জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপি

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

IMG-20210822-WA0000.jpg

ইলিশ মাছ আমাদের দেশের জাতীয় মাছ। ইলিশ মাছ যেমন জাতীয় আবার খেতেও অনেক সুস্বাদু একটি মাছ। ইলিশ মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যাই। এই ইলিশ মাছ যে ভাবে রান্না করা হয় সে ভাবেই বেশ মজাদার রেসিপি হয়ে থাকে। আজকে আমি আমার দেশের জাতীয় মাছ ইলিশ মাছের তরকারি জালি কুমড়া দিয়ে রান্না করবো। আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি প্রতিটা ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করবো। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রথমেই আমি এখানে দুইটি ইলিশ মাছ নিয়েছি।

IMG-20210824-WA0049.jpg

মাছ গুলোকে টুকরো করে কেটে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি।

IMG-20210824-WA0048.jpg

একটি জালি কুমড়া ফালি করে কেটে নিয়েছি।

IMG-20210824-WA0046.jpg

জালি কুমড়ার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।

IMG-20210824-WA0044.jpg

এখানে আমি নিয়েছি - আদা বাটা এক চা চামচ , রসুন বাটা এক চা চামচ ,হলুদ গুঁড়ো এক চা চামচ , মরিচ গুঁড়ো এক চা চামচ , জিরা গুঁড়ো গুঁড়ো এক চা চামচ , ধনিয়া গুঁড়ো গুঁড়ো এক চা চামচ , লবন পরিমান মতো , ও কাঁচা মরিচ দশ থেকে বারোটি।

IMG-20210824-WA0043.jpg

এখন এই সব গুলো মশলা মাছের সাথে দিয়ে মিশিয়ে নিতে হবে।

IMG-20210824-WA0041.jpg

এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি।

IMG-20210824-WA0024.jpg

পেঁয়াজ গুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে।

IMG-20210824-WA0038.jpg

এরপর মসলা মাখানো মাছ গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে।

IMG-20210824-WA0037.jpg

এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

IMG-20210824-WA0036.jpg

সামান্য ঝোল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে।

IMG-20210824-WA0035.jpg

কষানো হয়ে গেলে মাছ গুলো একটা বাটিতে তুলে রাখতে হবে।

IMG-20210824-WA0034.jpg

কড়াইতে বাকি মসলা গুলো থাকবে।

IMG-20210824-WA0033.jpg

এরপর এতে কেটে রাখা জালি কুমড়া গুলো দিয়ে দিবো।

IMG-20210824-WA0032.jpg

এরপর ভালোভাবে মিশিয়ে পরিমান মতো ঝোল দিয়ে রান্না করতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত।

IMG-20210824-WA0031.jpg

সিদ্ধ হয়ে গেলে তুলে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে দিতে হবে।

IMG-20210824-WA0030.jpg

এরপর পরিমাণমতো ঝোল দিয়ে আর কিছুক্ষন রান্না করতে হবে।

IMG-20210824-WA0029.jpg

এখানে আমি কিচু ধনিয়া পাতা টুকরো করে কেটে নিয়েছি।

IMG-20210824-WA0019.jpg

রান্না করা হয়ে গেলে একটি বাটিতে তরকারি ঢেলে নিবো।

IMG-20210824-WA0028.jpg

এবং তরকারি ধনিয়া পাতা পেঁয়াজ আপনার যে ভাবে ইচ্ছা সে ভাবেই পরিবেশন করতে পারেন।

IMG-20210822-WA0000.jpg

আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। সবাই ভালো থাকলেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ .

Sort:  
 3 years ago 

বাহ আপু রান্না টাও তো ভালো করেন। খুব সুন্দর রেসিপি। সবই নামের গুণ😄😄😄😄

 3 years ago 

নামের গুন এসব ভুয়া কথা। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কিছু মনে করলেন আপু। দুঃখিত। আপনার সাথে আর এইরকম ব‍্যবহার করব না🙂🙂

 3 years ago 

আপনারা রেসিপি টা অনেক সুন্দর হয়েছে,,তবে কুমরো দিয়ে মাছ কখনো খাইনি.... আপনারা জন্য শুভ কামনা...❤️❤️

 3 years ago 

খেয়ে দেখবেন একদিন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম...আপি...❤️

 3 years ago 

রান্নাটা দেখেতো মুখের জল আটকাতে পারছি আপু, ইলিশ বলে কথা, যা যে সবজি দিয়েই রান্না করা হোক না কেন, সেটা স্বাদের না হয়ে যাবে কোথায়, হি হি হি। অনেক সুন্দর রান্না হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

হাহাহা , অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

জালি কুমরো দিয়ে ইলিস মাছের ঝোল আসলেই খুব ভাল লাগে।আমি গতকাল এটা খেয়েছি এবং আমার অনেক ভাল লেগেছিলো।ধন্যবাদ সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমাদের আঞ্চলিক ভাষায় ওকে পানিকুমড়া বলে। পানিকুমড়ার সাথে ইলিশ মাছ সত্যিই অনেক মজাদার হয়।। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখেই জিভে জল চলে আসলো। কিছুদিন আগেও আমি সরিষা ইলিশ রেসিপি তৈরি করেছিলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago (edited)

শুভ কামনা

 3 years ago 

ইলিশ মাছের সাথে সব কিছুই স্বাদের হয়, ইলিশ মাছ সব সময় আমার কাছে ভালো লাগে। স্বাদের রেসিপি।

 3 years ago (edited)

হা ঠিক বলেছেন। এটি অনেক স্বাদের একটি মাছ। ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48