স্বরচিত কবিতা || ওপারে ভালো থেকো বাবা:

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা!


আমি আজিজুল মিয়া @azizulmiah। ফিরে এলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

প্রতিদিনের ন্যায় আজও একটি পোস্ট সিলেক্ট করেছি, যা আপনাদের মাঝে শেয়ার করবো বলে আশা ব্যক্ত করেছি। যাই হোক ফিরে আসি আসল কথায়। আজকে যে পোস্টটি করবো সেটি আমার নিয়মিত পোস্ট এর লিস্ট এর আওতায় পড়ে না, তারপরও এই পোস্টটি আজকে করছি। আজকে আমি একটি কবিতা শেয়ার করবো, যে কবিতাটি আমি আজকে শেয়ার করবো সেটি হচ্ছে আমাদের amarbanglablog ফাউন্ডার আমাদের প্রাণ প্রিয় rme দাদা এবং Beauty and Creativity এর ফাউন্ডার blacks দাদা এর বাবা গত পরশু পরলোকগমন করেছেন তাকে নিয়ে দাদাদের উদ্দেশ্য করে। ‌ আমার আজকের কবিতার নাম হচ্ছে- ওপারে ভালো থেকো বাবা।

Red Purple Modern Minimalist Initial AS Letter Logo (1).png

ইমেজ সোর্সঃ আমার বাংলা ব্লগ এবং ক্যানভার সমন্বয়ে।

চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের কবিতাটি:

কবিতার নাম: ওপারে ভালো থেকো বাবা


লেখক: আজিজুল মিয়া@azizulmiah



বাবা নামের বট বৃক্ষ হারিয়েছেন যারা,
তাদের মত হতভাগা আর আছেন কারা?
বাবার ছায়ায় আমি যে ছিলাম একমাত্র রাজা
বাবা নাই তাই আমি আজ হাল ছাড়া এক প্রজা।।

বাবা আমায় আদর করে রাখতো বুকের মাঝে
ঘুম পাড়ানির গান শুনাতো সকাল সন্ধ্যা সাঝে,
হাজার কষ্টে ও বাবা আমায় দিত না যে বকা,
আদর করে ডাকতো আমায় লক্ষী সোনা খোকা।

rme এবং blacks দাদা বলছি আপনাদের সবে
বাবা-মা ও ভাই-বোন কারো সারা জীবন নাহি রবে,
দোয়া করি বাবাদের জন্য ভালো থাকে যেন ওপারে,
তাদের আত্মার মাগফেরাত কামনা করি বিধাতার দরবারে।।

মনের বলে শক্ত থাকুন করুন বাবার জন্য দোয়া
দোয়াই তাদের শান্তি দিবে এটাই তাদের চাওয়া,
বাবা গেছেন মা ও যাবে, সবাই যাবো চলে,
এই দুনিয়ার বাহাদুরি সবই যাবে বিফলে।।

আপনার ব্যথায় দাদা আমরা সবাই আজ ব্যথিত
ডাকলে আপনি সবাই আমরা হবো যে একত্রিত।
ভেঙে পড়বেন না দাদা আপনারা বাবার বিয়োগান্তে।
পাশেই আছি আমরা আপনার সুখে আর দুঃখেতে।।

বন্ধুরা এই ছিল আমার আজকের কবিতা টি ।আজকের কবিতাটি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো কিছু মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন ।খোদা হাফেজ।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 last month 

দাদার বাবা কে উদ্যেশ্য করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আপনি টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন আমাদের সকলের উচিত আনকেলের জন্য দোয়া এবং আশির্বাদ প্রার্থনা করা, যেন সে সেখানে অনেক ভালো থাকেন।

 last month 

আমার কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া উৎসাহব্যঞ্জক একটি কমেন্টস করার জন্য।

 last month 

আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। অবশ্য কবিতাটি আপনি ও উৎসর্গ করেছেন আমাদের দাদার পিতার জন্য। সত্যিই এটা ঠিক যারা বাবা হারিয়েছে তারা জানে কি জিনিস হারালো। বাবা নামের এই বটগাছটা যখন মাথার উপর থেকে সরে যায় তখন মনে হয় সব কিছু এলোমেলো হয়ে গেছে। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম । সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

বাবা নামক বট বৃক্ষকে নিয়ে অসাধারণ একটি কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন। খুবই সুন্দর ছন্দময় এবং আবেগপ্রবণ একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে অনেক বেশি আবেগাপ্লু হয়ে পড়লাম। দুনিয়াতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। আমাদের জীবনে মৃত্যুই চরম সত্য। কেউই মৃত্যু থেকে রক্ষা পাবে না। এমন মৃত্যুতে সবাইকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক দয়াময় স্রষ্টা।

 28 days ago 

খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি সুন্দর কবিতা এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এখানে লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ যেভাবে আপনি এই কবিতা এখানে তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ এই সুন্দর কবিতা এখানে তৈরি করে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24