। ‌আজ আবারো নতুন একটি ওয়ালমেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20211225_192406~2.jpg

ওয়ালমেট তৈরির প্রক্রিয়া:

উপকরণ:

IMG_20211225_151455~2.jpg

১. কমলা রঙের কাগজ

২. সাদা কাগজ

৩.কাচি

৪. আঠা

প্রথম ধাপ:

IMG_20211225_151328.jpg

প্রথমে এ ফোর সাইজের দুটি কাগজ মাঝ দিয়ে সমান ভাগে ভাগ করে নিলাম। এরপর ভাগ করা কাগজগুলো চিত্রের মত ভাঁজ করে নিলাম।

IMG_20211225_192515~2.jpg

এখন ভাঁজ করা কাগজ গুলো আঠা দিয়ে একসাথে লাগিয়ে নিলাম

দ্বিতীয় ধাপঃ

IMG_20211225_190735~2.jpg

এবার সাদা কাগজের চিত্রের ন্যায় তিনটি লেজ কেটে নিলাম

IMG_20211225_191716~2.jpg

প্রথম ধাপে বানানো অংশের সাথে সাদা কাগজের লেজ গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম

তৃতীয় ধাপঃ

IMG_20211225_190440.jpg

এবার এ ফোর সাইজের অর্ধেক অংশ কে আবার দুই ভাগে ভাগ করে কাগজগুলো কে ভাঁজ করে চিত্রের ন্যায় করে নিলাম

IMG_20211225_192003~2.jpg

এখন দ্বিতীয় ধাপে বানানো অংশে কাগজের লেজ গুলোর প্রত্যেকটির মাথায় কিছুক্ষণ আগে বানানো অংশে গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম

চতুর্থ ধাপ:

IMG_20211225_183836~2.jpg

এখন সাদা কাগজ ও কমলা রংয়ের কাগজের ফুল বানিয়ে নিলাম। ফুল গুলোর মধ্যে একটি বড় ফুল ও তিনটি ছোট ফুল বানিয়ে নিলাম

IMG_20211225_192406~2.jpg

এবার ফুলগুলো চিত্রের ন্যায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20211226_175653-COLLAGE.jpg

এভাবে ধাপে ধাপে তৈরি হয়ে গেল আমার নতুন একটি ওয়ালমেট।
আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

লাল আর সাদা রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই লাল কালার টা ওয়ালমেট এর মধ্যে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। দেখতে অসাধারণ দেখাচ্ছে। তাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যাতে আরো সুন্দর কিছু আমাদের উপহার দিতে পারেন

 2 years ago 

ধন্যবাদ আপু আমার জন্য দোয়া করবেন

 2 years ago 

  • খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশন টা খুব ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।এককথায় আপনার ওয়ালমেট আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার কাগজের কালারটিও ছিল দারুণ চমৎকার। যার জন্য আপনার ওয়ালমেট টি অনেক বেশি ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। যেটি আপনার পোস্ট কে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব।।
আমার জন্য দোয়া করবেন

 2 years ago 

লাল-সাদা রংয়ের কম্বিনেশন টা আমার কাছে বেশ ভালো লাগে।লাল,সাদা কাগজের তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

Loading...
 2 years ago 

অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন ভাই। কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে একেবারে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য। শুভকামনা থাকবে আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

আপনার ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। আপনি যে এই ধরনের জিনিস ভালোই বানাতে পারেন সেটা আপনার ওয়ালমেটটি দেখে বোঝা যাচ্ছে। চেষ্টা করুন নতুন ধরনের কিছু তৈরি করতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি যথাসাধ্য চেষ্টা করব ভাই নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67109.92
ETH 3122.48
USDT 1.00
SBD 3.69