পরিবর্তন।

in আমার বাংলা ব্লগ11 days ago

image.png

image source

পরিবর্তন জিনিষটা আমাদের মধ্যে খুবই জরুরি , কেননা আমাদের সব সময় পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। এবং আমি মনে করি এতে করেই আমাদের জীবনটা সহজ হয়। তাই নিজেকে পরিবর্তন করার কোনো বিকল্প নেই। যদিও বয়স বাড়ার সাথে সাথে আমরা সবাই পরিবর্তন হই। জিনিষটা আসলে আমাদের বয়সের সাথেও অনেকটা সম্পর্ক যুক্ত। অনেক সময় দেখা যায় ছোট বেলার সে খুব চঞ্চল থাকলেও বড় হয়ে সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বয়সেরও একটা দোষ থাকে তবে আমি আজকে যে পরিবর্তনএর কথা বলছি সেটা মূলত আমাদের ভেতরের যে পরিবর্তন আছে সেটাকে নিয়ে বলছি। আমি মনে করি আমাদের বাহ্যিক পরিবর্তনের চেয়ে ভেতরকার পরিবর্তন খুবই জরুরি।

আমরা এখন যতটুকু হয়েছি সেখানে আমরা ভালো ভাবেই উপলব্ধি করতে পারি যে কোনটা ভালো আর কোনটা খারাপ। সেখানে আমরা দৈনন্দিন জীবনে কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি সেটাকে কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারছি। তো সেটাকে বুঝার পরও আমরা যদি সেই খারাপ কাজটাকে ক্রমাগত করে যাই তাহলে সেটা কতটা খারাপ বিষয় হতে পারে ভেবে দেখুন। তাই বলেই আমি মনে করি আমাদের ভেতর থেকে যে পরিবর্তন সেটাই সব থেকে গুরুত্ব পূর্ণ। যখন আমরা ভালো খারাপ এর মধ্যে পার্থক্য না বুঝতাম তখন সেটাকে মানা যেত কিন্তু এখন বুঝার পরও যদি আমরা খারাপ কাজ গুলোকে পরিহার না করতে পারি তাহলে কি সেটা কোনো একটা দিক থেকে আমাদের ব্যর্থতা নয়?

যেমন ছোট বলেও আমরা বেশ কৃপণ ছিলাম , নিজের জিনিস কাউকে দেয়া তো দূরের কথা কাউকে ছুঁতেও দিতাম না। তো তখনকার মতো আমরা এখনো যদি এমন কৃপণ হয়ে বেঁচে থাকি তাহলে কি সেটা মোটেও মানাবে আমাদের সাথে ? এমন হাজারো উদাহরণ আছে যেগুলো আমাদের বড় হয়ে বোঝ হওয়ার পরও করে যাই। সেই গুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে অন্যের জন্য বিলিয়ে দিতে পারি এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব সেহেতু আমাদের সেটা প্রমানও করতে হবে। কেননা মানুষ হিসেবে জন্ম নিলেই সে প্রকৃত মানুষ হয়ে যায়না। তার জন্য প্রয়োজন মনুষত্বের। এবং আমরা চেষ্টা করবো আমাদের মধ্যে সেই মনুষত্বের আবির্ভাব ঘটাতে। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 11 days ago 

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভালো-মন্দ বিচার করার জন্য। হয়তোবা আমরা ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত, সবকিছু ভালোভাবে বুঝতে পারি না। কিন্তু ম্যাচিউরড হওয়ার পর কোনটা ভালো এবং কোনটা খারাপ, সেটা অবশ্যই বুঝতে পারি। আর বুঝার পর খারাপ অভ্যাসগুলো অবশ্যই পরিবর্তন করা উচিত। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 days ago 

হ্যা ভাইয়া , আপনি একদম আমার পোস্ট মূল ভাবটাই বুঝে গেলেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

আসলে আমরা আমাদের জীবনে নিজেদেরকে পরিবর্তন না করলেও সময় আমাদেরকে পরিবর্তন করে দেয়। প্রত্যেকটা মানুষকেই প্রকৃত মানুষ হতে হবে। এমনিতেই মানুষ হলে চলবে না, প্রত্যেকটা মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে অবশ্যই। মানুষকে সৃষ্টিকর্তা যে বিবেক বুদ্ধি দিয়েছে সেটা মানুষ ভালোভাবে কাজে লাগায় না। প্রত্যেকটা মানুষকে নিজেদের খারাপ অভ্যাস গুলোকে বুঝে তারপর সেগুলো পরিবর্তন করতে হবে। কারন আমাদের এই খারাপ অভ্যাসের কারণে আমরা হয়তো যেকোনো সময় পস্তাতে পারি। আপনি অনেক সুন্দর টপিক নিয়ে আজকের লেখাগুলো লিখেছেন দেখে খুব ভালো লাগলো পড়তে।

 10 days ago 

ঠিক বলেছেন আপু , আসলে আমি মনে করি বাহ্যিক সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবারই উচিত আমাদের ভেতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেয়া। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ মিশ্রণে অভ্যাস রয়েছে। কিন্তু সব মানুষেরই উচিত তার ভিতরে ভালো অভ্যাস রেখে খারাপ অভ্যাসগুলোকে দূর করা। কারণ একটা মানুষের ভেতর খারাপ অভ্যাস থাকা একেবারেই ভালো না। আমরা সবাই অবশ্যই নিজের ভালোটা বুঝে থাকি। কিন্তু অন্যের খারাপ করে যদি নিজের ভালো করি তাহলে তো আর হবে না। নিজেকে এমন ভাবে পরিবর্তন করতে হবে যেটা আমার এবং সকলের জন্যই ভালো। সময় এরকমও আসে, আমাদেরকে পরিবর্তন হওয়া লাগে না। সময় আমাদেরকে পরিবর্তন করে ফেলে। তবে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু চিন্তা করা উচিত।

 10 days ago 

একদমই ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

আমরা সৃষ্টির সেরা জীব।আমাদের মধ্যে ভালো, খারাপ সব ধরনের গুনই রয়েছে।তবে ছোট সময় যে অভ্যাস গুলো আমাদের মধ্যে থাকে বয়স বাড়ার সাথে সাথে সেই অভ্যাসের পরিবর্তন করা আমাদের ভীষণ জরুরী।নিজেকে নিয়ে ভাবলেই শুধু হবে না।অন্যের কথা ও ভাবতে হবে।অন্যের ভালো করলে নিজের ও ভালো হবে।

 10 days ago 

হ্যা আপু , অন্যের ভালো চাওয়ার মধ্যে দিয়েই আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

ছোটবেলায় বিবেক বুদ্ধির কোন হিসেব থাকেনা। সেখানে কোন চিন্তা ভাবনা থাকে না। আর যখন বিবেক বুদ্ধির উদয় হয়, মানুষ বুঝতে শিখে তখন থেকে ভালো খারাপ বুঝে সেভাবে কাজ করা উচিত সকলেরই। তবে একটা জিনিস মনে হয় কি, পাওয়ার মাঝে যতটা তৃপ্তি হয় তার থেকে দেয়ার মাঝে বেশি তৃপ্তি হয়। সেটা হোক ভালোবাসা কিন্তু অন্য কিছু। আসলে সবাই ভুলগুলো বুঝেও শুধরে নিতে পারে না, এটাই হল সমস্যা। কেউ যদি শুধরে দেয় তখন তার উপরেও দোষ চাপানো হয়। যাই হোক আপু পোস্টটা পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51