স্বরচিত কবিতা - শুন্যতা

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

wine-glasses-2971680_1280.jpg

image source

তীব্র এই গরমে হয়তো কিছু মানুষ হিট স্ট্রোকও করতে পারে। শহর থেকে গ্রাম আর গ্রাম থেকে বন-গঙ্গল সব কিছুই যেন আগুন হয়ে গিয়েছে। কোনো জায়গায় গিয়ে শান্তি মিলছেনা। শুনা যাচ্ছে এই সময়ে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকতে, এটির মধ্যে বেশ স্বাস্থ ঝুঁকি রয়েছে। তবে মানুষ কি মানছে , কিংবা মানতে পারবে। আমার কাছে তো মনে হয় ঠান্ডা পানি যেন এখন প্রাণ বাঁচানোর এক মাত্র উপায়। যাইহোক এই গরমে সকলেই চেষ্টা করবেন ছায়ার নিচে কিংবা ঘরের ভিতর থাকার। যতটুকু সম্ভব এই রোদের তাপ থেকে দূরে থাকার।

আজকে আমি গরমের মাঝেও কলমের কালি দিয়ে ডাইরির পাতায় আরেকটির নতুন কবিতা লিখেছি যেখানে শুন্য থেকে শুন্যতায় ভরপুর। শুন্যতা এমন একটা জিনিস যা যে কাউকে একা করে দেয়। শুন্যতা হারিয়ে দেয় জীবনের প্রতিটি আশা প্রতিটি ভালোবাসাকে। একাকিত্ব জীবনটা সত্যি অনেক কষ্টের, আর একাকিত্ব জীবনে শুন্যতা এসে ভোর করে আরো গভীর ভাবে। কিছু সময় এই শুন্যতা একটা মানুষের জীবনে এমন ভাবে রূপ নেই সেটা ভয়ংকর থেকে আরো ভয়ংকর হয়ে উঠে।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে (শুন্যতা) নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

শুন্যতা

লেখা - আইরিন ইসলাম

শূন্যতা গ্রাস করেছে আমায়
দূরে সরিয়ে দিয়েছে তোমার থেকে,
একাকিত্বকে মেনে নিতে হয়েছে
শুধু তোমায় ভালোবাসি দেখে।

শূন্যতা আজ হারমানিয়েছে আমায়
শুধু তোমার অবহেলার কারণে,
পৃথিবীর সামনে আজ অপরাধী আমি
লুটিয়ে পড়তে হয়েছে সবার চরণে।

শূন্যতা আজ ঠেলে দিয়েছে আমায়
সমুদ্রের সেই অতল তীরে,
হেরে গেছি আজ তোমার সামনে
তাইতো আছি অনেক দূরে।

শূন্যতা আজ রেখে গেছে আমায়
নিঝুম রাতের অন্ধকারে,
সকল আলোর জ্যোতি আমার জীবন থেকে
হারিয়ে গেছে দুর বহুদূরে।

শূন্যতা আজ আমায় দেখিয়ে দিয়েছে
একাকিত্বের সেই ভয়ংকর রূপ,
যার কারণে নেই ভাষা
আজ আমি নিশ্চুপ।

বিজয়ি হয়েছে আজ শূন্যতা
একাকিত্ব করে আমায়,
দেখিয়ে দিয়েছে সবার সামনে
আজ আমি বড় অসহায়।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 14 days ago 

বাহ অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা লেখার অভিজ্ঞতা অনেক ভালো। কারণ এর আগে আপনার অনেক কবিতা পড়েছি খুব ভালো লেগেছে। আজকে খুব দারুন একটি কবিতা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

ওয়াও আপনি আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন। কবিতার প্রতিটি চরণ এর সঙ্গে প্রতিটি চরণের অনেক মিল ছিল। আসলে শূন্যতা এমন একটি জিনিস যার কাছে হার মেনে গেলে দুঃখ বেদনা কষ্ট নিয়েই বেঁচে থাকতে হয় অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

শূন্য তাকে ঘিরে আপনার লেখা অসাধারণ একটি কবিতা আজকে আবৃত্তি করে ফেললাম। অনেক সুন্দর করে লিখেছেন এই কবিতাটা। কবিতার প্রত্যেকটা লাইন এমন ভাবে লিখেছেন যত লাইন বাই লাইন আবৃত্তি করেছি ততই জানো মুগ্ধ হয়েছি আমি।

 14 days ago 

সত্যি ই আপু এতো গরম চারিদিকে কোথাও যেনো শান্তি মিলছে না।সবাইকে ঘরে থাকতে হবে সাবধানে।খুব দরকার না হলে বাইরে না যাওয়াই ভালো।শুন্যতা নিয়ে চমৎকার একটি কবিতা আপনি আজ শেয়ার করলেন আপু।কবিতার লাইনগুলো দারুন হয়েছে।সত্যি আপু একাকিত্ব মানুষষের মাঝে শুন্যতার সৃষ্টি করে।চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

কোনো মানুষ একাকী থাকতে পারে না। কারণ একাকী থাকাটা অনেক কষ্টের। কিন্তু বাধ্য হয়ে যদি একাকী থাকতেই হয়, তাহলে শূন্যতা অনুভব হবেই। মূলত একাকিত্ব থেকেই শূন্যতার জন্ম হয়। যাইহোক শূন্যতা নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আপু। আপনার কবিতাগুলো পড়লে মনটা একেবারে ভরে যায়। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

আসলে গরমের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে, যার কারণে বৃদ্ধ এবং যারা হার্টের পেশেন্ট কিংবা হাই প্রেসারের পেশেন্ট তাদের জন্য খুবই কষ্টকর হয়েছে। যাই হোক আপনি ঠিকই বলেছেন মানুষ কখনোই একা থাকতে পারে না, আর শূন্যতার এই কষ্টটা সত্যি অনেক বেশি বেতনদায়ক। শূন্যতা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 64107.66
ETH 3148.40
USDT 1.00
SBD 3.84