পরিবেশ রক্ষা।
দিন দিন আমাদের আসে পাশের পরিবেশ খুবই বাজে ভাবে দূষিত হচ্ছে। আমরা যেভাবে বিবেকহীন মানুষের মতো কাজ কর্ম শুরু করেছি সেখানে আমাদের পরিবেশকে সুন্দর ভাবে গড়ে তোলা সত্যিই কষ্টকর। আর এইসব কারণে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা পূরণ করা আদেও সম্ভব কিনা আমার জানা নেই। তাছাড়া ব্যাপারটা এমনও না যে আমরা পরিবেশের দূষণের জন্য যেইসব জিনিস দায়ী সেগুলো ব্যবহার সমিতি পরিসরে নিয়ে এসেছি। আর এইসব কারণে আমাদের পরিবেশ খুবই বড় একটা হুমকির মাঝে পড়তে যাচ্ছে। আর শুধু মানব জাতিই না , পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের সকলকেই একটা কঠিন পরিস্থিতি দিয়ে জীবন অতিবাহিত করতে হবে।
আমাদের পরিবেশ মূলত অনেক গুলো কারণেই দূষিত হচ্ছে। যেগুলো কারণে আমাদের পৃথিবী যে বসবাস যোগ্য ছিল সেটাও দিন দিন হারিয়ে ফেলছে। আমরা পৃথিবীতে থাকতে পারি কারণ পৃথিবীতে থাকার জন্য পর্যাপ্ত পরিমানে অক্সিজেন রয়েছে , রয়েছে পান করার জন্য পানি এবং একটা সঠিক তাপমাত্রা। না অতিরিক্ত গরম না অতিরিক্ত শীত। কিন্তু আমাদের এই দূষণের ফলে দিন দিন পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠছে। তাছাড়া অক্সিজেন এর পরিমান দিন দিন কমে যাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর নিচু অঞ্চল গুলো এখন বিরাট হুমকির মধ্যে আছে।
যাই হোক, এইগুলো হচ্ছে প্রাকৃতিক সমস্যা। তবে পরিবেশ দূষণ বলতে শুধু সেই সমস্যা গুলোকেই বুঝায় না। যেকোনো খারাপ কাজ যেটার দ্বারা সমাজ নষ্ট হবে সেটাকেই আমি মূলত পরিবেশ দূষণ বলে ধরি। এমন অনেক কাজ আছে যেগুলোর কারণে আমরা সমাজের মানুষ অসুবিধায় ভুগি। আমি মনে করি চুরি , ডাকাতি , ইফটিজিং সহ এইসব কিছুই পরিবেশ দূষণের একটা অংশ। তাই আমি মনে করি যদি পরিবেশ দূষণ রোধ করতে হয় তাহলে আমাদের সব দিক থেকেই সতর্ক থাকতে হবে।
আমার মূল কথা হচ্ছে , একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য আমাদের সকলকে একত্রে কাজ করে যেতে হবে। প্রাকৃতিক দিক থেকে আমরা যতটুকু ক্ষতি গ্রস্থ হয়েছি সেটাকে যদি সামান্য পরিপূর্ণও করতে চাই তাহলে সকলের একত্রে কাজ করা প্রয়োজন। একা এইসব রোধ করা কোনোদিনও সম্ভব না। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধৈর্য্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য অসংখ্যা ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আসলে আমাদের আশেপাশের পরিবেশ সত্যিই খুবই বাজে ভাবে দূষিত হয়ে যাচ্ছে। আসলে এই সবকিছুর জন্য আমরা দায়ী। আসলে পৃথিবীতে মানুষ বসবাসীর উপযোগী করে রাখতে হলে পরিবেশকে বাঁচিয়ে রাখা উচিত। দিন দিন পৃথিবী অনেক উত্তপ্ত হয়ে পড়ছে আসলে আমাদের এই সকল বিষয়ের দিকে নজর দিয়ে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
যাদের মনে চিন্তাভাবনা সুন্দর তাদের দ্বারা কখনো পরিবেশের ক্ষতি হয় না বরঞ্চ পরিবেশ সুন্দরভাবে সাজাতে সহায়তা ভূমিকা পালন করে থাকে তারা। আর এমনই সচেতন ব্যক্তি গড়ে উঠুক প্রত্যেকটা পরিবারে যাদের দ্বারা সুন্দর একটা পৃথিবী আশা করা যায় যেখানে কোন দ্বিধাদ্বন্দ্ব মান-অভিমান প্রতি হিংসা থাকবে না। এক্ষেত্রে অনেকে জাপান দেশকে উদাহরণস্বরূপ ব্যবহার করে থাকে।
আমাদের সবার উচিত পরিবেশ রক্ষা করা। কিন্তু বেশিরভাগ মানুষ তো পরিবেশ দূষিত করার দিকেই লেগে আছে। পৃথিবীটা বসবাস করার জন্য উপযোগী করে তুলতে হবে। মানুষের চিন্তাভাবনা যদি ভালো হতো তাহলে হয়তো পরিবেশ এরকম হতো না। এরকম পরিবেশের জন্য মানুষই দায়ী। পৃথিবীটা সুন্দর করে গড়ে তুলতে হবে আমাদের সবাইকে। তবেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। অনেক সুন্দর করে লিখেছেন আপু এই লেখা, যেটা আমার অনেক ভালো লেগেছে।
দিনদিন পরিবেশ একেবারেই দূষিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা যদি পরিবেশ রক্ষা করার জন্য এখন গুরুত্ব না দেই,তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তখন পৃথিবী বসবাসের একেবারে অযোগ্য হয়ে যাবে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।