অন্ধকারে কালো ছায়া মূর্তি
অন্ধকারে কালো ছায়া মূর্তি
আজ একটু তাড়াতাড়ি চোখে ঘুম চলে এসেছে। কখনযে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হটাৎ করেই এক বিকট শব্দ এসে কানে ঢুকলো, সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। পাশে থাকা মোবাইলটি হাতে নিয়ে দেখলাম সময় তখন বারোটা দশ। চারদিকের সব কিছু যেন বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্রপাতের বিকট শব্দে সমস্ত কিছু কেঁপে কেঁপে উঠছে। তবে এখনও বৃষ্টি নামেনি, মনে হচ্ছে এখনই ঝড়-বৃষ্টি আর প্রচন্ড বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আর বেশ জোরে জোরে সৃষ্টিকর্তার নাম পড়ছিলাম।
কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টির সাথে শীল পড়া শুরু হলো। মাথার উপর টিনের চাল, তাই এতো জোরে শব্দ হচ্ছিলো মনে হচ্ছে হেমার দিয়ে কেউ একজন মাথার উপর থেকে টিন গুলো খুলে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় প্রচন্ড বাতাসে ঘরের দরজাটি খুঁজে যায় আর সাথে সাথে ঘরে থাকা সমস্ত কিছু উলোট-পালট হয়ে যায়। দৌড়ে গিয়ে দরজাটি বন্ধ করতে গেলে দেখতে পাই এক নতুন কিছু যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। উঠোনের ঠিক মাঝখানে কালো ছায়ার মতো এক দানব দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তার কোনো মাথা নেই।
আমার চোখ উপরের দিকে যতই যাচ্ছে ততই যেন আমি শুধু শরীরের অংশ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে মাথার অংশটুকো মেঘের ভিতর ঢুকে আছে। প্রচন্ড ভয়ে আমি জোরে চিৎকার দিয়ে উঠি ও সাথে সাথে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমি জানিনা ঠিক সেই সময় পরিবারের বাকিরা তখন আমাকে কি করেছিল কিংবা তাদের কি অবস্থা হয়েছিল।
জ্ঞান ফিরে পাই পরদিন সকালে। হসপিটালের বিছানায় আমি শুয়ে আছি। পাশে পরিবারের সদস্যরাও আছে। হাতে স্যালাইন লাগানো দেখে কিছুটা অবাক হলাম। কারণ আমি রাতের কথা অনেকটাই ভুলে গিয়েছি। আমি কি দেখেছিলাম, কি হয়েছিল সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো একটা স্বপ্নের দেশে ছিলাম।
পরে জানতে পারলাম আসলে আমি যেটা দেখেছি সেটা একটা বড় গাছের ছায়া। যা রাস্তার লাইটের আলোর কারণে গাছের একটা ছায়া এসে আমার বাড়ির উঠোনে এমন ভাবে পড়েছিল যেটাকে দেখে মনে হয়েছিল এটা একটা কালো ছায়া ছায়ামূর্তি। মাঝরাতে প্রচন্ড বাতাস, সাথে শীলা বৃষ্টি ও বিকট শব্দ করে বজ্রপাতের কারণে এতটাই ভয় পেয়েছিলাম যে একটা গাছের ছায়াকে দেখে আমি কালো দানব কিংবা অবয়ব ভেবে অজ্ঞান হয়ে পড়েছিলাম।
লেখাটি পরে কেউ আবার সত্যিকারের ঘটনা কিংবা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করবেন না। ব্যাস্ততার সাথে কিছুটা মিল রেখে কল্পনা দিয়ে গল্পটিকে নিজের মতো করে সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করলাম। আশাকরি আপনাদের কাছে আমার লেখা অন্ধকারে কালো ছায়া মূর্তি গল্পটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।
সমাপ্ত.......
