কানার হাঁট বাজার || নাটকের রিভিউঃ

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা অনেকদিন হলো নাটক দেখা হয় না। কিন্তু দু'দিন আগে বৃষ্টির মধ্যে সময় কাটানোর জন্য একটা নাটক দেখলাম, নাটকের নাম হচ্ছে-কানার হাটবাজার। যেহেতু আমি নাটকটি দেখে নাটকটি থেকে বিনোদন পেয়েছি, তাই ভাবলাম আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে নাটকটির অভিজ্ঞতা শেয়ার করা দরকার। তাই আজ আমি কানার হাট বাজার নাটকটির রিভিউ শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক-

নাটকের নামঃ কানার হাঁট বাজার


Screenshot_17.jpg
সোর্স

অভিনয়ে
  • নিলয় আলমগীর (কাঞ্চন খাঁ)
  • সামিরা খান মাহি (প্রিয়া)
  • রিফাত চৌধুরী (কাঞ্চন চৌধুরী)
  • সুমনা সোমা (মেডাম)
  • রিলিজঃ ১৫ ই মে ২০২২ ইংরেজি
  • নাটকটির ব্যাপ্তিঃ ৪৪ঃ৩০ মিনিট
  • নাটকটি রচনা করেছেনঃ মেহেদি হাসান হৃদয়
মূলভাব
নাটকটি মূলত একটি হাস্য রসাত্মক নাটক। এখানে নাটকের নায়ক এবং নায়িকা দুজনের চরিত্রই হচ্ছে প্রতিবন্ধি। নায়ক কাঞ্চন খাঁ হচ্ছে রাতকানা এবং নায়িকা প্রিয়া হচ্ছে বধির। মূল গল্প একটি পরিবারকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে।

image.png

নাটকটির রিভিউঃ

Screenshot_7.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


নাটকটিতে কাঞ্চন খাঁ থাকে কোন একটা বাড়ির দাঁড়োয়ান এবং সে থাকে রাতকানা। নায়িকা প্রিয়া থাকে বয়রা সে কানে কম শোনে। তো দুজন একই বাসায় কাজ করতে করতে কাঞ্চন খাঁ প্রিয়াকে কোন প্রকার প্রেমের অফার না দিয়ে সরাসরি বিয়ের অফার দেয়। প্রিয়া যেহেতু কানে শোনে না তাই সে কোন কিছু না বুঝেই অবশ্যই বলে দেয়। প্রিয়ার একটা অভ্যাস ছিল কোন কিছু বুঝুক আর না বুঝুক সে "অবশ্যই" বলে সম্মতি জানায়। তো কাঞ্চন খা মনে করল যে প্রিয়া তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। তাই কাঞ্চন খা গ্রাম থেকে তার মাকে বাবাকে সাথে করে নিয়ে আসে প্রিয়াকে বিয়ে করার জন্য।


Screenshot_8.jpg

Screenshot_9.jpg

Screenshot_10.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


কিন্তু কাঞ্চন খা এবং প্রিয়ার বাড়িওয়ালা কাঞ্চন চৌধুরী যখন প্রিয়াকে ডেকে কাঞ্চন খা এর সাথে বিয়ের কথা বলে তখন প্রিয়া বলে যে সে কেন কাঞ্চন খাকে বিয়ে করবে এবং কাঞ্চন খাকে বিয়ে করার কোন প্রতিশ্রুতি দেয়নি। কাঞ্চন চৌধুরী তখন সবার সম্মুখে বলে যে প্রিয়া কোন কথা বুঝুক আর না বুঝুক সে অবশ্যই বলে সম্মোধন করে ।এ কথা শোনার পর কাঞ্চন খা বুঝতে পারল যে প্রিয়া আসলে কানে কম শুনে। ফলে তাদের মধ্যে বিয়েটা আর হয় না। এভাবেই চলতেছিল। তবে একদিন কাঞ্চন খার মালিক কাঞ্চন চৌধুরী পাশের রুমের একটি মেয়ের সাথে পরকীয়ার সময় হঠাৎ করে কাঞ্চন খা চলে আসে, কাঞ্চন চৌধুরী তখন ভেবেছিল যে তাদের পরকীয়া হয়তো কাঞ্চন খা দেখে ফেলেছে কিন্তু কাঞ্চন চৌধুরী জানেনা যে কাঞ্চন রাত্রে দেখতে পায়না।


