আমার আজকের পোস্ট || ভালো না লাগার একটি দিনঃ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা!

আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রহীম।
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
Gold Luxury Initial Circle Logo.jpg
ছবিটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

বন্ধুরা কিছু কিছু সময় থাকে যখন কোন কিছুই ভালো লাগে না। আজকে আমার এমন একটা দিন কেটেছে। খুব চেষ্টা করেছি নিজেকে ফিরে পেতে কিন্তু কিছুতেই যেন নিজের স্বাভাবিক সময়টা ফিরে পাচ্ছি না। সারাটাদিন কেমন নিঃসঙ্গ নিঃসঙ্গ কেটেছে। মনে হয়েছে আমার কেহ নাই। প্রতি সপ্তাহে আমি বাড়িতে যাই এই সপ্তাহে যাইনি কারণ মাসের শুরুতে টাকা পয়সা হাতে নাই। বেতন না পেলে বা টাকা পয়সা হাতে না থাকলে বাড়িতে গিয়ে ও ভালো লাগে না।

কারণ বাড়িতে গেলে কিছু বাজার করতে হয় আবার বাজার যদি না ও করি তারপর ও কিছু ছোট ছোট খরচ করতেই হয়।

এই কারণে এ সপ্তাহে আমি বাড়িতে যাইনি। কিন্তু আমার খুব কম সময়ই আমার এমন হয়েছে। যাই হোক আমার এই খারাপ লাগাটাকে দূর করার জন্য আমার চাচাতো ভাইকে ফোন দিলাম যে ওর সাথে একটু ঘুরলে হয়তো কিছুটা ভালো লাগতে পারে কিন্তু ওর সাথে সারা বিকাল সময় কাটানোর পরে ও আমার মনের এতটুকু পরিবর্তন হয়নি।

আমার খারাপ লাগার কারণটা আমি কিন্তু খোঁজার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কারণটা খুঁজে বের করতে পারলাম না। তখন আমার মনে হলো যে এমনটা হয়তো কোন কারণ ছাড়াই হয়ে থাকে এবং সম্ভবত অনেকেরই হয়ে থাকে। আমার মনে হয় এ-ই সময়টায় নিজেকে কন্ট্রোল করাটা অনেক গুরুত্বপূর্ণ কেননা এই সময়টায় বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাই এমন যদি কারো হয় তাহলে নিজেকে শান্ত রেখে কোথাও ঘুরে আসতে পারেন।

তবে আমার একটা প্রশ্ন সবার কাছে সেটা হলো এমনটা কি শুধু আমারই ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রেই ঘটে। ধন্যবাদ বন্ধুরা।

বন্ধুরা, আমার আজকের পোষ্টটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার অতি মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

Sort:  
 2 years ago 

অনেক সময় মাথায় চিন্তা আসলে এরকম আমারও হয়। আমার মনে হয় বাড়িতে না যাওয়ার কারণে চিন্তাটা আসলো। হয়তো আপনার হাতের টাকা ছিল না। আর প্রতি সপ্তাহ সব সময় বাড়ি যেতেন। এই কারণে মাথার মধ্যে চিন্তাটা বেশি আসলো। এমন সময় কারো সাথে কথা বললে বা ঘুরতে গেলে মন ভালো থাকে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সময় তেমন কোন কারণ ছাড়াই মন খারাপ হয়। অনেক খোঁজাখুঁজি করেও মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না। তবে আমার মনে হচ্ছে আপনার হাতে টাকা পয়সা ছিল না বিধায় বাড়িতে যাওয়া হয়নি, সেজন্য আপনার মন খারাপ ছিল। আপনার চাচাতো ভাইয়ের সাথে ঘুরাঘুরি না করে যদি একা একা থাকতেন, তাহলে আরো বেশি খারাপ লাগতো। যাইহোক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76003.11
ETH 2848.97
USDT 1.00
SBD 2.55