নিজের সমস্যার সমাধান নিজেরই বের করা উচিত।

in আমার বাংলা ব্লগ7 hours ago

image.png

image source

এই পৃথিবীতে সমস্যার শেষ নেই। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে আপনার জীবনের সাথে লড়াই করেই যেতে হবে। তবে মূল কথা হচ্ছে আমরা কিভাবে সেই সমস্যাকে সমাধান করছি। ব্যাপারটা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করে। আমরা যদি সুন্দর ও সঠিক ভাবে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে সেই সমস্যার মুকাবিলা করি তাহলে খুব সহজেই পরিত্রান পেয়ে যাবো। কিন্তু আমরা যদি খামখেয়ালিপনা করি অথবা সেটাকে কিভাবে সমাধান করবো সেটার সঠিক সমাধান না খুঁজি তাহলে ছোট ছোট সমস্যাও আমাদের জন্য একটা সময় অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে। তাই আমাদের শুরু থেকেই সতর্ক থাকা উচিত।


তবে মাঝে মধ্যে দেখা যায় সমস্যা গুলো খুবই জটিল সমস্যায় পরিণত হয়। তখন দেখা যায় এটার জন্য আমাদের অনেকটা ভুগান্তিতে পড়তে হয়। আচ্ছা একটা উদাহরণ দিয়েই আপনাদের বলা যাক , যেমন ধরুন আপনি আপনার কোনো একটা লক্ষে কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনি , আমি , সবাই এটা জানি যে প্রতিটা কাজ করতে গেলেই হাজারো রকমের সমস্যায় পড়তে হয়। তখন হয়তোবা দেখা যায় আপনি সেই কাজটা করতে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছেন। অথবা আপনি সেইকাজে কোন ধারায় শুরু করবেন সেটাই বুঝে পাচ্ছেন না। যে কোনো সমস্যাই হোক না কেন , সেটার সঠিক সমাধান যদি আমরা খুঁজে পাই তাহলে কিন্তু খুব অল্পতেই সমস্যাটা সেরে যায়।


তখন আমাদের প্রয়োজন আমাদের চিন্তা শক্তির। আমাদের কোথায় সমস্যাটা হচ্ছে , কেন হচ্ছে, আমাদের ভুলটা কোথায় সেটাকে যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজেই সমস্যার সমাধান খুঁজে পেতে পারবো। আসলে অনেকেই বলে যে আপনি যখন কোনো কাজ পারবেন না তখন বার বার চেষ্টা করুন , এখানে আসলে কিছু কথা আছে। বার বার চেষ্টা করুন মানে এইনা যে আপনি আপনার সমস্যা কোথায় সেটাকে না ধরে বার বার অন্ধের মতো চেষ্টা করেই যাবেন। যদি আপনি এমনটা করেন তাহলে আপনার আগে পরে তেমন কোনো লাভই হবে না। মূল কথা হচ্ছে আপনার আপনার সমস্যা বের করতে হবে এবং সেই সমস্যার উপর কাজ করতে হবে।


আজকের পোস্ট এর মূল বিষয় হচ্ছে এটাই যে আমাদের আগে নিজেদের সমস্যাকে বের করতে হবে। তারপর সেটার সমাধান খুঁজতে হবে। তাহলে জিনিষটা অনেক সহজ হবে আমাদের জন্য। এটা সত্যি বলে কোনো কাজে সহজে সফলতা পাওয়ার এটাই একমাত্র পন্থা। নিজের সমস্যা গুলোর উপর বেশি নজর দেয়া এবং এটার সমাধান কিভাবে পাওয়া যায় সেটাকে খুঁজে বের করা। তো আজকে এই পর্যন্তই , আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41