DIY - এসো নিজে করি- কাঁচের গ্লাস ও ছোট অ্যাকোয়ারিয়াম দিয়ে ক্যান্ডেল তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

নিজের মতো করে ঘরে থাকা কাঁচের গ্লাস ও ছোট অ্যাকোয়ারিয়াম দিয়ে ক্যান্ডেল তৈরি

52.jpg

49.jpg50.jpg52.jpg

51.jpg

আজকে আমি আরো নতুন কিছু নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমি প্রতি নিয়ত চেষ্টা করি খুব সুন্দর ভাবে নিজের পছন্দ মতো নিজের মতো করে সাজিয়ে নতুন কিছু তৈরি করার। এর পাশাপাশি আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার। আর নিজের তৈরি কোনো কিছু যখন দেখতে অনেকটা আকর্ষণীয় হয় তখন নিজের কাছেই অনেক ভালো লাগে।

আজকেও আমি চেষ্টা করেছি সুন্দর ও আকর্ষণীয় কিছু আপনাদের সাথে শেয়ার করার। আমি আমার দক্ষতা দিয়ে চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে পোস্টি আপনাদের সাথে তোলে ধরার। আজকে আমি বানিয়েছি আমার নিজের মতো করে সম্পূর্ণ নিজের পছন্দে ঘরে থাকা গ্লাস ও ছোট একটি অ্যাকোয়ারিয়াম দিয়ে ক্যান্ডেল। যা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে ও সুন্দর হয়েছে। ক্যান্ডেল আমার অনেক পছন্দের। ছোটবেলা থেকেই আমি ক্যান্ডেল অনেক পছন্দ করি। আজকে আমার মাথায় হুট করেই বাসায় এভাবে ক্যান্ডেল বানানোর চিন্তা আসলো। আর হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই তৈরি করে নিলাম আকর্ষণীয় ক্যান্ডেলটি। ক্যান্ডেলটি সাজানোর জন্য আমি অনেক কিছুই ব্যবহার করেছি। আমি আমার হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই চেষ্টা করেছি ক্যান্ডেলটি আকর্ষণীয় করার।

আমি আমার আজকের এই পোস্টের মাধ্যমে ধাপে ধাপে এই ক্যান্ডেল তৈরির পদ্দতি গুলো দেখবো। আপনারা আমার ধাপ গুলো দেখলেই বুঝতে পারবেন আমি কি কি ব্যাবহার করেছি এই ও কি ভাবে এই ক্যান্ডেল তৈরি করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক .......

এই ক্যান্ডেলটি তৈরি করতে আমি ব্যবহার করেছি - একটি ছোট অ্যাকোয়ারিয়াম , দুই রকমের তিন টি গ্লাস ,জল রঙ , শামুক ,পুঁথি ও পাথর ,কাপড়ের ফুল ,তুলা ,আইকা আঠা , রঙীন কাগজ ,প্লাস্টিক পেপার ও সয়াবিন তেল।

1.

1.jpg

2.

2.jpg

3.

3.jpg

4.

4.jpg

5.

5.jpg

6.

6.jpg

7.

7.jpg

8.

8.jpg

9.

9.jpg

10.

10.jpg

12.

11.jpg

13.

12.jpg

14.

13.jpg

15.

14.jpg

16.

15.jpg

17.

16.jpg

18.

17.jpg

19.

18.jpg

20.

19.jpg

21.

20.jpg

22.

21.jpg

23.

22.jpg

24.

23.jpg

25.

24.jpg

26.

25.jpg

27.

26.jpg

28.

27.jpg

29.

28.jpg

30.

29.jpg

31.

30.jpg

32.

31.jpg

33.

32.jpg

34.

33.jpg

35.

34.jpg

36.

35.jpg

37.

36.jpg

38.

37.jpg

39.

38.jpg

40.

39.jpg

41.

40.jpg

42.

41.jpg

43.

42.jpg

44.

43.jpg

45.

44.jpg

46.

45.jpg

47.

