আমার রান্না করা মুরগির মাংসের রেসিপি|| ১০% বেনিফিসিয়ারি @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম । আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার রান্না করা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

IMG20220112121749.jpg

উপকরণ:

IMG20220112111018.jpg

১. মুরগির মাংস

২. আলু

৩. পেঁয়াজ কুচি

৪. মরিচ বাটা

৫. আদা বাটা

৬. রসুন বাটা

৭. জিরা বাটা

৮. লবণ

৯. হলুদ

১০. তেল

মুরগির মাংস রান্নার প্রক্রিয়া:

ধাপ ১:

IMG20220112111559.jpg

প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি হালকা গরম হলে পরিমান মত তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি গুলো এর মধ্যে দিয়ে দিলাম।

ধাপ ২:

IMG20220112111747.jpg

পেঁয়াজকুচি গুলো তেলের মধ্যে কিছুক্ষণ রেখে বাদামি রংয়ের করে নিলাম।

ধাপ ৩:

IMG20220112111912.jpg

এখন কড়াইয়ের মধ্যে মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা ,রসুন বাটা ,হলুদ ,লবণ সব দিয়ে দিলাম।

ধাপ ৪:

IMG20220112112102.jpg

সব মসলাগুলো দেয়ার পর এবার নেড়ে দিলাম। এখন এর মধ্যে দুটি তেজপাতা ও কিছু ডাল চিনি দিয়ে দিলাম।

ধাপ ৫:

IMG20220112112318.jpg

মসলাগুলো একটু পোড়া পোড়া হলে মুরগির মাংস গুলো এর উপর দিয়ে দিলাম।

ধাপ ৬:

IMG20220112112423.jpg

মুরগির মাংস গুলো নেরে দিয়ে একটু পোড়া পোড়া করে নিলাম।

ধাপ ৭:

IMG20220112113703.jpg

মুরগির মাংস গুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে নিলাম।

ধাপ ৮:

IMG20220112113942.jpg

পরিমান মত পানি দেয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

ধাপ ৯:

IMG20220112114703.jpg

এবার মাংসগুলো একটু কড়াইয়ে নিচে লেগে গেলে কেটে নেওয়া আলু গুলো দিয়ে দিলাম।

ধাপ ১০:

IMG20220112114804.jpg

কেটে নেয়া আলুগুলো দেয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

ধাপ ১১:

IMG20220112114925.jpg

মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে নিলাম।

শেষের ধাপ:

IMG20220112121749.jpg

কিছুক্ষণ পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে, একটি পাত্রে নামিয়ে নিলাম।

এটা আমার দ্বিতীয় রান্নার রেসিপি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরও আকর্ষণীয় ও দৃষ্টি নন্দন কিছু শেয়ার করতে পারি।

Sort:  

দেশি মুরগি আমার এমনিতেই পছন্দের খাবার। তারমধ্যে আপনার রেসিপি ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ছবিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে। মাংস রান্না করার পদ্ধতি ও ধাপ আকারে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

মুরগির মাংস খেতে কে না ভালোবাসে। দেশী মুরগী ছাড়া আমি অন্য মুরগীর মাংস সাধারণত খাই না। খুব সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজাদার হবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুরগি বরাবরেই আমার প্রিয় খাবার।আর সুন্দর করে মুরগি রান্না করেছেন।প্রতিটি ধাপের বর্ণনা করেছেন ।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58251.65
ETH 2369.70
USDT 1.00
SBD 2.37