উড়াল পাখি - বাংলা নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast year

উড়াল পাখি বাংলা নাটকের রিভিউ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Screenshot_2023-07-09-16-52-17-56.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

উড়াল পাখি নাটকটি অনেক বড় হলেও আমি সংক্ষেপে নিজের মতো করে রিভিউ করার চেষ্টা করেছি। অনেক দিন পর মনে হচ্ছে এই নাটকটি দেখার পর আমার চোখে পানি চলে এসেছে। তিল তিল করে গড়ে তোলা সুন্দর ভালোবাসা গুলো যখন কিছু কিছু বাবা মায়েদের কারণে নষ্ট হয়ে যায় তখন তাদের মৃত্যু ছাড়া যেন কোনো উপায় থাকে না। এই পৃথিবীতে এমনটা কখনোই যেন না হয় ,যে ভালোবাসা না পাওয়ার কারণে নিজের জীবন বিসর্জন দিতে হয়। খুবই সুন্দর ও কষ্টদায়ক একটি গল্প নিয়ে আজকের এই নাটক।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামউড়াল পাখি
প্লাটফর্মইউটিউব
পরিচালকজাকারিয়া সৌখিন
অভিনয়েতৌসিফ মাহবুব, কেয়া পায়েল ও আরো অনেকেই।
প্রকাশিত৬ জুলাই ২০২৩
সময়১:২৫:২৩ মিনিট
নাটকের মূল কাহিনী শুরু
মেয়ের বাবা এলাকার চেয়ারম্যান। প্রতিবছর উনার একটি কাবাডি টুর্নামেন্ট হয়ে থাকে। আর সেই জন্য পাশের গ্রাম থেকে কাবাডি খেলার জন্য একটি ছেলেকে খবর দেয়া আনা হয়, কারণ চেয়ারম্যান জানে ছেলেটি কাবাডি খেলায় অনেক ভালো আর সেই ছেলেই হচ্ছে এই নাটকের হিরো। চেয়ারম্যান তার সম্মান রক্ষাত্রে যেকোনো কিছুই করতে পারে। পাশের গ্রাম থেকে দুজন কাবাডি খেলোয়াড় সাইকেল দিয়ে আসছে আর ঠিক তখনই চেয়ারম্যানের মেয়ে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয়। যদিও মেয়েটি ইচ্ছাকৃতভাবে করিনি। এখান থেকেই প্রেমের সূচনা। এরপর কাবাডি খেলোয়ার চেয়ারম্যানের বাড়িতে যাই আর চেয়ারম্যান তাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করে।

Screenshot_2023-07-09-16-52-56-43.jpg

Screenshot_2023-07-09-16-53-08-54.jpg

Screenshot_2023-07-09-16-54-03-31.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

আর এখানে থাকাকালীন অবস্থাতেই একজন আরেকজনের প্রেমে পড়ে। বেশ কিছু জায়গায় তাদের দেখা হয় ও বেশ কিছু রোমান্টিক দৃশ্য দেখা যায়। বেশ কিছুদিন থাকার পর কাবাডি খেলায় তারা জিতে এবং পুরস্কার নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খায়।

Screenshot_2023-07-09-16-55-02-73.jpg

Screenshot_2023-07-09-16-57-03-84.jpg

Screenshot_2023-07-09-16-59-00-95.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

একটা সময় তারা প্রতিদিন দেখা করে এবং এখানে সেখানে ঘুরে বেড়ায়। এখন যেন একজন আরেকজনের লাইলী মজনু হয়ে গিয়েছে। এরই মধ্যে মেয়ে বাবা মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। বিদেশ থেকে ছেলে এসে মেয়েকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। এমনটাই বাবা মায়ের চিন্তা ভাবনা কিন্তু হঠাৎ একদিন বাবার কাছে ধরা খায় ও সেই ছেলের সাথে প্রেম করার কথা জানতে পারে। তখন মেয়েকে রুম ববন্দী করে রাখে এবং ফোন নিয়ে নেয়। আর এদিকে ছেলেকে ও ছেলের বাবাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়।