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
বাহ্! দারুণ একটি গল্প শেয়ার করেছেন আপু। আসলে বজ্রপাতের শব্দে আমরা কমবেশি সবাই ভয় পাই,আর মেয়েরা তো আরও বেশি ভয় পায়। যেহেতু আপনি আগে থেকেই ভয় পাচ্ছিলেন বজ্রপাতের বিকট শব্দে, তাই বাড়ির উঠোনে গাছের ছায়াকে দেখে ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যাইহোক কাল্পনিক হলেও বেশ গুছিয়ে সম্পূর্ণ গল্পটি লিখেছেন। এমন ভয়ানক গল্প পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ঘটনাটি যদি বাস্তবে ঘটতো তাহলে সত্যিই মনে হয় আমি অজ্ঞান হয়ে যেতাম।
ভাগ্যিস বাস্তবে এমনটা ঘটেনি। নয়তোবা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কবিতা এবং গল্প লিখতে হতো আপনাকে😂। যাইহোক আপনার কবিতা এবং গল্প গুলো বেশ উপভোগ করি আমি। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
আমি তো সত্য ঘটনা ভেবে নিয়েছিলাম কারণ মানুষ মনে মনে যেটা চিন্তা করে অনেক ক্ষেত্রে সেটাই আবার দেখতে পায়। তবে গল্পটা পড়ে আমি কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।
হাহাহা , তবে সেইদিন একটু ভয়ই পেয়েছিলাম । তাই নিজের থেকে আরেকটু বানিয়ে ভুতুড়ে গল্প বানিয়ে ফেললাম।
আসলে বজ্রপাতের শব্দ শুনলেই আমরাও কম বেশি সবাই ভয় পায়। তবে এই বৃষ্টিময় দিনে বজ্রপাতের শব্দে আমি খুবই বেশি ভয় পাই। আপনিও ভয় পেয়েছেন আর উঠানে গাছের ছায়া দেখে আপনি ভূত ভেবেছিলেন। যার কারণে বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যাই হোক এই গল্পটি আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে গল্পটি শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া।
আপনার গল্পটি পড়ে অনেক ভয় পেয়ে গেছি। তবে এই গল্পটি যদি বাস্তবে হতো তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত। আসলে বজ্রপাতের শব্দ আমরা সকলেই অনেক ভয় পাই। তবে আমি বেশি ভয় পায়।আর গাছে ছায়াকে ভূত ভেবেছিলেন। আসলে এটা বাস্তবে ঘটলে আপনি সত্যি সত্যিই অজ্ঞান হয়ে যেতেন।
বাস্তবে হলে সেখানে অজ্ঞেন না , মরেই যেতাম মনে হয়।
এইরকম ছায়ামূর্তির আগমন প্রায়ই হয়ে থাকে। রোড লাইটের আলোয় বা অন্য কোন আলোর এ এক আজব খেলা। অনেক মানুষ ভয়ও পেয়ে যায় এইরকম কাল্পনিক ছায়ামূর্তি দেখে। যেহেতু বৃষ্টি বজ্রপাত এবং শীলা পড়ছিল সেজন্য আগে থেকেই সে আতঙ্কিত ছিল। পরবর্তীতে গাছের ছায়া দেখেও সে তার মনের ভয়কে আর কোন সাত্বনা দিতে পারেনি। ফলে এইরকম একটা ঘটনা ঘটে গিয়েছে।
আগে থেকেই যদি ভয় পেয়ে থাকে কেউ তাহলে তারপর সে নিজের ছায়া দেখোও ভয় পায় । এমনটাই হয়েছে এখানে।
আপু, আপনার গল্পটির নিচের অংশ না পড়লে তো বুঝতেই পারতাম না যে এটা আপনার সাথে ঘটেনি। হা হা হা... তবে এরকম ঘটনা কিন্তু বাস্তব জীবনেও হয়। অনেকেই মাঝ রাতে বড় গাছ দেখে দানব মনে করে। তাছাড়া রাত্রিবেলা কোথাও সাদা কাপড় টানানো থাকলে সেটাকে দেখে মনে করে সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। গ্রামাঞ্চলের মানুষ সাধারণত এগুলোতে বেশি ভয় পায়। তবে গল্পটার ভিতর বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল আপু।