আমার আজকের পোস্টঃ রম্য কবিতা-বউয়ের যন্ত্রণাঃ
আসসালামু আলাইকুম |
---|
বন্ধুরা, অনেকদিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। বিভিন্ন ঝামেলার কারণে বেশ কয়েকদিন পোস্ট করা হয়নি। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ছোট একটি রম্য কবিতার ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি, যা একটি কাটুনের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো। আমার আজকের কবিতার নাম হচ্ছে- বউয়ের যন্ত্রণা
রম্য কবিতা আমাদের সবার ই পছন্দ, কারণ এই কবিতাগুলোর মধ্যে একটা মজা থাকে আর তা যদি হয় বউয়ের যন্ত্রণা নিয়ে স্বামীর রচিত কবিতা তাহলে তা কেমন হয় বলুন তো।
চলুন তাহলে শুরু করা যাক আজকের রম্য কবিতাটি- |
---|
রম্য কবিতাটির ইউটিউব লিংক
রম্য কবিতাঃ বউয়ের যন্ত্রণা
লেখকঃ আজিজুল মিয়া (@azizulmiah)
বউ কি জিনিস আমি তা জানি
বউয়ের যন্ত্রণায় আমার রক্ত হইছে পানি।
আজকে শোনাবো আমি আমার
বউয়ের কাহিনী।
বউ যে আমার হিংস্র বাঘ
মোচ উচিয়ে বেড়ায়,
পান থেকে চুন খসলে পরেই
হুংকার দিয়ে তাড়ায়।
বউয়ের ভয়ে আমি যে তাই
বিড়াল হয়ে থাকি,
ভয়ে ভয়ে বউকে আমি
বিড়ালের মতো-ই ডাকি।
তবু ও বউ আমাকে বলে
দিবো তোকে তালাক,
বউ যে কি জিনিস
দেখাবো সেই ঝলক।
তাইতো বলি ও ভাইয়েরা
বউ থেকে সবাই সাবধান,
বউয়ের চেয়ে শালীই ভালো
শালীতেই হোক সমাধান।।
কবিতা পড়তে খুব ভালো লাগে আমার। মাঝে মাঝে ভালো লাগলে আবৃত্তি করি। কবিতা হলে হাসি আবার কষ্ট লাগা হলে কষ্ট পেলে করি। তবে আপনার আজকের কবিতাটা আবৃত্তি করে যেন সবকিছুই ফিল করলাম কম বেশি। যাইহোক দারুন ছিল।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এটা আবার কেমন কবিতা লিখেছেন ভাই। বউকে পড়িয়ে দেখিয়েছেন তো। তবে ফানি মুডের বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে হাসি আনন্দের কবিতা হলে সেটাও বেশ ভালো লাগে। লিখেছেন বেশ দারুণ। যথেষ্ট মিল রেখে লিখেছেন তো তাই ভালো লাগলো।