আমার আজকের পোস্ট || গল্প- আমার গল্পে তুমি(প্রথম খন্ড):
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম।
বন্ধুরা মানুষের জীবনে প্রেম-ভালোবাসা আসবে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই আসা যাওয়াটা যদি খুব বেশি অস্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষ দিকভ্রান্ত হয়ে যায়। বন্ধুরা বুঝতেই পারছেন আমার আজকের ছোট গল্পটি কি বিষয় নিয়ে লিখতে যাচ্ছি। আমার আজকের গল্পটির শিরোনাম দিয়েছি-গল্পে আমার তুমি।
বন্ধুরা গল্পটা আমি কয়েকটি খন্ডে আপনাদের সামনে তুলে ধরবো।
চিত্রটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।
বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের গল্পটাঃ |
---|
জাবের একটা ব্যাংকে মাইক্রো ক্রেডিটে চাকুরী করে। কাজ তার সারাদিন ফিল্ড থেকে টাকা কালেকশন করে ব্যাংকে জমা দেওয়া। এছাড়া অন্য কিছু ভাববার সময় তার নাই। কারণ ফিল্ডে কাজ করা এমনিতেই কষ্টকর তারপর অফিসের চাপ সব মিলিয়ে একটা যান্ত্রিক জীবন জাবেরের। এরই মধ্যে জাবেরের জীবনে চলে আসে অনাকাংখিত
একদিন হঠাৎ জাবেরের মোবাইলে একটা মেসেজ আসে। জাবের তাতে পাত্তা দেয় না, সে ভাবে হয়তো বা রঙ নাম্বার থেকে এসেছে। কিন্তু দেখা যায় একই নাম্বার থেকে প্রতিদিন ই প্রায় মেসেজ আসে। এবার জাবের বুঝতে পারে যে এটা রং নাম্বার থেকে নয়, নিশ্চয়ই এটা তার পরিচিত কেউ। এবার জাবের চিন্তা করতে থাকে কে এই মানুষটা যে তাকে মেসেজ দিচ্ছে।
এরপর জাবের তার একটি মেসেজের উত্তর দেয় সেটি হলো, সে একটি ইংরেজি বানান Bhul না লিখে Bul লিখেছে। জাবের মেসেজে লিখে ভুল বানান Bul এভাবে না ভুল বানান হচ্ছে Bhul এভাবে। এই ভুল বানানের উত্তর দিয়েই শুরু হয় জাবেরের কথার যাত্রা। এরপর থেকে জাবের আর অপরিচিত মানুষটির কথোপকথন মেসেজের মাধ্যমে চলতে থাকে। জাবের বার বার তার পরিচয় জানতে চায় কিন্তু সে তার পরিচয় বলে না। কিন্তু জাবের এতো দিনে বুঝতে পেরেছে যে, তার সাথে কথোপকথনকারী একজন মেয়ে। যাই হোক এভাবে দুজনের মধ্যে নিয়মিত কথা হচ্ছে মেসেঞ্জারে। একটা বিষয় না বললেই নয় সেটি হচ্ছে মানুষটি অপরিচিত হলেও প্রথম দিন থেকে মেসেজে সে জাবেরকে তুমি বলে সম্বোধন করে। এতে করে জাবেরের কৌতুহল আরও বেড়ে যায়।
যাই হোক এভাবে দুজনের মধ্যে নিয়মিত কথা হচ্ছে-সে জানায় যে সে জাবেরকে দেখেছে এবং জাবের ও তাকে দেখেছে। জাবের আমাকে চিনলে তোমার পরিচয় দাও তোমার নাম বলো, পরিচয় দিতে সমস্যা কি? এর পর সে বিভিন্নভাবে তার বাড়ির লোকেশন তুলে ধরে জাবেরের কাছে। এবার জাবের কিছুটা আঁচ করতে পারে যে মানুষটি কে হতে পারে। এবার জাবের জিজ্ঞেস করে তুমি কি --- এর মেয়ে। মেয়েটি বলে জি। তোমার নামি কি এই......? মেয়েটি বলে জি..আমার নাম এই.......চলবে
বন্ধুরা আজ এই পর্ষন্তই, পরবর্তী পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণে আমার সাথেই থাকবেন আশা করছি। আপনাদের মুল্যবান সময় দিয়ে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন।