আমার আজকের ব্লগ || পরী ও তার জীবনের গল্প(প্রথম খন্ড):

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো বন্ধুরাঃ

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা?আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আশা করছি।


৩রা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ
২৪শে রজব, ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার


বন্ধুরা আজ আবার চলে আসলাম নতুন একটি পোস্ট করার জন্য। আজ বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যাচ্ছি, আর গাড়িতে বসে অযথা সময় নষ্ট না করে আমার আজকের পোস্টটি লিখতে বসেছি। বন্ধুরা অনেকদিন যাবত গল্প পোস্ট করি না, তাই ভাবলাম আজকে একটা গল্প লিখি আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য। আশা করি সবার ভালো লাগবে।

চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের পোস্টটি:

image.png

Copyright free image source:pixels

---নতুন জায়গা, নতুন পরিবেশ, এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। তারপর ও পরি নিজেকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার খুব চেষ্টা করছে। একদিন দু দিন কিংবা তিনদিন এভাবে সময় গুনে পরি নিজে নতুন জায়গার সাথে মানিয়ে নিবে ভাবছে। কিন্তু কিছুতেই সে যেন নতুন পরিবেশের সাথে নিজেকে মানাতে পারছে না।

বলছিলাম পরির কথা। পরি এ বছর ইন্টারইমিডিয়েট পাশ করে চিটাগাং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে। জীবনে এই প্রথম দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাহিরে এসেছে। এ যাবত যতটুকু দূরে গেছেন সেটা সর্বোচ্চ একবার কলেজের পিকনিকের উদ্দেশ্যে নিজ বাড়ি বিক্রমপুর থেকে গাজীপুর ভাওয়াল রিসোর্টে গিয়েছে।. এর বেশি কোথাও যাওয়া হয়নি।

নিজ এলাকায় পরীর অনেক সুনাম রয়েছে। লেখা পড়ায় অনেক মেধাবী। ভদ্রতা বলতে যা বোঝায় সবটুকুই পরীর মধ্যে বিদ্যমান। এজন্য পরীকে সবাই ভালোবাসে বা ভালো চোখেই দেখে। ভালো ছাত্রী হওয়ার কারণে সে বরাবরই সবার প্রসংশা কুড়িয়েছে। কবি নজরুল কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছেন।

যার কারণে স্বাভাবিক ভাবেই ভালো একটি ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চেয়েছিল পরী। প্রথম পছন্দ ছিলো ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু সেখানে পছন্দ মতো সাবজেক্ট না পাওয়ার কারণে বাধ্য হয়ে, নিজের অমত সত্ত্বে ও চিটাগাং ইউনিভার্সিটিতে এডমিশন নিতে হয়েছে।

পরী ভাবছে জীবনে কিছু করতে হলে তাকে বাড়ির গন্ডির মধ্য আবদ্ধ থাকলে হবে না। সেই পরিকল্পনা বা চিন্তা থেকেই পরী আজ চিটাগাং ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছে। ছোট বেলা থেকে পরীর চিটাগাং এর প্রতি একটা দুর্বলতা ও ছিলো। চিটাগাং এর পাহাড়, লেক, পতেঙ্গা বীচ, কক্সবাজার সমুদ্র সৈকতের বড় বড় ঢেউ কিংবা বিভিন্ন মাছের শুটকি এই সব কিছু পরীকে চিটাগাং ইউনিভার্সিটিতে এডমিশন এর জন্য আকৃষ্ট হয়েছে।

যাই হোক যতই দিন যাচ্ছে নতুন পরিবেশে পরী যেন অস্থির হয়ে যাচ্ছে। কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। যে লেখা পড়ার জন্য পরীর এত দূরে আসা সেই বইয়ের প্রতি ও যেন তার মন বসে না। শুধু বাড়ির কথা মনে পড়েছে। মা-বাবার মুখ চোখের সামনে ভেসে উঠছে, ছোট ভাই সায়ানকে মিস হচ্ছে-----চলবে


বন্ধুরা এই ছিলো পরী ও তার জীবনের গল্পের প্রথম খন্ড। গল্পটি ধারাবাহিকভাবে কয়েকটি খন্ডে আপনার মাঝে শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। বন্ধুরা আমার লেখা পরী ও তার জীবনের গল্প লেখাটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnH7YwvukBjhLfarA.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW (1).png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png



Sort:  
 last year 

পরীর পড়ালেখার অবস্থা দেখছি তাহলে বেশ ভালোই। যেহেতু পড়ালেখার জন্য চিটাগাং এসেছে তাই এখানে যেভাবেই হোক তাকে মানিয়ে নিতে হবে। না হলে তো তার পড়ালেখার অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে যাবে। এমনিতেই এটা জেনে ভালো লেগেছে পরী কবি নজরুল কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছে। এই পর্বটি পড়ে তো ভালো লেগেছে পরের পর্বে কি আছে তা দেখার অপেক্ষায় আছি।

 last year 

সুন্দর একটি কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

 last year (edited)

পরী ও তার জীবনের গল্পটির প্রথম পর্ব পড়ে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পরী পড়া লেখার উদ্দেশ্যে চিটাগাং এসেছে এবং নতুন হওয়ার কারণে মানিয়ে নিতে পারছে না কয়েকদিন গেলে মানিয়ে নিতে পারবে। এমনিতে আমরা যদি নতুন জায়গায় যাই তাহলে সেখানে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। পরী কবি নজরুল কলেজ থেকে এবছর ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছে এটা জেনে কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে ‌‌। এখন তো ভাবছি পরের পর্বে কি আসবে। অধির আগ্রহে বসে থাকলাম পরের পর্বের জন্য।

 last year 

পরীর নতুন স্থানে গিয়ে নিজেকে খাপ খাওয়ে নেওয়ার অনুভূতিটা কিন্তু আমার কাছে বেশ দারুন মনে হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি আমরা যদি নতুন কোন স্থানে যাই তবে সেখানে নিজেকে মানাতে খুবই কষ্ট হয় এবং কিছুটা সময় লাগে। পরী লেখাপড়ার উদ্দেশ্যে চিটাগাংয়ে নজরুল কলেজে গিয়েছে। সেখানে নিজেকে আন ইজি ভাবে মানিয়ে তুলছে, আশা করি পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61354.39
ETH 3309.76
USDT 1.00
SBD 2.47