Screenshot_2023-07-09-17-01-08-20.jpg

Screenshot_2023-07-09-17-01-55-58.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

নাটকের একটা পর্যায়ে মেয়ে পালিয়ে যায় ছেলে বাড়িতে। তখন ছেলের দাদী ছেলেকে ও সেই মেয়েকে পালাতে সাহায্য করলেও ছেলের বাবা এতে বাধা সৃস্টি করে। আর বলে তোমার বাবার মান সম্মান রয়েছে চলো তোমাকে নিয়ে বাড়িতে দিয়ে আসি ও তোমার বাবাকে বলে বিয়েতে রাজি করিয়ে বাবা মায়ের দোয়া নিয়ে তোমাকে আমার ছেলের ঘরে আনবো। কিন্তু মেয়ে জানে যে বাবার কাছে ফিরে গেলে বাবা কখনোই তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিবেনা। এরপরেও জোর করে ছেলের বাবা মেয়েকে ও ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যায় আর তখনই মেয়ের বাবা মেয়েকে রেখে তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়।

Screenshot_2023-07-09-17-02-32-02.jpg

Screenshot_2023-07-09-17-02-46-64.jpg

Screenshot_2023-07-09-17-03-17-63.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

এরপর মেয়ের বাবা একটি বিষের বোতল আনে আর সেটা দিয়ে মেয়েকে ব্ল্যাকমেইল করে। বলে তুই যদি আর উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর মা ও আমি এই বিষ খেয়ে মারা যাবো। আর এই কথা শুনে মেয়ে আর কোন কিছু করার সাহস পায়নি। শুধু অজরে দু চোখের পানি ফেলে যাচ্ছে। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায় আর ছেলেটি পাগলের মত রাস্তা রাস্তায় ঘুরতে থাকে। একদিন মেয়েটিকে একটা ফলক দেখার জন্য মেয়ের শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে। তখন মেয়েটি বাড়ি থেকে বের হয়ে এসে বলে তুমি এখানে কেন এসেছ ? আমি তোমাকে আর দেখতে চাই না। তুমি আর কোনদিন আসবেনা। আর যদি আসো তাহলে এই বিষের বোতল খেয়ে আমি মারা যাবো।

Screenshot_2023-07-09-17-03-34-23.jpg

Screenshot_2023-07-09-17-04-14-72.jpg

Screenshot_2023-07-09-17-04-26-63.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

আর তখন বিষের বোতলটি ছেলেটি হাতে নিয়ে চলে যায় ও বলে আমি আর কোনদিন তোমার সামনে আসব না। কিছুদিন পর কষ্ট সইতে না পেরে সেই ছেলেটি বিষ খেয়ে রাস্তায় পড়ে থাকে। মেয়েটি তখন বাবার সাথে বাবার বাড়ি যাচ্ছিল। আর তখন দেখে মানুষ ছেলেটির লাশ কাধে নিয়ে কবরস্থানে যাচ্ছে। আর এই দেখে মেয়েটি যেন আরও বেশি ভেঙে পড়ে। সেদিন রাতে অন্ধকারে একা একা ছেলেটির কবরের পাশে গিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে মেয়েটি। আর এই দৃশ্য যেন চোখ দিয়ে পানি নিয়ে আসে নিজের অজান্তেই। আর এখানেই সমাপ্তি ঘটে এই বিরহের নাকরের গল্প।

Screenshot_2023-07-09-17-04-41-25.jpg

Screenshot_2023-07-09-17-04-55-60.jpg

Screenshot_2023-07-09-17-05-10-11.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

