আমার আজকের পোস্ট || ধৈর্য্যর ফল সর্বদাই সুমিষ্ট হয়ঃ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

বিসমিল্লাহির রাহমানির রহীম


বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা বেশ কয়েকদিন যাবত ব্যস্ততার কারণে আমার পোস্ট করা হয় না। তাই সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আজ আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।



image.png

Image source:pixels

বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে লিখবো সেটি হলো ধৈর্য্য বা লেগে থাকা। যে কোন কাজে ধৈর্য্য হারা হলে আপনি অবশ্যই ঠকে যাবেন। বাংলায় একটা প্রবাদ আছে সবুরে নেওয়া ফলে। এই কথাটা আসলে ১০০% সত্যি। এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। আসলে কোন কাজ করতে গেলে অধৈর্য্য গেলে সে কাজের রেজাল্ট কখনোই ভালো হয় না।

হয়তো একটি কাজ করতে করতে অধৈর্য্য হয়ে গেছেন ভাবছেন আপনি হয়তো এই কাজে সফল হবেন না, এই ভেবে আপনি হয়তো কাজটি ছেড়ে দিলেন কিন্তু তখনই দেখলেন যে ওই কাজটি অন্য কেউ করে সফল হয়ে গেল।

আবার আপনি একটা পদে চাকুরী করছেন সেখানে আপনার প্রমোশন হচ্ছে না বা আপনি একটা অস্থায়ী অনেকদিন যাবত চাকুরী করছেন কিন্তু আপনার চাকুরী স্থায়ী হচ্ছে না। এবং আপনি ধরেই নিয়েছেন যে আপনার চাকুরী আর স্থায়ী হবে না এই ভেবে আপনি চাকুরীটা ছেড়েই দিয়েছেন কিন্তু আপনি যখন চাকুরীটা ছেড়ে দিলেন দেখলেন তার কিছুদিন পরেই আপনার সাথে অস্থায়ী পদে থাকা সকলের চাকুরী স্থায়ী হয়ে গিয়েছে তখন আপনার কেমন লাগবে বলেন।

এমন জীবনের সব ক্ষেত্রেই কোন কাজ করতে করতে তার রেজাল্ট না পেলে আমরা হতাশ হয়ে সেই কাজ থেকে পিছনে চলে আসি কিন্তু পরক্ষণেই দেখা যায় যে আমার পরবর্তী কেউ আমার সেই কাজটি অসম্পূর্ণ কাজটি সমাপ্ত করে সফলতা পেয়েছে। তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, যেটা অনেক বড় ঘটনা, সেটা হয়তো পরে একটি পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।

তাই কোন কাজে অধৈর্য্য হয়ে পড়া ঠিক না কারণ হয়তো বা আমার করা কাজের শেষের অংশেই আমার সফলতা বিদ্যমান রয়েছে। তাই যে কোন কাজ ধৈর্য্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ বন্ধুরা।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXhYEttnX1KKh1bDpnfJQ9XE52hBiZnn6J1QrQxWt34Vv6BDtNXArCZWNiRA18nt5eQYaA3Kmg.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76535.07
ETH 2962.73
USDT 1.00
SBD 2.65