The Aristocrat Lounge (Buffet Restaurant)

in আমার বাংলা ব্লগ11 months ago

The Aristocrat Lounge (Buffet Restaurant)

ঢাকায় আসছি পর থেকে আমার উনি আমাকে এক জায়গায় খাওয়াতে নিয়ে যাবে বলে কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আর বলেনি। হটাৎ একদিন বাসার সামনে গাড়ি নিয়ে এসে বলে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠো আমরা একজায়গায় খেতে যাবো। আর কি, তাড়াহুড়ো করে তৈরি হয়ে গাড়িতে গাড়িতে উঠলাম। রাস্তার জেম ঠেলে গুলিস্থান থেকে ধানমন্ডি (সাতমসজিদ রোড) গেলো ৪৫ মিনিটে। এরপর একটি বিল্ডিংএর পাঁচ তলায় উঠলাম আর ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক বড় ও অসাধারণ ভাবে সাজানো গুছানো একটি বুফে রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের নাম The Aristocrat Lounge .

IMG-20230904-WA0118.jpg

IMG-20230904-WA0045.jpg

IMG-20230904-WA0071.jpg

IMG-20230904-WA0095.jpg

উনি এখানে আগেও বেশ কয়েকবার এসেছেন তাই বেশ পরিচিত একটি রেস্টুরেন ও এখানে প্রতিটা খাবারের স্বাদ সম্পর্কেও জানতো। ওহ আচ্ছা আমার সাথে আমার ছোট ভাই ও ভাইগ্নাও ছিল। এখানের লাঞ্চ টাইম দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত ৮০+ খাবারের আইটেম থাকবে আনলিমিটেড। ডিনার টাইম সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১০০+ খাবারের আইটেম থাকবে আনলিমিটেড। বুফে খাওয়ার অভিজ্ঞতা যদিও আমার খুব একটা নেই বললেই চলে, তাই আজকের এই দিনে বুফে খাওয়ার বিষয়টা আমার যাচ্ছে খুবই ভালো লাগে ও বেশ কিছু নতুন খাবারের স্বাদ গ্রহণ করি।

IMG-20230904-WA0118.jpg

IMG-20230904-WA0121.jpg

IMG-20230904-WA0112.jpg

IMG-20230904-WA0059.jpg

এখানের লাঞ্চ জন প্রতি ৮০০ টাকা ও ডিনার জন প্রতি ৯০০ টাকা করে নেই। আমি যদি ওদের খাবারের স্বাদ সম্পর্কে বলি তাহলে বলবো এখানে ৪ থেকে ৫ রকমের বিরিয়ানি পাওয়া যায় যা অসাধারণ। আপনি টানা তিন ঘন্টা যত ইচ্ছা ততো খেতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না। এ ছাড়াও অনন্যা সব রকমের আইটেম খুবই মজাদার ও সুস্বাদু ছিল। আমরা যদিও সেখানে তিন ঘন্টায় ছিলাম তবে খাবার খেয়েছি অল্প অল্প করে বেশ কিছু আইটেম নিয়ে ও বেশ সময় নিয়ে রেস্ট করে করে। টানা তিন ঘন্টা অবশ্যই কোনো মানুষের দ্বারা টানা খাওয়া সম্ভব না।

IMG-20230904-WA0020.jpg

IMG-20230904-WA0049.jpg

IMG-20230904-WA0091.jpg

IMG-20230904-WA0096.jpg

IMG-20230904-WA0107.jpg

সেখানের খাবারের ও নিজেদের বেশ কিছু ফটোগ্রাফি করি আর সুন্দর সময়টাকে হালকা গুন গুন করতে থাকা মিউজিকের সাথে উপভোগ করতে থাকি। এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে আসতে হয়। আজকে আমি আমার করা বেশ কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Sort:  
 11 months ago 

একটানা তিন ঘন্টা খাওয়া সত্যিই কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ওরা সেভাবেই খাবারের বিল রাখে। খাবারগুলো ভীষণ লোভনীয় দেখাচ্ছে এবং পুরো পরিবেশটা এককথায় অসাধারণ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বুফ্যের সিস্টেমটাই এমন আপু। আস্তে ধীরে সময় নিয়ে খেলে বেশ অনেক আইটেম তৃপ্তি সহকারে খাওয়া যায়। আপনার শেয়ার করা খাবারের ছবি দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকগুলো আইটেমই ট্রায় করেছেন। এমন কালারফুল খাবারের প্লেট দেখে বেশ ভালোই লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

৮০+ আইটেম সেটা টেস্ট করতে পারব মাত্র ৮০০ টাকায়। তবে বুফে রেস্টুরেন্টে খাওয়ার এটাই মজা যে অনেক রকমের আইটেম থাকে তার মধ্যে নিজের পছন্দের আইটেমগুলো ইচ্ছামতি নিয়ে খাওয়া যায়। ডেকোরেশন টাও বেশ ভালো লাগছে সব মিলিয়ে জায়গাটা বোধহয় বেশ সুন্দর। তাহলে দুলাভাইকে তো ধন্যবাদ দেওয়া উচিত আপনাকে এত সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল বলে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

টানা তিন ঘন্টা খাবার খাওয়া একটা মানুষের জন্য একেবারেই অসম্ভব। রেস্ট নিয়ে খেলে অল্প অল্প করে অনেক আইটেমই খাওয়া সম্ভব। আপনার ফটোগ্রাফি গুলা দেখে মনে হচ্ছে অনেকগুলো আইটেম আপনি ট্রাই করেছেন আপু। সবগুলো খাবার অনেক লোভনীয় লাগছে।

 11 months ago 

টানা তিন ঘন্টা খাওয়া অনেক কঠিন। তবে যদি রেস্ট নিয়ে সময় ধরে আস্তে ধীরে খাওয়া যেত তাহলে হয়তোবা সম্ভব। অনেকগুলো আইটেমের খাবার ছিল এবং খাবারগুলো অনেক লোভনীয় ছিল। ডেকোরেশনটা অনেক ভালো ছিল এবং পরিবেশটা অনেক নিরিবিলি
মনে হচ্ছে । ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67421.43
ETH 3217.92
USDT 1.00
SBD 2.66