টগি ফান ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি

in আমার বাংলা ব্লগ11 months ago

টগি ফান ওয়ার্ল্ড

IMG-20230829-WA0004.jpg

বর্তমান সময়ে বসুন্ধরা সিটির মধ্যে টগি ফান ওয়ার্ল্ড বেশ নাম করে নিয়েছেন। তাদের ডেকোরেশন থেকে শুরু করে সব বয়সের বাচ্চাদের সব ধরণের খেলনার ব্যবস্থা তারা করেছেন। টগি ফান ওয়ার্ল্ড এর প্রবেশ ফি ছিল শুরুতে একশত টাকা থাকলেও সেটিকে বাড়িয়ে একশত পঞ্চাশ টাকা করা হয়েছে। এরপরেও যেন মানুষের ভিড় বেড়েই চলেছে। টগি ফান ওয়ার্ল্ড হলো বসুন্ধরা সিটির একটা অংশ। আপনারা হয়তো অনেকেই টগি ফান ওয়ার্ল্ডের কথা শুনেছেন ও সেখানে গিয়েছেন। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক রিভিউ দেয়া আছে এই টগি ফান ওয়ার্ল্ডের। ঢাকায় আসলে প্রতিবার আমার যাওয়া হয় বসুন্ধরাসিটিতে মুভি দেখতে কিন্তু এবার মুভি না দেখে টগি ফান ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করলাম ও মজার কিছু সময় কাটালাম। পুরো আট তালা থেকে শুরু করে আঠারো তালা পর্যন্ত টগি ফান ওয়ার্ল্ডের ভিন্ন ভিন্ন খেলার আয়োজন। এখানের প্রতিটি খেলাই ভার্চুয়াল ভাবে খেলা হয় অর্থাৎ ভার্চুয়াল যে খেলা গুলো আমরা ফোন দিয়ে খেলি সেইগুলোই চোখে ডিবাইজ লাগিয়ে বাস্তবে খেলা হয়।


IMG-20230829-WA0002.jpg

IMG-20230829-WA0003.jpg

IMG-20230829-WA0006.jpg


টগি ফান ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলে যেন মনে হবে আমি অন্য একটা জগতে চলে এসেছি। অসম্ভব সুন্দর ভাবে সাজানো ঘুচানো সবকিছু। টগি ফান ওয়ার্ল্ড বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের এমন কোনো খেলা নেই যা এখানে নেই। বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সের মানুষরাই প্রতিটি গেইম খেলতে পারেন ও উপভোগ করতে পারেন। টগি ফান ওয়ার্ল্ডে এন্ট্রি ফী একশত পঞ্চাশ টাকা এর পর আপনি যে রাইড উঠবেন সেই রাইড অনুযায়ী আবারো টাকা দিতে হয়।

IMG-20230829-WA0009.jpg

IMG-20230829-WA0012.jpg

IMG-20230829-WA0014.jpg

IMG-20230829-WA0018.jpg

আজকে আমি এখানে এসেছি শুধু কিছুটা সুন্দর সময় কাটাতে ও ছোট বাচ্চাদের খেলা দেখতে। যদিও প্রতিবার আসলে কোনো না কোনো রাইডে উঠা হয় তবে এখন অসুস্থ শরীর নিয়ে কোনো রাইডে উঠায় দ্বারা সম্ভব না। এখানে বেশ কিছু রাইডের অভিজ্ঞতা আছে আমার আগে থেকেই। তাই নিজের কথা চিন্তা করে এবারে শুধু ঘুরতে আশা কোনো রাইডে উঠার ইচ্ছা না করে।

যায়হোক আজকে আমি টগি ফান ওয়ার্ল্ডের প্রতিটি ফ্লোর ঘুরেছি ও বেশ কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আপনারা যদি কোনো সময় সুযোগ করতে পারেন তাহলে বাচ্চাদের নিয়ে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন ও সুন্দর ও আনন্দময় কিছু সময় কাটিয়ে যাবেন।

IMG-20230829-WA0019.jpg

IMG-20230829-WA0021.jpg

IMG-20230829-WA0022.jpg

what3words.com লোকেশন


সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

ক্যামেরাXiaomi Redmi Note 10 Pro Max
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনঢাকা, পান্থপথ।
তারিখ25.08.2023
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড সম্পর্কে ইউটিউবে বিডিও দেখেছি। বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে বাচ্ছারা যেহেতো মোবাইল গেমে আসক্ত সেহেতো তাদেরকে বাস্তবে দেখিয়ে সেই আসক্তি থেকে ফিরানো যাবে। আর এখানে এসে মজা পেলে মোবাইলের দিকে নজর কম দিবে। সব গুলো ফটোগ্রাফি দারুন ছিল। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45