Screenshot_11.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


কাঞ্চন চৌধুরি ভয় পেয়ে কাঞ্চন খার সাথে আপোষ করার জন্য প্রথমে দুই লাখ টাকা দেয় এবং পরে কাঞ্চন খা, কাঞ্চন চৌধুরীকে ব্লাকমেইল করে কাঞ্চন কার গাড়ি এবং বাড়ি হাতিয়ে নেয়। অতঃপর কাঞ্চন খার বাড়ি, গাড়ি এবং টাকা দেখে প্রিয়া তাকে আবার বিয়ে করতে সম্মত হয় এবং তারা বিয়ে করে।


Screenshot_12.jpg

Screenshot_13.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


কিন্তু বিয়ের পর প্রিয়া বুঝতে পারে যে কাঞ্চন খা রাতকানা, বিষয়টি প্রিয়া তার বাড়ির মালিককে গিয়ে খুলে বলে। এরমধ্যে বাড়ির মালিক একদিন কাঞ্চন খাকে বলে দেয় যে সে পাশের বাড়ির একটি মেয়ের সাথে পরকীয়া করে, সে কথা যেন কখনই কাঞ্চন চৌধুরীর ওয়াইফ কে না বলে, তখন কাঞ্চন খা বিষয়টি জানতে পারে।


Screenshot_14.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


এর আগে কাঞ্চন খা কিছুই দেখতে পাইনি বা জানতোনা। একদিন কাঞ্চন খা তার বাড়ির মালিকের পরকীয়ার কথা তার স্ত্রীকে বলে দেয, কাঞ্চন কার স্ত্রী প্রিয়া সাথে সাথে তার মালিকের স্ত্রীকে কাঞ্চন চৌধুরীর পরকীয়ার বিষয়টি বলে দেয় । ফলে কাঞ্চন চৌধুরী এবং তার স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়।


Screenshot_15.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


কাঞ্চন খাঁ এর স্ত্রীর কাছ থেকে কাঞ্চন খায়ের রাতকানার বিষয়টি জানার পর কাঞ্চন চৌধুরী স্পষ্ট হয়ে যায় যে সে যে পরকীয়া করছে এটা আসলে কাঞ্চন খা কিছুই দেখেনি। এটা বুঝতে পেরে কাঞ্চন চৌধুরী কাঞ্চন খা এবং তার স্ত্রী প্রিয়াকে বাসা থেকে বের করে দেয়।

Screenshot_16.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।


আসলে এখানে কাঞ্চন খায়ের কোন দোষ ছিল না মূলত কাঞ্চন চৌধুরীর ভুল বুঝার কারন এই ঘটনাটি ঘটেছে। নাটকটি দেখলে সবাই অনেক মজা পাবেন আশা করি। হাজার মন খারাপের মাঝে ও আপনার মন ভালো হয়ে যাবে নাটকটি দেখলে।

নাটকটি দেখার পর সবকিছু পর্যালোচনামূলক আমার ব্যক্তিগত রিভিউ রেটিং হচ্ছে-৮/১০

আমার পরিচয়
আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কানার হাট বাজার নামে যেই নাটকটি রিভিউ করেছেন সত্যি দেখতে অনেক মজার এবং হাসির কাহিনী। নাটকটি আমি অনেকদিন আগে দেখেছি কিন্তু আপনার পোস্ট দেখে আবারও সেই নাটক দেখার কথা মনে পড়ে গেল। দুজন একই বাড়িতে কাজ করতো আর যখন প্রেমের অফার দেয় তখনকার বিষয়টি সব থেকে বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই নাটকটা আমি কয়েকবার দেখেছি। হাসতে হাসতে পেট বেথা হয়ে যায়। মোটামুটি মন ভালো করার মত একটা নাটক। বিনোদনের জন্য নাটকটা পারফেক্ট। ধন্যবাদ ভাই, কমেন্ট এর জন্য।

Hi, @azizulmiah,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65