||এসো নিজে করি||রঙিন কাগজের ওয়ালমেট||10% beneficiary for@shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আমার নিজের তৈরি করা সুন্দর একটি ওয়ালমেট তৈরি পদ্ধতি শেয়ার করব আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

IMG_20220129_141834~2.jpg




ওয়ালমেট তৈরি উপকরণ

IMG_20220127_171540.jpg

রঙিন কাগজ
কার্ডবোর্ড
কাঁচি
আঠা



ওয়ালমেট তৈরি প্রক্রিয়া

ধাপ ১:

IMG_20220127_172211.jpg

প্রথমে একটি কার্ডবোর্ড নিলাম এবং কার্ডবোর্ড টি চিত্রের ন্যায় কেটে নিলাম।



ধাপ ২:

IMG_20220127_173038.jpgIMG_20220129_133349.jpg

এখন একটি রঙিন কাগজ কেটে নিলাম। কাগজ টি কে দ্বিতীয় চিত্রের ন্যায় ভাজ করে নিলাম।



ধাপ ৩:

IMG_20220129_133349.jpgIMG_20220127_173609.jpg

ভাঁজ করা কাগজটিকে একত্রিত করে দ্বিতীয় চিত্রের ন্যায় পিন আপ করে নিলাম।



ধাপ ৪:

IMG_20220127_173609.jpgIMG_20220127_173812.jpg

ভাজ করা কাগজটির যেদিকে পিন আপ করেছি তার অপরদিকে দ্বিতীয় চিত্রের ন্যায় কেটে নিলাম।



ধাপ ৫:

IMG_20220127_173812.jpgIMG_20220127_173833.jpg

এখন ভাজ করা কাগজটি খুললে দ্বিতীয় চিত্রের ন্যায় ফুলের পাপড়ি হয়ে যাবে।



ধাপ ৬:

IMG_20220127_173833.jpgIMG_20220129_135046.jpg

এভাবে অনেকগুলো ফুলের পাপড়ি বানিয়ে নিলাম।



ধাপ ৭:

IMG_20220129_135046.jpgIMG_20220127_172211.jpgIMG_20220129_141834~2.jpg

ফুলের পাপড়ি গুলোকে কার্ডবোর্ডের উপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম। যেভাবে চিত্রে দেখানো হয়েছে।পাপড়ি গুলো সুন্দর ভাবে আটা দিয়ে লাগানো হয়ে গেলে আমার ওয়ালমেট তৈরি হয়ে যাবে।

IMG_20220129_141834~3.jpg



আশা করি আমার এই ওয়ালমেট টি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। গত কয়েকদিন যাবত একটু অসুস্থ ছিলাম। তাই আপনাদের মাঝে আমার নতুন কোনো ক্রিয়েটিভিটি উপস্থাপন করতে পারিনি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সকলকে

Sort:  
 3 years ago 

নীল রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করলেন। আপনার তৈরি করা ওয়ালমেট টা দেখতে আসলেই অসাধারণ দেখাচ্ছে। এমনিতে এরকম ওয়ালমেট করল আমার খুবই সুন্দর লাগে দেখতে। আপনি অনেক সময় দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আমার পোষ্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাগজের তৈরি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ।বিশেষ করে কালারটি আমার কাছে অনেক ভালো লেগেছে ।আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট আপনি বানিয়েছেন একেবারে আনকমন হয়েছে ।এ ধরনের ওয়ালমেট কখনো দেখিনি। বিশেষ করে নীল কালার দেওয়াতে ওয়ালমেটটি আমার কাছে অসাধারণ লেগেছে। বানানোর প্রসেসগুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য টি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন । দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে কালার টা খুব সুন্দর হয়েছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আমি অনেক খুশি হয়েছি এই জন্য যে আপনি পোস্ট টি পড়ে এত সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার ডাই প্রজেক্টেটি আসলে অসাধারণ হয়েছে। ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনার পোস্টটি ও তৈরি করতে মনে হয় অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন ছিল।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য🤗

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56855.76
ETH 2540.09
USDT 1.00
SBD 2.24