ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি

in আমার বাংলা ব্লগ11 months ago

ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি

1.jpg

ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি নাকি রঙিন প্রজাপতির সাথে ক্যালেন্ডার। বিষয়টা যদিও একই তবুও কথার মিল রাখাটা খুব জরুরি। যাইহোক আজকে আমি জল রং ব্যবহার করে একটি রঙিন প্রজাপতি অঙ্কন করেছি আর সেই সাথে একটি ক্যালেন্ডার তৈরি করেছি। যদিও আমার এই ক্যালেন্ডারটি আমি না দেখেই তৈরি করেছি যার কারণে বারের সাথে তারিখের কোনো মিল নেই। এক কথায় বলা যায় ভুল ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি।

সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। নিজেকে নিয়েও এখন খুব বেশি দুশ্চিন্তায় আছি। জানিনা এর শেষ হবে কখন। তবে নিজেকে ভালো রাখার জন্য কিংবা নিজেকে নিয়ে দুশ্চিতা কমানোর জন্য নিজের মতো করে কিছু করতে পারলে বেশ ভালো লাগে। তাই বাসায় থাকা অবসর সময় গুলো কিছুটা কাজে লাগিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় থাকি ও কমিউনিটির কাজ গুলো করতে থাকি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি অঙ্কন করেছি। এই অঙ্কনটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - কলম, কেচি, জলরং, রং তুলি ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-1.

3.jpg

ধাপ-1.

4.jpg

ধাপ-1.

5.jpg

ধাপ-1.

6.jpg

ধাপ-1.

7.jpg

ধাপ-1.

8.jpg

ধাপ-1.

9.jpg

ফাইনাল ধাপ

10.jpg

11.jpg12.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

আপু ভুল ক্যালেন্ডার হলেও ক্যালেন্ডারটি কিন্তু খুবই ভালো হয়েছে। আর ক্যালেন্ডার এর সাথে রঙিন প্রজাপতি সত্যি চমৎকার দেখাচ্ছে। এত অসুস্থতার মাঝেও যে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দোয়া করি আপনার সবকিছু যেন ঠিকঠাক থাকে । ভালোভাবেই যেন সবকিছু হয়।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু আপনার প্রতিটি অঙ্কনিই আমার কাছে খুব ভালো লাগে। আপনি বরাবরই জল রং দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করেন আপনার আর্ট খুবই চমৎকার। আপনার শেয়ার করা পোস্টের জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপু আপনার আর্ট তারজন্য আমার অনেক ভালো লাগে। আপনার আর্টের মধ্যে সবসময় ইউনিক কিছু খুঁজে পাওয়া যায়। প্রজাপতি দেখে মনে হচ্ছে উড়ে যাবে। প্রথমে ভেবেছিলাম এটা কোনো ক্যালেন্ডারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু পরে ধাপগুলো দেখে বুঝতে পারলাম আপনি নিজে আর্ট করেছেন। এত সুন্দর ও ইউনিক আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

একেতো চমৎকার একটা প্রজাপতি তৈরি করেছেন, এবং সেই সাথে একটা ক্যালেন্ডার তৈরি করে যুক্ত করেছেন। দুটোর কম্বিনেশন একটা অদ্ভুত রকম সৌন্দর্য তৈরি করে, অনেক ক্রিয়েটিভ একটা ক্রিয়েশন ছিল আপনার আজকের পোস্টে।

 11 months ago 

ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতিটি চমৎকার হয়েছে আপু।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে।আপনার সময় সুন্দর হয়ে ধরা দিক এমনটাই আশাকরি। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

আপু আপনার করা আর্ট গুলো আমি সবসময় অনেক পছন্দ করি। আজকে খুব চমৎকারভাবে ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি অংকন করেছেন। বুঝতেই পারছি এই ক্যালেন্ডারটা ভুল। অর্থাৎ আপনি নিজের থেকে এই তারিখগুলো বসিয়েছেন। তবে যাই হোক ক্যালেন্ডারের সাথে এই প্রজাপতি টা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সত্যি আপনার কাজের প্রশংসা করতে হয়।

 11 months ago (edited)

জল রং দিয়ে ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি অংকন খুবই সুন্দর হয়েছে আপু। ক্যালেন্ডারের বারের সাথে তারিখের মিল না থাকলেও প্রজাপতির সাথে ক্যালেন্ডারটি দেখে একেবারে সত্যিকারের ক্যালেন্ডারই মনে হচ্ছে। আর প্রজাপতিটি এত কালারফুল হওয়াতে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

ক্যালেন্ডারের সাথে রঙিন প্রজাপতি জাস্ট মনোমুগ্ধকর ভাবে অঙ্কন করেছেন। আসলে দুশ্চিন্তায় যখন থাকা হয় একজন মানুষ তখন সেই মানুষটার কাছে একেবারে অন্যরকম লাগে। এর জন্য আপনি কাজের মধ্যে থাকার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে দুশ্চিন্তা কমানোর চেষ্টা করছেন এই বিষয়টা ভালো লাগছে। আশা করছি আপনার দুশ্চিন্তাটা অনেক কমে যাবে এবং ভালো লাগবে।

 11 months ago 

অনেক সুন্দর একটি কাজ সম্পন্ন করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। প্রজাপতিটা তৈরি করা আমার কাছে সেই রকম ভালো লেগেছে। দেখে যেন মনে হচ্ছে একদম সুন্দর একটা চিত্র অঙ্কন করেছেন কিন্তু প্রজাপতিটা কাগজ দিয়ে তৈরি করে। পাশাপাশি ক্যালেন্ডারের দৃশ্য অঙ্কন করে তার পাশে উপস্থিত করেছেন তাই সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে ক্যামেরাবন্দিতে।

জাস্ট অসাধারণ হয়েছে আপু। একদম ভিন্নরকম আর্ট দেখতে পেলাম । ক্যালেন্ডার এর সাথে রঙিন প্রজাপতি। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48