আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।
তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া আমার অন্য কারো রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না। সে ক্ষেত্রে আপনি তখনই পোস্ট করবেন যদি আমার বাংলা ব্লগে আপনার কেউ পরিচিত থেকে থাকে।
আর এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। নতুন মেম্বারদের ব্যাপারে আপডেট জানতে আমি Discord এ আপনাদের সাথে সংযুক্ত থাকবো।