46.jpg

48.

47.jpg

48.jpg

49.jpg

50.jpg

51.jpg

52.jpg

আশাকরি আপনাদের কাছে আমার নিজের মতো করে বানানো ক্যান্ডেল অনেক ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাঁচের গ্লাস ও ছোট অ্যাকোয়ারিয়াম দিয়ে ক্যান্ডেল তৈরি !!খুবই চমৎকার হয়েছে প্রতিটি ধাপ আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁচের গ্লাস ও ছোট অ্যাকোয়ারিয়াম দিয়ে ক্যান্ডেল তৈরি করেছেন দারুন হয়েছে আপু। আপনার প্রত্যেকটা পোস্ট ইউনিক আমার কাছে অনেক ভালো লাগলে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যতগুলো উপকরণ ব্যবহার করে মোমবাতি বানিয়েছেন।এই কাজটি সহজ ব্যাপার নয়।অনেক পরিশ্রম করে সুন্দর মোমবাতি তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামণা রইল আপু।

 3 years ago 

হা ভাইয়া, কষ্ট ছাড়া কোনো কিচ্ছু করা সম্ভব না, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরো কাজটি দেখে মনে হচ্ছে এতটা কঠিন কাজ আপনি কি করে এত সহজভাবে করলেন!! আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনি যেই একুরিয়াম এর মধ্যে কাজটি করেছেন অর্থাৎ গ্লাস ছাড়াও একুরিয়ামের মধ্যে যে কাজটা হয়েছে সেটাই আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আর পুরো কাজটি অনেক বেশি দারুন হয়েছে। আপনি অনেক বেশি সময় দিয়েছেন তা বুঝাই যাচ্ছে। আপনার প্রত্যেকটা কাজে আসলে অসাধারণ হয়ে আলাদাভাবে কিছু বলার থাকে না।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি এত সুন্দর করে ক্যান্ডেল গুলো তৈরি করেছেন জাস্ট অসাধারণ এই কাজটা করতে আপনি সত্যিই খুব কষ্ট করেছেন কষ্টের ফল সুন্দর হয় আপু। তাই জন্য আপনার ক্যান্ডেল গুলো এত সুন্দর হয়েছে আমার কাছে খুব খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার পোস্টটি রিতিমত অবাক করার মতো। এতো লম্বা পোস্ট এর আগে কখনও দেখিনি। একটি ক্যান্ডেল তৈরি করতে পর্যায়ক্রমে ধাপগুলো কিভাবে পার করতে হয় সেটি আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাল করার চেস্টা করি সবসময় ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই আপু নিজের যখন ভালো লাগে তখন সবার কাছেই ভালো লাগে। আপনি আপনার প্রতিভাকে শতভাগ কাজে লাগিয়েছেন। একুরিয়াম অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর কথা বলেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁচের গ্লাস এবং ছোট এ‍্যাকুরিয়াম দিয়ে ক‍্যান্ডেলা তৈরি। অসাধারণ হয়েছে আপু। এর আগে আমি এইকাজ কখনো দেখেনি। এবং আপনার শেয়ার করা ছবির সংখ‍্যাই বলে দিচ্ছে এই কাজের জন্য আপনাকে কতটা সময় ব‍্যয় করতে হয়েছে। খুব সুন্দর হয়েছে ক‍্যান্ডেলা টা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

দিদি পুরো কাজটার প্রেমে পড়ে গেলাম । কি অপূর্ব লাগছে সত্যি। যেমন মিষ্টি আপনার গলা, তেমন মিষ্টি আপনার হাতের কাজ। অন্ধকার ঘরে এমন করে আলো জ্বালালে পুরো সপ্নের মত লাগবে চারপাশ। হীহিহি। ভালো থাকুন দিদি।

 3 years ago 

তাই নাকি আপু, তাহলে আমি সত্যিই ধন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও ক্যান্ডেল লাইট আপু অসাধারণ লাগতেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু ক্যান্ডেল লাইটে ডিনার করছেন নাকি

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14