পোস্ট শিরোনাম || প্রচন্ড গরমে একমাত্র বৃষ্টিই আমাদের স্বস্তি এবং শান্তিঃ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা!

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। বন্ধুরা আমার আজকের পোস্টটি একটু ভিন্ন ধরনের হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে এবং অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাইহোক আমার আজকের পোস্টটি হচ্ছে বৃষ্টি নিয়ে। বন্ধুরা আগে সচরাচর আমরা বৃষ্টিকে খুব একটা পছন্দ করতাম না। কারণ বৃষ্টি হলে আমাদের যাতায়াতে চলাফেরা বা কাজকর্ম করতে অনেক কষ্ট হতো।
IMG_20230619_121540_809.jpg

চিত্রঃ ১

অথবা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম না। সব জায়গায় যেমন পানি জমে থাকতো। দিনের পর দিন বৃষ্টি হয়ে আমাদের জন জীবনকে দুর্বিষহ করে তুলতো। এমনও হওয়া তো অনেক সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকার মাটি ঘর বাড়ি সেই মাটির নিচে চাপা পড়তো। সে সময় আমরা অনেকে বিরক্ত হতাম। আজকে আমার এই পোস্টটি করার একটি লক্ষ্য হচ্ছে, আমি আজকে অফিসের কাজের ফাঁকে চা খাওয়ার জন্য একটা দোকানে গেলাম, চা হওয়ার মুহূর্তেই হঠাৎ করে বৃষ্টি শুরু হল, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই মানুষের মনের মধ্যে সে কি আনন্দ, মনে হচ্ছে সবার মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে।

IMG_20230619_120356_26.jpg

চিত্রঃ ২

এর একটা কারণ হচ্ছে অতিরিক্ত গরম এবং আমাদের দেশের বিদ্যুতের অবনতি হওয়া। বিদ্যুৎ সমস্যা বর্তমান আমাদের দেশে এতটাই প্রকর যে আসে না যায় সেটাই মনে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে, তো এখন মানুষের গরম থেকে বেঁচে থাকার একটি প্রধান উপায় প্রকৃতির উপর নির্ভর করা, আর এর অন্যতম উপায় হচ্ছে বৃষ্টি। একমাত্র বৃষ্টি হলেই আমরা একটু স্বস্তিতে থাকতে পারি, না হলে যে পরিমান তাপ দাহ শুরু হয়েছে তাতে করে আমরা এবং আমাদের পরিবেশ ভীষণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরমে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।

IMG_20230619_120518_893.jpg

চিত্রঃ ৪

আমরা অনেকে হয়তো চেষ্টা করছি এই গরম থেকে বেঁচে থাকার জন্য, নামাজ পড়ছি কেউ পাখা ইউজ করছি, কেউ এসি ইউজ করছি, মোটকথা আমরা যে যেভাবে পারছি গরম বা তাপদাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের সমাজের সবারই কি সামর্থ্য আছে এভাবে নিজেদেরকে তাপদাহ থেকে বাঁচানোর, নাই আর এ কারণে সবার নির্ভরশীল হতে হয় প্রকৃতির উপরে আর সেটা হচ্ছে বৃষ্টি। তাই এই সময় বৃষ্টি হলে আমরা সবাই মোটামুটি খুশি হয়ে থাক, শুধু খুশি হই না বৃষ্টি জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা ও করে থাকি। তাই এই তাপদাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি।

ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্টটি। জানিনা কেমন লিখতে পেরেছি তবে চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাই আন্তরিক অভিনন্দনও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে



45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 last year 

সত্যি বলেছেন ভাই প্রচন্ড গরমে একমাত্র বৃষ্টি আমাদের স্বস্তি। বর্তমানের আবহাওয়াতে গরম পড়ছে আবার বৃষ্টিও হচ্ছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত গরমের কারণে এখন মানুষের একমাত্র ভরসা হচ্ছে বৃষ্টি । বৃষ্টিই পারে একমাত্র পরিবেশকে শীতল করতে । যদিও আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাচ্ছি না । আপনাদের ওদিকে তো ভালই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি । যাইহোক বেশ ভালো ছিল । ধন্যবাদ।

 last year 

গরমের অতিষ্ট জীবনে এক পশলা বৃষ্টি সত্যি প্রশান্তি ফিরিয়ে আনে। আর তাই হয়তো আপনাদের ওদিকে বৃষ্টি হওয়ার কারণে সকলের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। আমাদের এদিকেও যখন প্রচন্ড গরম ও লোডশেডিং এর তীব্রতা বেড়ে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে যখন বৃষ্টি শুরু হয়েছিল, তখন যেন আনন্দের আর সীমা ছিল না। যাই হোক ভাই, প্রচন্ড গরমে একমাত্র বৃষ্টি আমাদের স্বস্তি এবং শান্তি এ নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

এখন তো মাঝে মাঝেই দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হচ্ছে তারপরও প্রচুর গরম পড়ছে। আর মাঝে মাঝে অল্প বৃষ্টির পরে এত পরিমাণ গরম পড়ছে যেন বৃষ্টি হয়েছিল সেটাই লোকজন ভুলে যাচ্ছে।
তবে যাই বলুন প্রচণ্ড গরমের পরে কয়েক ফোঁটা বৃষ্টি যেন প্রশান্তির হওয়া।
বৃষ্টি নিয়ে অনেক সুন্দর কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন খুব ভালো লাগলো।

 last year 

আসলেই ভাইয়া গরমের যে অবস্থা এবং যে ভাবে বিদ্যুৎ যাচ্ছে, তাতে বৃষ্টি ছাড়া উপায় দেখছি না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62410.74
ETH 2445.09
USDT 1.00
SBD 2.67