আমার আজকের পোস্ট|| এসো হাত বাড়াও নাটকের রিভিউঃ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

বিসমিল্লাহির রাহমানির রহীম।




Screenshot_20230504-083651_1.png

হ্যালো বন্ধুরা!

বৈশাখের এই দিনে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ববন্ধুরা প্রতিদিনের মতো আজ ও আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা আমি আজকে একটি নাটকের রিভিউ নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি। আমার রিভিউ করা আজকের নাটকটির এসো হাত বাড়াও।

Screenshot_20230504-083049_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-১

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


বন্ধুরা নাটকটি আমি আজকে রাত্রেই দেখলাম। প্রথমে নাটকটি ইউটিউব কনটেন্ট দেখলাম। কনটেন্ট দেখে ভালো লাগলো তাই পুরো নাটকটি দেখলাম। নাটকটি একটি রোমান্টিক নাটক। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে । চলুন তাহলে শুরু করা যাক নাটকটির রিভিউঃ


Screenshot_20230504-083325_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-২

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


নাটকটির বিস্তারিতঃ
নাটকের নামএসো হাত বাড়াও
অভিনয়েজিয়াউল হক অপুর্ব, তানজিম সাইয়ারা ততিনী, আনন্দ খালেক, আজাদ রহমান, আফরোজা মিমি, মাসুম রেজওয়ান।
পরিচালকমোঃ মেহেদী হাসান রনি
প্রকাশকাল২৬শে মার্চ ২০২৩ইং
ব্যপ্তিকাল৫৭ মিনিট ৫৯ সেকেন্ড
প্রকাশ মাধ্যমইউটিউব

রিভিউ সংক্ষেপঃ

নাটকটির শুরুতেই সিয়াম (অপুর্ব) ডিসেন্ট্রিতে পতিত হয়। সিয়ামের দুই বন্ধু সিয়াম কে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নার্স নিরাকে (ততিনী) প্রথম দেখাতেই সিয়ামের ভালো লেগে যায়।
Screenshot_20230504-085658_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৩

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


এরপর সিয়াম সুস্থ হয়ে গেলে ও ডাক্তার তাকে রিলিজ দিলে সে হাসপাতাল ত্যাগ করতে চায়না। তখন সিয়ামের দুই বন্ধু সিয়াম কে জোর করে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে। একসময় সিয়াম হাসপাতালে নার্সে নিরার প্রেমে পড়ে যায়। এরপর সিয়াম কারণে অকারণে সামান্য কিছু হলেই হাসপাতালে চলে যায় নার্স নিরার সাথে দেখা করার অজুহাতে।

Screenshot_20230504-085944_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৪

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


এমনকি তার বন্ধুদেরকে ও বিভিন্ন অজুহাতে হাসপাতালে নিয়ে যেতে চায়। এরপর একদিন সিয়াম নিরার সাথে দেখা করার জন্য হাসপাতালে যায়। কিন্তু গিয়ে দেখে নিরা আর হাসপাতালে নাই, নিরার সহপাঠীর কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে নিরা চাকরি ছেড়ে একবারে চলে গেছে। এরপর সিয়াম নীরা বাসার ঠিকানা চায়।কিন্তু নিরার সহপাঠী সিয়ামকে ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। অনেক কষ্টের সিয়াম মীরার বাড়ি ঠিকানা নেয়।

Screenshot_20230504-090104_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৫

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


নীরার বাড়িতে গিয়ে সিয়াম দেখতে পায় নিরার আর এংগেজমেন্ট এর অনুষ্ঠান হচ্ছে। সেদিন নীরার বাবা আমার সাথে পরিচিত হয়ে সিয়াম বাড়িতে চলে আসে এবং একথাও জেনে আসে যে একমাস নিরার বিয়ের অনুষ্ঠান হবে।

Screenshot_20230504-090830_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৬

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


তখন সিয়াম ভাবে একমাস যেহেতু সময় আছে সেও তো কিছু একটা করা যাবে, তার ভাবনা মত সে নিরার সাথে যোগাযোগ চালিয়ে যায়। এরই মধ্যে নিরা ও সিয়ামকে ভালোবেসে ফেলে এবং একদিন নিরা সিয়াম এর সাথে দেখা করে তার ভালোলাগার বিষয়টি সিয়াম কে জানায়, কিন্তু নিরা সিয়ামকে বলে আসে যে এই মুহূর্তে আর তার কিছু করার নেই।

Screenshot_20230504-091019_2.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৭

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png


এরপর যথারীতি বিয়ের দিন সকালে সিয়াম নিরার বাড়িতে যায়, সিয়াম কে দেখে নীরার হবু বর লোক পাঠিয়েছি আমি কে মারধর করে, বিষয়টি নীরার কানে গেলে নীরা উত্তেজিত হয়ে সিয়ামকে মারার কারণ জানতে চায়, কিন্তু নীরার হবু বর কোন সদ্বউত্তর পারেনা। সদ্বউত্তর না পেয়ে নিরা রাগ হয়ে বিয়ের আসর থেকে সিয়াম এর কাছে হাসপাতালে চলে আসে।

Screenshot_20230504-091449_1.png

চিত্রঃ স্ক্রিন শর্ট-৮

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png




নাটকটির ইউটিউব লিংক



বন্ধুরা এই ছিল আমার দেখা এসো হাত বাড়াও নাটকটির রিভিউ। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য এবং আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

আপনার এসো হাত বাড়াও নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগল। সত্যি নীরা সিয়ামের সাথে পালিয়ে গিয়ে ঠিক করেছে।আমি নাটকটি পড়ে যতটা বুঝতে পারলাম নীরার হবু বর মোটেও ভালো ছিল না। যাইহোক অবশেষে নীরা ও সিয়াম দুজনে এক হতে পেরেছে জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ নাটকটা রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

রোমান্টিক অনেক সুন্দর একটি নাটক, চাইলে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।

 2 years ago 

আপনার আজকের এই নাটকের রিভিউ পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আপনি। অপূর্বের এরকম নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অপূর্বের অভিনয় একটু বেশি সুন্দর হয়। সম্পূর্ণ নাটকটির রিভিউ শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে করেছেন আপনি। আপনার আজকের নাটকের রিভিউ টা জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।

 2 years ago 

অপুর্ব এর রোমান্টিক নাটকগুলো অনেক ভালো লাগে। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.21
JST 0.039
BTC 97116.48
ETH 3691.84
USDT 1.00
SBD 3.96