ফুলের রাজ্যে আমার আগমন (ফ্লাওয়ার ফটোগ্রাফি)
ফুলের রাজ্যে আমার আগমন
শীতের সকালে বাসা থেকে বের হওয়া হয়না বললেই চলে। আজ রবিবারে আর সপ্তাহের প্রতি রবিবারে আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদে সরকারি ডাক্তার বসে। সকাল প্রায় দশটা দশ বেজে গেছে। হালকা একটু নাস্তা করে একটা সমস্যার কারণ জানতে আমার ভাগ্নিকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে। আকাশে সূর্যের দেখা নেই বেশ কয়েকদিন। কুয়াশার ঘনত্ব এখনো অনেকটাই রয়েগেছে। বোরখা, জেকেট , হাত মুজা , পা মুজা পরেও যেন ঠান্ডা বাতাস থেকে রেহাই মিলছেনা। বেশি দূরের রাস্তা না এইতো হেটে গেলে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে আর রিক্সায় পাঁচ মিনিট। তবে এখন আমি মনে করি পাঁচ মিনিটের রাস্তা আমি হেটে পনেরো মিনিটেই যাবো কারণ চলতি রিক্সায় যে পরিমান ঠান্ডা বাতাস লাগবে তা হয়তো সহ্য করার মতো না।
যেই ভাবা সেই কাজ। হাটতে হাটতে চলে আসলাম ইউনিয়ন পরিষদে তবে পনেরো মিনিটে না ঘড়ি ধরে তেরো মিনিটেই চলে আসলাম। এখানে আসার পর একটা নতুন জিনিস দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম আর সেটা হলো ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই নতুন একটা নার্চারী হয়েছে যা আমি আগে দেখিনি। সেখানে শত শত রকমের ফুল ফুটে আছে যেন এটা একটা ফুলের রাজ্য। অবাক হয়ে দূর থেকে কিছুক্ষন দেখছিলাম। নিজেকে যেন আর সামলাতে পারছিলাম না তাই ডাক্তারের সাথে কাজ শেষ করেই ঢুকে গেলাম নার্চারির ভিতর। ফুলকে ভালোবাসে না এমন কেউ পৃথিবীতে আছে বললে ভুল হবে। ফুল সবার অত্যন্ত প্রিয়। নার্সারির ভিতরে এত এত রকমের ফুল দেখে আমার মনে হলো সত্যি পৃথিবীতে এত রকমের ফুল রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা।
একেকটা ফুলের একটা ডিজাইন , একেক কালার ,যেন বিধাতা তার নিজের হাতে সবকিছু সাজিয়ে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে কেউ কখনো না পরে থাকতেই পারে না। নার্সারির এক মাথা থেকে প্রতিটি ফুলের ফটোগ্রাফি করা শুরু করি। সবগুলো ফুল ফটোগ্রাফি করতে আমার প্রায় আধাঘন্টার উপর সময় লেগে যায়। যতই ফটোগ্রাফি করি ততই যেন ভালোলাগা কাজ করছে ও ফুল গুলোর কাছাকাছি আসতে পেরে আরো বেশি মুগ্ধ হচ্ছি। শত শত ফুলের ফটোগ্রাফি করা শেষ। আর এতগুলো ফটোগ্রাফি করার কারণে নার্সারির মালিক একটায় কথা বললো যদি প্রতিটি ফটোগ্রাফির কারণে পাঁচ টাকা করে ধরি তাহলে নাকি হাজার টাকা চলে আসবে। যাইহোক কথাটা হেসে উড়িয়ে দিয়ে চলে আসি।
আজকে আমি আমার শত শত ফুলের ফটোগ্রাফি থেকে বাঁছায় করা সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে আমার করা ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ক্যামেরা | Redmi Note 10 Pro Max | |||
---|---|---|---|---|
ক্যাটাগরি | ফোটোগ্রাফি | |||
লোকেশন | সরাইল,ব্রাহ্মণবাড়িয়া | |||
