পাবদা মাছ ভুনা রেসিপি !! কিভাবে রান্না করবেন !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

পাবদা মাছ ভুনা রেসিপি !! কিভাবে রান্না করবেন

IMG-20210817-WA0002.jpg

পাবদা মাছ আমাদের দেশের মানুষের বেশ জনপ্রিয় একটি মাছ। এই মাছ খেতে অনেক মজাদার ও সুস্বাধু। এই মাছ বাজারে সবসময় পাওয়া যায়না। পাওয়া গেলেও এই পাবদা মাছের দাম থাকে অনেক। ছোটবেলায় এই মাছ প্রচুর খেতাম। তবে এখন আর তেমন বেশি এই মাছ খাওয়া হয় না। অনেক রকমের মাছের মধ্যে যেন কিছু কিছু সুস্বাদু মাছ হারিয়ে যাই। এই পাবদা মাছ দিয়ে অনেক ভাবেই অনেক রকমের রেসিপি রান্না করা যাই। তবে আমি আমি টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা রেসিপি রান্না করবো। আপনারা হয়তো অনেকেই এই পাবদা মাছ অনেক পছন্দ করেন। আর আজকে আমি আপনাদের জন্য এই রেসিপির আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই পাবদা মাছ ভুনা রেসিপিটি ধাপে ধাপে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে।

এখানে আমি ফ্রিজে সংরক্ষণ করা পাবদা মাছ নিয়েছি। মাছ গুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

IMG-20210817-WA0007.jpg

পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ নিয়েছি।

IMG-20210817-WA0005.jpg

এখানে মসলার উপকরণ নিয়েছি :- মরিচের গুঁড়া আধা চা চামচ , হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ , জিরা গুঁড়া আধা চা চামচ , লবন পরিমান মতো , রসুন বাটা এক টেবিল চামচ , আদা বাটা এক টেবিল চামচ ও কাঁচামরিচ দশ থেকে বার টি।

IMG-20210817-WA0003.jpg

দুইটি টমেটো টুকরো করে নিয়েছি।

IMG-20210817-WA0001.jpg

এখন পাবদা মাছের মধ্যে আধা চামচ হলুদ ও একটু লবন মিশিয়ে মাছ গুলো ভেজে নিতে হবে।

IMG-20210817-WA0006.jpg

এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করবো ও তেল গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিবো।

IMG-20210817-WA0024.jpg

পেঁয়াজ গুলো বাদামি হয়ে গেলে একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে এবং কিছুক্ষন কষিয়ে নিতে হবে।

IMG-20210817-WA0004.jpg

কষানো হয়ে গেলে পরিমাণমতো ঝোল দিয়ে দিতে হবে।

IMG-20210817-WA0008.jpg

কিছুক্ষণের মধ্যে ঝোল শুকিয়ে গেলে ভেজে রাখা পাবদা মাছ গুলো ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষন রান্না করতে হবে।

IMG-20210817-WA0010.jpg

রান্না করা হয়ে গেলে এরপর বাটিতে ঢেলে পরিবেশন করতে পারেন।

IMG-20210817-WA0002.jpg

আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই নতুন রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

পাবদা মাছ আমার কাছে ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে এটা হতে। সুন্দর রেসিপি ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার রেসিপিটি দেখে আমার অনেক লোভ লাগছে। দারুন হয়েছে রেসিপিটি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

অমাইক স্বাদের একটা মাছ।আমাদের এখানে প্রায় সময়ই পাওয়া যায়।আর রেসিপিটাও ভালো হয়েছে।ধন্যবাদ😊

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

যদিও আমি কোন মাছ খাই না তবু আপনার পাবদা মাছের রেসিপি দেখে মনে হয়েছে এটি বেশ স্বাদের হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67584.80
ETH 3438.61
USDT 1.00
SBD 2.70