রঙ্গিন কাগজ কেঁটে একটি বর্ডার ডিজাইন তৈরি করাঃ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার আজকের পোস্টটি হল রঙিন কাগজ দিয়ে বর্ডার ডিজাইন করা। বন্ধুরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন পোস্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে এবং চেষ্টা করি পোস্টটি যাতে সবার ভালো লাগে সেভাবেই উপস্থাপন করার, জন্য জানিনা কতটা সফলভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সেটা অবশ্য আপনারাই ভালো বলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের পোস্টটি-


বর্ডার ডিজাইনটির চুড়ান্ত রূপ
IMG_20221108_234217.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

বন্ধুরা চলুন এবার তাহলে প্রতিটি ধাপের চিত্র উপস্থাপন এবং বর্ণনা তুলে ধরা যাক-

প্রথম ধাপঃ

প্রথমে আমি ২৭ সেন্টিমিটার লম্বা এবং ১০ সেন্টিমিটার প্রস্থের একটা রঙিন কাগজ নিলাম।

InFrame_1667931318920.jpg

চিত্রঃ প্রথম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

দ্বিতীয় ধাপঃ

এবার রঙিন কাগজটিকে নিচে চিত্রের মতো নির্দিষ্ট মাপের পাঁচটি ভাগে ভাঁজ করার জন্য প্রস্তুত করলাম।

InFrame_1667932075812.jpg

চিত্রঃ দ্বিতীয় ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

তৃতীয় ধাপ

এবার আমি কাগজটকে নিন্মের চিত্রের মতো করে ভাজ করলাম।

InFrame_1667932558592.jpg

চিত্রঃ তৃতীয় ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

চতুর্থ ধাপঃ

কাগজটিকে নির্দিষ্ট ডিজাইন এ কাটার জন্য কাগজটির উপরে পেন্সিল দিয়ে ডিজাইনের মত করে মার্ক করে নিলাম। যাতে করে আমার করা কাগজের ডিজাইনটি নিখুঁত হয় এবং দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় হয়।

InFrame_1667932912680.jpg

চিত্রঃ চতুর্থ ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

পঞ্চম ধাপ

এবার আমি একটি কাঁচি দিয়ে পেন্সিল দিয়ে অঙ্কিত নির্দিষ্ট অংশটুকু সুন্দর করে কেটে আলাদা করে ফেললাম এবং অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে দিলাম।

InFrame_1667933046332.jpg

চিত্রঃ পঞ্চম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

ষষ্ঠ ধাপ

কাগজটিকে নির্দিষ্ট স্থান থেকে কাঁচি দিয়ে কাটার পর আমি নিচের আউটপুট পেলাম।

InFrame_1667933436440.jpg

চিত্রঃ ষষ্ঠ ধাপ
সর্বশেষ ধাপ

এবার আমি খুব সাবধানে ডিজাইন করে কাটা রঙিন কাগজটিকে আস্তে আস্তে করে খুললাম। এবং সর্বোপরি দেখতে পেলাম আমি আমার কাঙ্খিত ডিজাইন করা বর্ডার ডিজাইন টি পেয়ে গেলাম।

InFrame_1667933922711.jpg

চিত্রঃ সর্বশেষ ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png
এভাবে আমি একটি রঙিন কাগজ দিয়ে বর্ডার ডিজাইন করার কাজটি সম্পন্ন করলাম, জানিনা কেমন হয়েছে তবে আমার বাংলা ব্লকের বন্ধুরা আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXhYEttnX1KKh1bDpnfJQ9XE52hBiZnn6J1QrQxWt34Vv6BDtNXArCZWNiRA18nt5eQYaA3Kmg.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Sort:  
 2 years ago 

ভাইয়া খুব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ কেঁটে বর্ডার ডিজাইন তৈরি করেছেন। আপনার এই বর্ডার লাইন ডিজাইন দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ডিজাইন দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে।ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু, সুন্দর একটি কমেন্টের জন্য।

 2 years ago 

ভাই আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি বর্ডার তৈরি করেছেন। বর্ডার টি দেখতে বেশ সুন্দর লাগছে। এটা দিয়ে খুব সুন্দর করে ঘর ডিজাইন করা যাবে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কাগজ কেটে সুন্দর ডিজাইন তৈরি করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগছে। তবে এই ধরনের ডিজাইনগুলো কাটতে খুব সাবধানে কাটতে হয় তা না হলে ডিজাইন গুলো নষ্ট হয়ে যায়। আপনি খুব সুন্দর করে কাগজগুলো কেটেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু, আমার ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
আপনি দেখছি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি বর্ডার তৈরি করেছেন।এ ধরনের ডিজাইন করতে হলে অনেক নিখুঁতভাবে ভাবে কাগজগুলো কাটতে হয়। ভালোভাবে কাটার উপরে নির্ভর করে ডিজাইন।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর এবং গঠনমুলক একটি কমেন্টের জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ কেঁটে একটি বর্ডার ডিজাইন করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো এমন ডিজাইন গুলো আমরা অনুষ্ঠানে তৈরি করেছি। এমন কাজ গুলো করতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

জী ভাই চেষ্টা করেছি সুন্দর করে বানানোর, তবে কতটা পেরেছি জানি না।ধন্যবাদ ভাই, সুন্দর একটি কমেন্টের জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ কেটে খুব চমৎকার একটি বর্ডার ডিজাইন তৈরি করেছেন। আসলে দেখে খুব ভালো লাগলো। আমিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা থাকি। এগুলো তৈরি করতে যদিও সহজ তবে সাবধানতা অবলম্বন করতে হয় একটু ভুল হয়ে গেলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আমি সবচেয়ে বেশি সাধারণ লেখার পোস্ট করি। তবে চেষ্টা করছি এটা থেকে বের হয়ে ভিন্ন রকমের কিছু পোস্ট করতে। আপনাদের সহযোগিতা এবং উৎসাহ পেলে ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্টের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে আপনি খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। এটি দেয়ালে লাগালে খুবই সুন্দর দেখাবে। এগুলো কাটার সময় যদি একটু এদিক-সেদিক হয়ে যায় তাহলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়। আপনি খুবই সুন্দর ভাবে ধৈর্য ধরে এটি তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অসাধারণ ছিল আপনার আজকের এই ডাই প্রজেক্ট।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63875.92
ETH 2747.99
USDT 1.00
SBD 2.65