তারিখ | 08.01.2023 |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপনার পোস্টেই একটা নার্সারি দেখা হয়ে গেল আপু।এত সুন্দর ফুলগুলো আপনি ছবি তুলেছেন তাও সুন্দর করে। এজন্যই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে। সত্যিই আপু একদম চমকে গেলাম। আর শীতের কথা কি বলব বাইরে গেলে একদম জমে বরফ হয়ে যাবে এরকম অবস্থা।
শীত লাগে নাকি আপু😜।আসলেই আপু শীতের সময় রিকশায় উঠতে ভালো লাগে না বাতাসের জন্য।যাই হোক শীত কে বেধেই তাহলে ইউনিয়ন পরিষদের পাশের নার্সারি থেকে ফটোগ্রাফি করেছেন।প্রতিটি ফুললেই বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যাবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য
শীত চারিদিকে বেশ জেঁকে বসেছে, তাই যদি হেঁটে কোথাও যাওয়া যায় সেটাই ভালো। কারন যানবাহনে উঠলে ঠান্ডা লাগে অনেক বেশি।
যাক কাজ শেষ করে এই চমৎকার ফুলের রাজ্যে ঘুরে আমাদের জন্য চমৎকার সব ছবি উপহার দিয়েছেন। ফুলের ছবিগুলো জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে।
ঠিকই বলেছেন ফুল ভালোবাসেন এমন লোক খুব কমই আছে। ফুল সৌন্দর্যের প্রতীক ফুল দেখলে আমিও ফটোগ্রাফি করি ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ডাক্তার দেখাতে গিয়ে ফুলের ফটোগ্রাফি ও করে আসলেন। এক কাজে গিয়ে দুটো কাজে সেরে নিলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটো শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
কয়দিন ধরে সব জায়গায় বলতে গেলে সূর্য়ের দেখা নাই! বলতে গেলে সূর্যিমামাকে বড্ড মিস করছি আমরা! বাহিরে বের হওয়াও কঠিন! যে পরিমাণে ঠান্ডা সাথে বাতাস! আপনি ভালো করেছেন হেটেঁ হেটেঁ গিয়ে। না হয় আরও ঠান্ডা লাগতো! যাক সকাল সকাল ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলেন! অনেক ফুলের সমারোহ দেখতে পেলাম! আমরাও কিছুক্ষনের জন্য ফুলের রাজ্যে হারিয়ে গেলাম আপু 🦋
শীতের সকালে আপনি বেড় হয়ে ডাক্তার দেখিয়েছেন এবং সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুল দেখতে অসাধারণ লাগছে। সত্যি ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ আপু সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আহ!আপু এই সৌন্দর্য দেখে আমি পাগলই হয়ে যাব😯।এত সুন্দর সুন্দর ফুল।দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ঠিক আপু পৃথিবীতে এমন মানুষ খুজে পাওয়া যাবে না, যে ফুল ভালোবাসে না। আপনিতো দেখি একসাথে দু'কাজ সেরে ফেললেন ডাক্তারও দেখালেন এবং ফটোগ্রাফিও করলেন। আপনার ফুলের ফটোগ্রাফিগুলো বেশ ঝকঝকে হয়েছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুধু আপনার না, আপনার সাথে আমদেরো আগমন ঘটেছে ফুলের জগতে।এতো ফুল দেখে মনটা আসলেই ভরে গেছে।
দারুণ ছিল ছবিগুলো।আমি ব্যাপক লেভেলের ফুল প্রেমী।যাইহোক শুভ কামনা জানাই।
এই কদিন অনেক শীত পড়েছে। শীতের সময় রিকশায় বাতাসের কারণে শীত বেশি লাগে। আপনি আজ অনেক সুন্দর কিছু ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল দেখতে এমনি ভাল লাগে। তার উপর ভ্যারাইটিজ কালারের ফুল দেখতে আরো সুন্দর লাগে। প্রতিটি ফুল দেখতে ভাল লাগছে । ধন্যবাদ আপু।