ব্যক্তিগত মতামত
ভালোবাসার শেষ পরিণতি যেন কখনোই এমন না হয়। যে ভালোবাসা কেড়ে নিতে পারে নিজের জীবন। বাবা মায়েদের কাছে আকুল আবেদন ছেলেমেয়েদের ভালোবাসার মূল্য দেয়ার। কারণ এই ভালোবাসার কারণেই চলে যেতে পারে আপনার একমাত্র সন্তান। ভালোবাসার অনেক শক্তি যা চাইলে মানুষ যেকোনো সময় যে কোন কিছুই করতে পারে। আপনারা চাইলে আমার নিচে দেয়া লিঙ্ক থেকে নাটকটি দেখে নিতে পারেন। আমি খুব সংক্ষেপে এই নাটকের গল্পটি লিখেছি।
নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু এই নাটকটি আমি দেখেছি, সত্যি নাটকটি দেখে খুবই খারাপ লেগেছে, বিশেষ করে নাটকটি যখন রাত বারোটার পরে একা একা নিরবে দেখা যায়, তখন যেন চোখের পানি এমনি চলে আসে অসাধারণ ছিল এই নাটকটি।

 last year 

উড়াল পাখি নাটকটির গল্পটি দারুন। আমি নাটকটি দেখেছি যদিও প্রথমের দিকে নাটকটি বেশ রোমান্টিক। তবে শেষের দিকে নাটকটি দেখে খুব খারাপ লেগেছে। মেয়েটির বাবার জন্য তাদের দুজনের মিল হয়না। অবশেষে নায়ক মারা যায়। নায়কটির কবরে গিয়ে নায়কা কান্না করে এ দৃশ্যটি আমাকে বেশি মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

আপু নাটকটি সুন্দর রিভিউ করলেন।তবে এমন কষ্টের নাটক দেখলে মনটা খারাপ হয়ে যায়। আপনার করা নাটকের রিভিউ খুব ভাল লেগেছে।ধন্যবাদ আপু।

 last year 

আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যা মানুষের জীবনটাকেই কেড়ে নেয়। আসলে আমাদের সবারই উচিত ভালোবাসাটাকে মূল্যায়ন করা। না হলে আমাদের কাছ থেকে আমাদের আপন মানুষগুলো চলে যাবে না ফেরার দেশে। তখন আমরা আর চাইলেও তাদেরকে ফিরিয়ে আনতে পারব না। এই ভালোবাসার জন্য যে কোন মানুষ যে কোন কিছু করতে পারে এটা কিন্তু একেবারে সত্যি। আমি তো অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করবো আপু।

 last year 

খুব চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। সত্যি বলতে নাটক এখন তেমন একটা দেখা হয় না। তবে অনেকের রিভিউ পড়ে যতটুকু বুঝতে পারি এটাই অনেক। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ চমৎকার একটি নাটক রিভিউ নিয়ে উপস্থিত হয়েছেন আপু অনেক ভালো লাগলো উড়াল পাখি নাটকের রিভিউ। একদম ঠিক বলছেনকিছু কিছু মা-বাবা আছেন সন্তানদের মনের চাহিদা একদম বুঝতে চাই না। তারা সন্তানদের বিরুদ্ধে কাজ করতে যেয়ে নিজের সন্তানকে হারিয়ে ফেলে। তবে বুঝা উচিত সন্তানেরা কি চাই কিসের মধ্যে তাদের সুখ শান্তি ফিরে পাই। পুরো নাটকটি পড়েই অনেক খারাপ লাগলো লাস্ট পর্যায়ে এসে। খুব সুন্দর একটি নাটক রিভিউ দিলেন অনেক কিছু শিক্ষনীয় আছে ধন্যবাদ।

 last year 

আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে আপু।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।আমারও আগ্রহ বেড়ে গেল নাটকটি দেখবো শীঘ্রই।ধন্যবাদ আপনাকে সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

নাটকটি রিভিউ দেখে বুঝতে পারলাম অনেক ভালোলাগার একটি নাটক এটা। তবে এই তো পূর্বে এই নাটকটা আমার কখনো দেখা হয়নি আপনার রিভিউ দেখে বুঝতে পারলাম নাটকটা না দেখা পর্যন্ত ভালো লাগবে না। যেকোনো মুহূর্তে সুযোগ করে দেখার চেষ্টা করব আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29