আমার স্বরচিত কবিতা তেলবাজিঃ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন "আমার বাংলা ব্লগের" সকল বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রমি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতার নাম হচ্ছে "তেলবাজি"। আসলে আমাদের সমাজের তেল দেওয়াটা এমন রুপ নিয়েছে , যেটা দেখে আমার মনে হল যে তেলবাজি নিয়ে কিছু লিখি। আর সেই ভাবনা থেকেই এই লেখা। জানিনা সবার কেমন লাগবে-

Add a heading (5).png

Picture: Create by @azizulmiah with Canva

তেলবাজি

      @আজিজুল মিয়া 

তেল বাজিতে আজ আমিই সেরা
মারছি তেল তাই সব জায়গায়,
তেল বাজিতে এই দুনিয়াত আর
আমাদের চেয়ে বড় কেউ নাই।
তেলের উপর দাঁড়িয়ে আছে আজ
এই সমাজের প্রতিটি স্তর,
তেল ছাড়া আজ এই দুনিয়ায় তাই
পাওয়া যায় না কোন নিস্তার।
তেলের পরিমাণ আজ এই সমাজে
যার যত বেশি পাওয়ার ফুল,
তার জীবনটা ততোই বেশি সুন্দর
ততোই বেশি সাকসেসফুল।
তেল ছাড়া আজ হয় না কিছুই
এই সমাজের মাঝে,
দিচ্ছি তেল তাই সবাইকে আমরা
সকাল সন্ধ্যা আর সাঁঝে।
তেল ছাড়া আজ হয় না প্রমোশন
অফিস আদালতের মাঝে,
তেল না পেলে নিচ্ছে না কেউ
শ্রমিক বেটাকে ও কাজে।
তেল দিয়ে আজ রাজনৈতিক কর্মীটা
ভাগিয়ে নিচ্ছে নিজের পদ,
তেল না দিতে পেরে আজ যোগ্য নেতার ও
মাথায় পড়ছে হাত।
তেল দিয়ে আজ অযোগ্য লোকেরা
পেয়ে যাচ্ছে পার সবখানে,
যোগ্য লোকেরা আজ হারিয়ে যাচ্ছে
তেলের মা'র প্যাচে পড়ে।
এই সমাজটাই আজ তেলে ভরা
খাচ্ছে তেল সব জায়গায়,
জায়গা মতো তেল না পড়লে আবার
আম আর ছালা সবই যায়।
তেল ছাড়া বুঝি এই সমাজে আর
যাবে না ভালো থাকা,
তেল দিতে না পারলে কাউকে
থাকতেই হবে একা।
বাঁচতে হলে করতে হবে সমাজটাকে
তেলবাজ মুক্ত আজ-ই,
রুখতে হবে এই সমাজের দালালেদের
সকল প্রকার তেলবাজি।

Sort:  
 2 years ago 

সমাজের বাস্তবিক রূপ আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সত্যিই প্রতিটা লাইনের কথাগুলো বাস্তবতার সাথে সম্পূর্ণটাই মিল। যেটা বর্তমান সমাজের ধারাবাহিক কার্যকলাপ প্রকাশ করে।

 2 years ago 

আমি ভাইয়া নিজেই দেখছি, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে কিভাবে তেলবাজি করে যোগ্য লোকদের যথাযথ স্থান না দিয়ে অযোগ্যরা দখল করে বসে যায়। এইটা খুবই কষ্টকর।

 2 years ago 

অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন এবং এটা বাস্তবতা যেটা কখনো মুছে ফেলা সম্ভব নয়। কারণ তেলবাজি করেই আজকে নেতারা চলছে দেশ চলছে। আর এটা একমাত্র বন্ধ হবে মানবিক রাষ্ট্র ব্যবস্থা হলে। তাই সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানালাম।

 2 years ago 

বাঁচতে হলে করতে হবে সমাজটাকে
তেলবাজ মুক্ত আজ-ই,
রুখতে হবে এই সমাজের দালালেদের
সকল প্রকার তেলবাজি।

আসলেই ভাই তেলবাজির শেষ নেই। আজকাল সব জায়গায়ই তেলবাজি চলে। শেষের লাইন কটা আসলেই ভালো লাগলো। শুভকামনা রইল

 2 years ago 

কবিতাটা একেবারে সময় সাপেক্ষ ছিল। চারিদিকে শুধুই তেলবাজ। এজন্য তেলের এতো দাম হি হি। এদেশে তেলবাজদের দাম বেশি তো তেল না দিয়ে কী করবে বলুন। দারুণ লিখেছেন কবিতা টা চমৎকার বলতেই হয়। যাইহোক ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ ভাই, চারপাশে যা দেখছি তেল ছাড়া জীবনে আসলে কিছুই করা সম্ভব না। তাই, ভাবছি কিভাবে তেলবাজ হওয়া যায়।

 2 years ago 

চমৎকার একটি কবিতা রচনা করেছেন আপনি আপনার কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো মাঝে মাঝে কিছু ভিন্ন ধর্মী কবিতা পড়তে খুবই ভালো লাগে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তেলবাজি নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আসলে সব জায়গায় তেলবাজি রয়েছে। একটি বিষয় কি তেলবাজি শুধু নেগেটিভলি নিলেই তো হবে না এর অনেক পজিটিভ দ্বিতীয় আছে। ইংরেজিতে শব্দটির নাম লবিং। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় কোম্পানিগুলো বিশাল অংকের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে। আমরা সেইসব তেলবাজদের ঘৃণা করি যারা অন্যায় ভাবে অন্যায় সুবিধা নিতে চায়। সুন্দর একটি কবিতা আমাদের জন্য আমাদের মাঝে শেয়ারের জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম নিচে যে ছবিটি ব্যবহার করেছেন এই টাইপের ছবি ব্যবহার করা যাবে না। এই ছবিটি রিমুভ করে দিন। এই ব্যাপারে বিস্তারিত জানতে টিকেট ক্রিয়েট করে আমাকে মেনশন দিন।

 2 years ago 

টিকেট ক্রিয়েট কি ভাইয়া?

 2 years ago 

Discord এ আমাকে মেনশন দেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68985.88
ETH 2736.64
USDT 1.00
SBD 2.72