DIY - এসো নিজে করি- রঙিন কাগজ দিয়ে চাঁদ আর তাঁরার ওয়ালমেট তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

চাঁদ আর তাঁরার ওয়ালমেট

1.jpg

সময়ের কারণে এখন আগের মতো DIY পোস্ট তৈরি করা হয় না। অনেক দিনপর পর হয়তো অনেক ব্যাস্ততার মাঝেও নিজের জন্য হলেও কিছু একটা নিজের মতো করে তৈরি করতে ইচ্ছা করে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে চাঁদ আর তাঁরার ওয়ালমেট তৈরি করে ঘরের দেয়ালে ঝুলিয়ে দিয়েছি যা দেখতে বেশ সুন্দর হয়েছে। আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা সম্ভব যা হয়তো আরো বেশি সময় লাগবে যা আমার কাছে এখন নেই। চাঁদ আর তাঁরা কার না পছন্দের। আকাশের দিকে তাকিয়ে যখন চাঁদ আর তাঁরার রাজ্যে হাড়িয়ে যাই তখন সত্যি মনটা ভরে যাই। যাইহোক আজকে আমি সেই আকাশের চাঁদ ও তাঁরা নিজের মতো করে তৈরি করেছি ও আপনাদের সাথে শেয়ার করেছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে রঙিন কাগজ দিয়ে চাঁদ ও তারার ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে চাঁদ ও তারার ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে রঙিন কাগজ দিয়ে চাঁদ ও তারার ওয়ালমেট তৈরিটি সম্পূর্ণ করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের DIY পোস্ট টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার আজকের এই চাঁদ ও তারার ওয়ালমেটটি তৈরি করতে ব্যবহার করতে হয়েছে -
  • রঙিন কাগজ।
  • হার্ড বোর্ড এর মোটা কাগজ।
  • আইকা আঠা।
  • পেন্সিল।
  • কেচি।
প্রয়োজনীয় সবকিছু একসাথে নিয়ে নিলাম।

2.jpg

এরপর মোটা কাটুন কাগজের মধ্যে পেন্সিল দিয়ে চাঁদ একে নিলাম।

3.jpg

4.jpg

এরপর কেচি ব্যবহার করে ধীরে ধীরে চাঁদের মতো করে কেটে নিয়েছি।

5.jpg

6.jpg

এর পর আইকা আঠা নিয়ে নিলাম।

7.jpg

এবার নিয়ে নিলাম বেশ কয়েক কালারের রঙিন কাগজ।

08.jpg

এখন একটি রঙিন কাগজকে চাঁদের মতো করে কেটে এরপর মোটা কাগজ দিয়ে তৈরি করা চাঁদের পিছনে আইকা আঠা লাগিয়ে সেটাকে রঙিন কাগজের মধ্যে বসিয়ে চারদিকে সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি।

9.jpg

010.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

এখানে আরেকটি রঙিন কাগজ নিয়েছি যার মাধ্যমে তারা বানিয়ে নিয়েছি।

15.jpg

16.jpg

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

21.jpg

এই ভাবে করে চার কালারের চারটি তারা বানিয়েছি।

22.jpg

এবার চার কালারের চারটি কাগজ থেকে লম্বা করে কাগজ কেটে নিয়েছি।

23.jpg

এখন আইকা আঠা দিয়ে তারার সাথে লাগিয়ে নিয়েছি।

24.jpg

এভাবে করে চারটি লাগিয়ে নিয়েছি।

25.jpg

এবার চাঁদের সাথে নিচের দিকে উল্টো করে আইকা আঠা দিয়ে ছোট থেকে বড় এভাবে লাগিয়ে নিয়েছি।

26.jpg

27.jpg

এরপর চাঁদের উল্টো পাশে আঠা লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি।

29.jpg

1.jpg

আপনাদের কাছে আমার আজকের রঙিন কাগজ দিয়ে চাঁদ ও তারার ওয়ালমেট তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।রঙিন কাগজের চাঁদ তারার ওয়ালমেট টি দেখতে চমৎকার লাগছে। বিভিন্ন কালার ব্যবহার করার কারণে তারা গুলো দেখতে সুন্দর দেখাচ্ছে। তৈরি করার প্রতিটি ধাপ সহজভাবে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ!!!
আপু সত্যি অসাধারণ হয়েছে আপু আপনি এক কজা করেন ৷ আপনি এভাবে করে ওয়ালমেট বানিয়ে দোকান দিয়ে দেন ৷ তাতে ব্যাবসা ভাল চলবে ৷ হাহাহাহা হি হি হি!!!
কারন আপনার হাতের কাজ সত্যি অনেক সুন্দর ৷ রঙিন কাগজের চাঁদ তারার ওয়ালমেট টি দেখতে চমৎকার ৷
ভালো লাগলো দেখে আপু ধন্যবাদ ৷

 2 years ago 

রঙিন কাগজের চাঁদ আর তারা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি ঠিক বলেছেন আপু আকাশের দিকে তাকিয়ে যখন চাঁদ আর তাঁরার রাজ্যে হাড়িয়ে যাই তখন সত্যি মনটা ভরে যাই। বিভিন্ন কালারের কাগজ দেওয়াতে সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন কাগজের তৈরি এমন সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো বা যেকোন জিনিস বানাতে অনেক সময় লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চাঁদ এবং তারার ওয়ালমেট বানিয়েছেন। চাঁদ এবং তারার এমন ওয়ালমেট গুলো দেখলে কেন জানি ঈদ ঈদ মনে হয়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ব্যস্ততার কারণে অনেকদিন যাবত এই ধরনের কিছু তৈরি আপনার দেখতে পাই না ।আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে পারেন। এর আগে অনেক করেছেন আমার কাছে খুবই ভালো লাগতো। আজকে চাঁদ এবং তারার দারুন দৃশ্য রঙিন কাগজ দিয়ে তৈরি করে দেখালেন খুবই সুন্দর হয়েছে । দেওয়ালের সাথে দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর চাঁদ ও তারার ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখর শিখতে পারলাম শুভকামনা রইল।

 2 years ago 

সত্যিই বলেছ চাঁদ-তারা কার না পছন্দের আসলে রাতের আকাশে যখন চাঁদ তারা দেখি তখন মন চায় তারা রাজ্যে হারিয়ে যেতে। যাইহোক তোমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে চাঁদ-তারা ওয়ালমেট বেশ সুন্দর হয়েছে খুবই নিখুঁতভাবে চাঁদ তারার ওয়ালমেট তৈরি করেছ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সৃষ্টির সৃজনশীলতা সৃষ্টি করা এটি একটি শিল্প। সবার পক্ষে তার সম্ভব নয়। এজন্য মনের মাধুরী দিয়ে কাজ করতে হবে। যেটা আপনি করেছেন। অসাধারণ আপু আপনি আমার আপনার রঙিন কাগজ দিয়ে চাঁদ আর তাঁরার ওয়ালমেট খুবই চমৎকারভাবে করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62299.15
ETH 2428.96
USDT 1.00
SBD 2.65