আমার বাংলা ব্লকের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আমি আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
বন্ধুরা, আজ আবার আমি একটি থ্রিডি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমার আজকের থ্রিডি পোস্টটি হচ্ছে একটি স্টার এর থ্রিডি অংকন। বন্ধুরা কিছুদিন আগে আমি একটি থ্রিডি পোস্ট করেছিলাম। আমার বাংলা ব্লগের সকলের কাছ থেকে মোটামুটি অনুপ্রেরণা পেয়েছিলাম, এজন্য আমি আমার আজকের পোস্টটি ও থ্রিডি দিয়ে সাজালাম।
পোস্ট ক্যাটাগরিঃ থ্রি ডি অংকন। |
পোস্টের শিরোনামঃ একটি স্টারের থ্রি ডি অংকন। |
পোস্টের তারিখঃ ২৪ শে কার্তিক ১৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)। |
চিত্রঃ একটি স্টারের থ্রি ডি। |
আসলে থ্রিডি অঙ্কন করা সব সময় একটা কঠিন ব্যাপার। তারপরও চেষ্টা করছি কিভাবে সুন্দর একটি থ্রি টি অংকন করা যায়। আমার বাংলা ব্লকে যারা কাজ করে থাকেন তারা সবাই মোটামুটি এক্সপার্ট। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের স্টারের থ্রিডি অঙ্কন-
- একটি স্কেলে।
- একটি সাদা কাগজ।
চলুন বন্ধুরা তাহলে চিত্র এবং বর্ণনা সহ আমি আমার আজকের থ্রি ডি স্টারের অংকনটি শুরু করি- |
প্রথম ধাপঃ
বন্ধুরা প্রথমে আমি ছোট ছোট পাঁচটি দাগ দিয়ে মোটামুটি একটা ঘরের মতো চিত্র অঙ্কন করলাম।
চিত্রঃ অঙ্কনের প্রথম ধাপ। |
দ্বিতীয় ধাপঃ
এবার প্রতিটি ছোট দাগের সাথে চারপাশে আরও একটি করে দাগ টানলাম।
চিত্রঃ অঙ্কনের দ্বিতীয় ধাপ। |
তৃতীয় ধাপঃ
এবার দ্বিতীয়বার টানা দাগের সাথে এর চারপাশে একটু বড় করে প্রায় সমান মাপের আরো দুটি করে দাগ টানলাম।
চিত্রঃ অঙ্কনের তৃতীয় ধাপ। |
চতুর্থ ধাপঃ
এবার প্রতিটি দাগের নিচের দিকে একটি দাগের সাথে আরেকটি দাগ টেনে একটি দাগের সাথে আরেকটি দাগ মিলিয়ে দিলাম।
চিত্রঃ অঙ্কনের চতুর্থ ধাপ। |
পঞ্চম ধাপঃ
এবার বাইরের দিকের চতুর্ভুজ আকারের প্রতিটি (পাঁচটি) বক্স পেন্সিল দিয়ে ভরাট করে গাঁঢ়ো করে দিতে শুরু করলাম।
চিত্রঃ অঙ্কনের পঞ্চম ধাপ। |
ষষ্ঠ ধাপঃ
এবার একে একে পাঁচটি বক্স ই আমি পেন্সিল দ্বারা ভরাট করে গাঁঢ়ো করে দিলাম। এবং সর্বশেষ আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেলাম। মানে আমি আমার থ্রিডি স্টারটি পেয়ে গেলাম।
বন্ধুরা এভাবেই আমি আমার বাংলা ব্লগের জন্য থ্রি ডি স্টার এর অং ক ন টি শেষ করলাম। আশা করি আপনারা আপনাদের অতি মুল্যবান সময় নষ্ট করে আমার শেয়ার করা পোস্টটি দেখবেন। তাইলেই কেবল আমার পোস্টের স্বার্থকতা বজায় থাকবে। ধন্যবাদ সবাইকে।
ডিভাইস নাম | মডেল |
TECNO | pouvoir 4 |
পোস্টটির | লোকেশন |
মিরপুর | ২-নাম্বার |
আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো করা একটু কঠিনই বটে। এই স্টার এর থ্রিডি আর্টটি অনেক দিন আগে আমিও করেছিলাম। আমি অবশ্য অনেক মেপে মেপে করেছিলাম। আপনি তো মনে হয় অত মেপে করেননি। তারপরও আপনার থ্রিডি আর্টটি খুব সুন্দর হয়েছে। স্টারটি দেখতে অনেক ভালো লাগছে। ধাপগুলো সুন্দর দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
আর্ট পোস্ট এ অবশ্যই হাতের ছবি থাকতে হবে।অর্থাৎ আপনি আঁকছেন এমন অবস্থার একটা ছবি।
আপু চতুর্থ ধাপে আছে তো।
তা একেবারেই দেখা যাচ্ছেনা।সুন্দর ভাবে দেখা যেতে হবে।
আপু, ইডেট করে ঠিক করে দিয়েছি।