ঈদ আনন্দ।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

image.png

image source

আজ সেদিন যেদিন এর অপেক্ষায় আমরা সবাই করে থাকি। আজ সেদিন যেদিন আমরা সকলে আনন্দে মেতে উঠি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রশান্তি। আজকের এই দিনে সকল মানুষ তাদের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে আনন্দে মেতে উঠে। যাই হোক ,আজ সকালে ভেবেছিলাম আজ হয়ত সারাদিন বৃষ্টি বৃষ্টি কেটে যাবে। কিন্তু আজ তেমনটা হয়নি। যদিও সকালে আকাশটা দেখে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু তা হয়নি। মেঘলা থাকা সত্তেও বৃষ্টি আসেনি। কেননা আজকে যদি বৃষ্টি আসতো তাহলে পুরো ঈদ এর আনন্দটাই মাটি হয়ে যেত। যাই হোক , আজ মেঘলা মেঘলা দিন থাকতে বেশ ভালোই হয়েছে কেননা এতে করে দিনটা প্রায় ঠান্ডা ঠান্ডা পরিবেশে রয়েছে আবার বৃষ্টিও হয়নি।

আজ সকালে ঘুম ভাঙে প্রায় সকল ৬টায়। আমার সাথে সাথে বাবুরও ঘুম ভেঙে যায়। এবং সকালে উঠেই ছট ফট করতে থাকে বাইরে যাওয়ার জন্য। যাই হোক , প্রায় সবাই সকালে ঘুম থেকে উঠে যায় আজকে । আর সত্যিই সকালে ঘুম থেকে উঠার মজাই আলাদা কেননা তখন পরিবেশটা বেশ সুন্দর থাকে এবং বাতাসের মধ্যে একটা ঠান্ডা অনুভব পাওয়া যায়। আর এমনিতেও বেশ মেঘলা ছিল গতরাত থেকে আকাশটা। যাই হোক , আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি একটু সেমাই রান্না করি। কেননা আমরা সবাই জানি যে , পুরুষের জন্য নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করা সুন্নত।

তবে আজকে যেহেতু কুরবানীর ঈদ ছিল তাই তেমন বেশি আইটেম তৈরী করিনি , কেননা আজকে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকতে। তাই ভাবলাম শুধু শুধু এতো গুলো খাবার তৈরী করাটা ঠিক হবে না। যাই হোক , আমার উনি প্রায় ১০ টার পর নামাজ থেকে বাসায় আসে এবং এসেই কোরবানির জন্য প্রস্তুতি নিতে থাকে। এমনিতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল , তাই এসেই কোরবানির প্রস্তুতি নেয়া শুরু করে। আর তার প্রায় ১০ মিনিট এর মধ্যে আমাদের কোরবানি শেষও হয়ে যায়।

সব কাজ শেষ করতে প্রায় দুপুর হয়ে যায়। এবং সব কাজ শেষে রান্না সব শেষ করে তখন কিছুটা বিশ্রাম নিতে যাই। তবে ইচ্ছে ছিল বিকেলে কোথাও একটা ঘুরতে যাওয়ার কিন্তু তা আর হয়নি। বিকেলের দিকে হটাৎ বৃষ্টি শুরু হয়ে যায় , তবে আমি খুশি হয়েছে কেননা বাড়ির আসে পাশে কোরবানির যত ময়লা আবর্জনা গুলো ছিল সেইগুলো ধুয়ে যাবে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা দিন কাটে আজকে। আজ এই পর্যন্তই , সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 months ago 

কেননা আমরা সবাই জানি যে , পুরুষের জন্য নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করা সুন্নত।

এটা শুধুমাত্র ঈদ-উল-ফিতরের সময়। আর কোরবানির ঈদে যারা কোরবানি দেয়, তারা কোরবানির পশুর মাংস খাওয়ার আগে অন্য কিছু না খাওয়াটাই উত্তম এবং এটাই সুন্নত। যাইহোক আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটলেও, ভীষণ ভালো লেগেছে সবমিলিয়ে। আমাদের এখানেও আকাশ মেঘলা ছিলো সকালের দিকে, কিন্তু বৃষ্টি হয়নি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ঈদের আনন্দটা সত্যি সবথেকে আলাদা হয়ে থাকে। পরিবার আত্মীয়-স্বজন সবার সাথে এই আনন্দ ভোগ করে নিতে অনেক বেশি ভালো লাগে। তবে যে ঈদই হোক না কেন, ঈদের সময় বৃষ্টি হলে আমার কাছে একেবারেই ভালো লাগেনা। কারণ বৃষ্টির কারণে ঈদ টাই মাটি হয়ে যায় বলে মনে করি। সকালবেলা বৃষ্টি না হলেও বিকেলে হয়েছে এটা কিন্তু ভালোই হয়েছে। আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি পুরো দিন। গরুর ময়লা আবর্জনাগুলো ধুয়ে গেলেই ভালো। কারণ এগুলোর জন্য চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে থাকে। আপনার কাটানো মুহূর্তটাকে সুন্দর করে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ঈদের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠলে আলাদা একটা অনুভূতি কাজ করে। ছোট বাচ্চারাও ঈদের দিন ভোর বেলায় ঘুম থেকে উঠে যায়। ঈদের দিন সকালে বৃষ্টি না হওয়াতে কিন্তু অনেক ভালো হয়েছে। কারণ সকালে এত ঝামেলার মধ্যে যদি বৃষ্টি হতো তাহলে সবকিছু নষ্ট হয়ে যেতো। তবে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর বৃষ্টি হলে ঠিক আছে। কারণ কোরবানির ময়লা আবর্জনাগুলো চলে গেলে আমাদের জন্যই ভালো। বৃষ্টি না হলে সহজে এগুলোর দুর্গন্ধ যেতে চায় না। আমাদের এদিকে রাত্রি বেলায় বৃষ্টি হয়েছিল তাই সবকিছু ধুয়ে চলে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32