পোস্ট || মেঝ ভাইয়ের রেস্টুরেন্টে প্রথম খাবার অনুভূতি:
বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার বাংলা ব্লগে পোস্ট করা হচ্ছে না। বেশ কিছুদিন ধরে আমাদের দেশের একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল যার কারণে আমরা হয়তো অনেকে পোস্ট করতে পারিনি এবং আমি আমার ব্যক্তিগত ভাবে ও একটু ঝামেলায় ছিলাম। আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে, এখন থেকে নিয়মিত পোস্ট করে যাবো ইনশাল্লাহ।
ইমেজ নাম্বার এক
বন্ধুরা আজকে যে পোস্টটি আপনাদের মাঝে করব সেটি একটি রেস্টুরেন্টে প্রথম খাওয়ার পোস্ট। বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার মেঝো ভাই ঢাকাতে একটি রেস্টুরেন্ট চালাতো যে কোন কারণবশত ঢাকায় রেস্টুরেন্ট কন্টিনিউ করা সম্ভব হয়নি। এতাবস্থায় সে ঢাকা থেকে বাড়িতে চলে আসে বাজারে একটি রেস্টুরেন্ট নেয়। এই রেস্টুরেন্টে আগেই এখানে ছিল কিন্তু বর্তমান মালিক ইতালিতে যাওয়ার কারণে তার টাকার প্রয়োজন হলে সে রেস্টুরেন্টটি ছেড়ে দেয়। রেস্টুরেন্টটির নাম ছিল বন্ধু মহল। এখনো রেস্টুরেন্টটি এই নামেই চলছে রেস্টুরেন্টে অনেকটা সংস্কার করে আবার নতুনভাবে শুরু করেছে।
ইমেজ নম্বর দুই
তো আমি বাড়িতে যাওয়ার আগেই আমাদের বাজার পার হয়ে তারপর যেতে হয়, প্রথমে ভাবছিলাম যাব না পরে দেখি আমার ভাগিনা বসে আছে। ভাগিনাকে দেখে আমি দোকানে গেলাম, কারণ মেঝ ভাই দোকানে থাকলে কিছু খেয়ে টাকা দেওয়াটা কেমন যেন ইতস্ত মনে হয়। বলে রাখা ভালো যে তখন আমার বেশ ক্ষুধা লেগেছিল।
ইমেজ নাম্বার তিন
আপনারা হয়তো জেনে থাকবেন আমি একটি পোস্ট করেছিলাম যে ঢাকা আমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট ছেড়ে দেওয়ার পরেই মেজ ভাই গ্রামে এসে রেস্টুরেন্টে নিয়েছে কিন্তু এখানে আমাকে শেয়ার রাখেনি। যাইহোক রেস্টুরেন্টে যাওয়ার পর আমার ভাগিনা আমাকে একটি চিকেন চাপ এবং নান রুটি দিয়ে আপ্যায়ন করল।
ইমেজ নাম্বার চার
আমিও বেশ মজা করেই খেলাম। খাবারটা বেশ মজার ছিল আর খেতে খেতে ভাবতেছিলাম ভাগিনাকে টাকা সাধলে নিবে কিনা পরে ভাবলাম নিক আর নিক আমাকে অবশ্যই সাধতে হবে। সে মতে আমি খাওয়া শেষ করে ভাগিনার হাতে ৫০০ টাকার নোট দিলাম কিন্তু ভাগিনা আমার টাকা রাখলো না। এভাবে আমি আমার মেজ ভাইয়ের রেস্টুরেন্টে প্রথম খাবার খেলাম।
বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট এর বিস্তারিত আশা করি সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |
আপনার মেজ ভাইয়ের রেস্টুরেন্ট টা বেশ ভালই লাগলো দেখে। তবে সে ঢাকাতে প্রথম রেস্টুরেন্ট খুলতে চেয়েছিল কিন্তু কারণবশত সেখানে না খুলে বাড়িতে এসে বাজারে অনেক সুন্দর একটি রেস্টুরেন্টের দোকান কিনে নিয়েছে। নিজের হাতে দোকানটা মেরামত করে অনেক সুন্দরভাবে রেস্টুরেন্ট চালাচ্ছে। তবে আপনি প্রথম কাস্টমার হওয়াই আপনার টাকা নেয়নি। যাইহোক বেশ ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতিটা জানতে পেরে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।