মা না থাকার যন্ত্রণা,,?

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আমার জীবনের সব চেয়ে খারাপ একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবাই চাই এই অনুভুতির মাঝে না আসতে কিন্তু ভাগ্যের খেলায় আমার তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আমার মাকে হারিয়েছি ২ বছর হতে যাচ্ছে কিন্তু এই কথাটি লিখতে বুকটি হাহাকার করছে আমার। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ শান্তি আমার জীবন থেকে চলে গেছে। মা এই একটি শব্দের মাঝে কতো মায়া ভালোবাসা আর শান্তি লুকিয়ে থাকে সেটা আমি বুঝতে পারছি এখন।

আমার মা ছিলো আমার শক্তি আমার পৃথিবী ছোটবেলা থেকে যতো কষ্ট আমি পেয়েছি হতাশ হয়েছি আমার মনের মধ্যে যে অশান্তি ছিলো। সব কিছু আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে ভুলে গেছি আর শান্তি পেয়েছি। কিন্তু আজকে সেই মুখটি আর নেই নেই তার মায়াবী মুখ যা দেখে আমি খুশি হবো সুধু আছে আমার পাশে শূন্যতা। সত্যি বলতে মা না থাকার কষ্ট আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না।

যখন আমার মোবাইলে ফোন কল আসে কাজের মধ্য তখন আমার মনে হয় আমার মা আমার কাছে ফোন দিয়েছে। কিন্তু ফোন দেখি ওন্নো কেও দিছে তখন চোখের জল চলে আসে ধিরে ধিরে। বাংলাদেশে যেতে মন চাইছে অনেক কিন্তু ভাবি গিয়ে কি হবে যেখানে মা নেই আছে সুধু শূন্যতা। কেও বলবে না আই খোকা খাবার খাবি কেও বলবে না আই খোকা তোর কষ্টের কথা বলবি। তুই চিন্তা করিস না আমি আছিতো তোর পাশে কিছুই হবে না।

এই কথা গুলো ভাবলে আমার জীবনের সব কিছু শেষ বলে মনে হয় কারণ আমরা মনে হয়। জীবনে যতো বড় কষ্ট আসুক না কেনো মাকে হারানোর কষ্টের সাথে আর কিছুই তুলনা করা যায় না। এই কষ্ট শুধু তারাই বোঝে যারা তাদের মাকে হারিয়েছি। সান্ত্বনা অনেক দিবে বা দেই কিন্তু বুকের ভেতরের এই ব্যথা কারো কাছে প্রকাশ করা যায় না। এই ব্যথা প্রিতি দিন আমাকে পোড়ায় প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় আমি একা হয়ে গেছি।

মাকে হারিয়ে আমি বুঝেছি পৃথিবীর সবকিছু হারিয়ে গেলেও হয়তো সহ্য করা যায় কিন্তু মা হারালে সেই ক্ষতি আর পূরণ হয় না। আমি জানি সময়ের সাথে সাথে হয়তো ক্ষত কিছুটা শুকিয়ে যাবে কিন্তু দাগ কনো দিনও মুছে যাবে না। আমার মায়ের স্মৃতি তার ভালোবাসা আমার ভেতরে সারা জীবন থাকবে। যখন দেখি অন্য কারো মা তার ছেলের সাথে কথা বলছে তখন আমার মনে হয় কি ভাগ্যবান তারা। তারা হয়তো বুঝতে পারে না মায়ের উপস্থিতি কত বড় আশীর্বাদ আর আমি মাকে হারিয়েছি আমি প্রতিটি মুহূর্তে সেই অভাবটি অনুভব করছি।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemMobile

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110380.76
ETH 3882.70
USDT 1.00
SBD 0.55