আজকের পোস্ট || একজন শায়লা ও তার অকৃতজ্ঞ বান্ধবী(প্রথম খন্ড):

in আমার বাংলা ব্লগ2 years ago
বিসমিল্লাহির রাহমানির রহীম, আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ছোট গল্প নিয়ে। বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা, অনেক নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। তেমনি একটি ঘটনা নিয়ে আমি আমার আজকের পোস্টটি সাজিয়েছি।

বন্ধুরা গল্পটা কিছুটা বড় হচ্ছে তাই আমি গল্পটাকে দুটি খন্ডে বিভক্ত করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। দুটি খন্ড না পরলে আপনারা গল্পটা বুঝতে পারবেন না। তাই আশা করছি গল্পটার দুটি খন্ডই আপনারা পড়বেন।

চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটিঃ

পোস্টের ক্যাটাগরিঃ ধারাবাহিক গল্প।

পোস্টের নামঃ একজন শায়লা ও তার অকৃতজ্ঞ বান্ধবী।

পোস্টের তারিখঃ ২৪ শে অগ্রহায়ণ ১৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)


image.png

Copyright free image source:pixels

শায়লা গ্রামের সহজ সরল একটি মেয়ে। ক্লাস নাইনে পড়ে। তিন ভাই বোনের মধ্যে শায়লা সবার বড়। বাবা একজন কৃষক। মোটামুটি ভাবে ক্ষেত খামার করেই তাদের দিন কেটে যায়। শায়লার ছোট এক ভাই এবং বোন, তারা এখানো ছোট তেমন কিছুই বুঝেনা।

শায়লার বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি না। হেঁটে গেলে ১৫ মিনিটের মতো সময় লাগে এবং অটোতে গেলে পাঁচ মিনিটের মতো সময় লাগে। বেশির ভাগ সময় হেঁটেই স্কুলে যায় শায়লা। শায়লা এবং তার বন্ধবি নুরির বাড়ি পাশাপাশি। পাশাপাশি হওয়ার কারণে দুজনে এক সাথেই স্কুলে যাওয়া আসা করে থাকে। শুধু স্কুলের কথা বললে ভুল হবে। পাশাপাশি যে কোন কাজ বা কোথা ও যেতে হলেও দুইজন একসাথেই যায়। কোন কেনাকাটা, বান্ধবিদের বাসায় এমনকি প্রাইভেট পড়তে গেলে ও একসাথেই যাওয়া হয়।

স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই একটি ছেলেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতো শায়লা এবং নুরি। কিন্তু শায়লা এতটাই সাধারণ মেয়ে ছিলো যে সে এটাকে স্বাভাবিক একটা ব্যাপার ই মনে করতো। নুরি প্রায়ই শায়লাকে বলতো, দেখ শায়লা ওই ছেলেটা প্রতিদিন আমাদের স্কুলে যাওয়া আসার পথে দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই ছেলেটা মনে হয় আমাদের কাউকে পছন্দ করে। শায়লা নুরির কথায় কোন কান দেয় না, শায়লা বলে বাদ দে এইসব কথা। আমি লেখা পড়া করতে আসছি, লেখা পড়া নিয়েই থাকতে চাই। এসব বাজে দিকে মন দেওয়ার সময় নাই। বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখা পড়া করতে পাঠিয়েছেন। এর বাইরে আমি কিছুই করতে চাই না।

শায়লা এই কথা বলে আবার স্কুলের দিকে রওনা করলো। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে ছেলেটাকে আবার একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলো শায়লা। এবার ও শায়লা চুপচাপ করে বাড়িতে চলে আসলো।

পরের দিন আবার শায়লা এবং নুরি স্কুলে যাচ্ছিলো, আজকে ও শায়লা খেয়াল করলো যে, ছেলেটি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। শায়লা এবং নুরি ছেলেটার কাছাকাছি আসতেই ছেলেটা আস্তে করে শায়লা এবং নুরির সামনে এসে দাঁড়ালো। ছেড়েটি হঠাৎ করে তাদের সামনে দাঁড়ানোর কারণে তারা হতভম্ব হয়ে গেল কারণ এই মুহূর্তের জন্য তারা মোটেও প্রস্তুত ছিলো না।

ছেলেটা শায়লা সামনে দাঁড়িয়ে বললো আমার নাম সজিব, আমার বাড়ি সাদুল্লাপুর। ওইতো দেখা যাচ্ছে। আমি এবার সাদুল্লাপুর কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিয়েছি।
শায়লা বললো, সেটা না হয় বুঝতে পারলাম কিন্তু আমাদের সামনে দাঁড়ালেন কেন। ছেলেটা বললো আমি তোমাকে পছন্দ করি তাই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। অনেক দিন ধরেই তোমাকে কথাটা বলার চেষ্টা করেছি। কিন্তু সাহস পাইনি।
ছেলেটার কথা শুনে শায়লা এবং নুরি ওর মুখের দিকে তাকিয়ে রইলো। কিন্তু ছেলেটা তার কথা বলেই যাচ্ছে।
এরপর ছেলেটিকে পাশ কাটিয়ে শায়লা এবং নুরি আবার স্কুলের দিকে রওনা করলো......(চলবে)

বন্ধুরা আপনাদের অতি মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচছা।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnH7YwvukBjhLfarA.png

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXhYEttnX1KKh1bDpnfJQ9XE52hBiZnn6J1QrQxWt34Vv6BDtNXArCZWNiRA18nt5eQYaA3Kmg.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68062.15
ETH 2637.96
USDT 1.00
SBD 2.70