ইন্টারনেট ছাড়া শেষ ছয় দিন।
বৃহস্পতিবার রাতেই পুরো বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । যার কারনে আমাদের সকলেরই কম বেশি ভুগান্তিতে পরতে হয় । বর্তমানে আমাদের জীবনের সাথে ইন্টারনেট ওতপ্রোত ভাবে জড়িত । ইন্টারনেট ছাড়া আমাদের জীবনের ১ টা দিন কল্পনা করাও বেশ কঠিন । কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে আমাদের প্রায় সপ্তাখানেক ইন্টারনেট ছাড়া কাটাতে হয়েছে ।
যদিও এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে নেট সংযোগ আমরা পাচ্ছি না , তবে গতকাল রাতের বেলা বেশ কিছুক্ষন নেট ব্যাবহার করার সুযোগ হয়েছিল । তখন আনন্দের যেন কোন শেষ ছিল না । মনে হয়েছিল যেন দেহে প্রান ফিরে এসেছে । কিছুক্ষন পর হুট করেই দেহ থেকে প্রানটি আবারো আলাদা হয়ে গেল, মানে নেট চলে গেল । অনেকক্ষণ চেষ্টা করলাম , রাউটার বার বার অফ অন করলাম কিন্তু কোন কিছুতেই কাজ হল না । এরপর আর কি করার , অপেক্ষার প্রহর গোনা ছাড়া কিছুই বাকি রইল না ।
ঘুমানোর আগে ভেবেছিলাম সকালেই হয়ত নেট ব্যাবহার করার সুযোগ পাবো , তাই সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে রাউটার এর দিকে তাকালাম আর খুব দুঃখ জনক ভাবে বুঝতে পারলাম নেট এখন আসেনি । আবারো সেই অপেক্ষার প্রহর শুরু হয়ে গেলো। অপেক্ষা করতে করতে দুপুরের দিকে হটাৎ রাউটার এর দিকে তাকিয়ে দেখলাম নেট চলে এসেছে। তখন খুব খুশি মনে ফোনটা হাতে নিয়ে প্রথমেই ইউটিউবে ঢুকলাম , বেশ কিছুক্ষন লোডিং নেয়ার পরও দেখলাম কোনো ভিডিও আসলো না। তখন বুঝতে পারলাম যে নেট হয়তো দিয়েছে কিন্তু সেটা খুবই স্লো। যার কারণে ইউটিউব পর্যন্ত চলছিল না।
তারপর আর ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি। ভেবেছিলাম যে নেট যেহেতু চলেই এসেছে তাহলে একটু আগে বা পরে হয়তো নেট স্পিডও চলে আসবে। ঠিক তাই , সন্ধ্যায় মোটামোটি ইউটিউব ব্রাউসিং করতে পারছিলাম। এটা দেখেই আমিতো একদম মহাখুশি। আসলে যারা ওয়াইফাই এর আওতাধীন তাদের আজকে থেকে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ হলেও যারা কিনা এই ওয়াইফাই ব্যবস্থার বাইরে তারাতো এখনো ইন্টারনেট ব্যবহার করতে পারছে না , কারণ সিম নেটওয়ার্ক এখনো পর্যন্ত সচল হয়নি। তবে সংবাদে ও গণমাধ্যমে যতদূর শুনলাম হয়তো সোমবার অব্দি মোবাইল ডাটা চালু হতে পারে।
আজকে থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো ভেবেই খুশি লাগছে। মনে হচ্ছে নতুন আরেকটা জীবন পেয়েছি। আশা করছি ভবিষ্যৎ এ এমনটা আর হবে না । কেননা এই ৬ দিন ইন্টারনেট থেকে বঞ্চিত থেকে বুঝতে পেরেছি যে ইন্টারনেট আসলে আমাদের জীবনের সাথে কতটা মিশে গিয়েছে আর কতটা গুরুত্বপূর্ণ । আজ এই পর্যন্তই ।ধৈর্য নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ , ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরিবার নিয়ে সাবধানে থাকবেন। ।
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @ayrinbd,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
পরপর ছয় দিন ইন্টারনেট থেকে বঞ্চিত থাকা যে কতটা কষ্টকর, সেটা তারাই উপলব্ধি করতে পারে যারা ইন্টারনেটের প্রতি অনেকটাই নির্ভরশীল। তবে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল তাতে কিছুদিন ইন্টারনেট বন্ধ রেখে বেশ খানিকটা উপকারই হয়েছে বলা যায়। যাইহোক আপু, এখন যেহেতু মোটামুটি ইন্টারনেট স্পিড পাচ্ছেন তাহলে হয়তো আপনার আর টেনশন থাকলো না। আমাদের এখানেও যখন বড় কোন সমস্যা হয় তখন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তখনও আমাদের ঠিক এরকম ভোগান্তির স্বীকার হতে হয়।
ইন্টারনেটের উপর আমরা এতটাই নির্ভরশীল যে,ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। বিগত ৫/৬ দিন ইন্টারনেট ছাড়া সময়টা খুব খারাপ কেটেছে। তবে এখন ইন্টারনেট ইউজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। মোবাইল ডাটা নাকি আগামী সপ্তাহ থেকে ব্যবহার করা যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।