ফিরে পাওয়া ভালোবাসা - গল্পের পঞ্চম ও শেষ পর্ব
ফিরে পাওয়া ভালোবাসা
এরপর চাচাকে আমি আমার সাথে নিয়ে বাসায় গেলাম। রাতে বাসায় থেকে সকালে উনার গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে উনাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম ও বললাম আমি কিছুদিনের মধ্যে জবার সাথে দেখা করতে যাবো। আর এই কথা শুনে বৃদ্ধ চাচা খুবই খুশি হন। এর কয়েকদিন পরের কথা -
আজ পহেলা ফাল্গুন। অনেক মানুষ শহরটাই ঘুরে বেড়াবে আজ। ভালোবাসা প্রকাশিত হবে চারদিকে। গতবছর ঠিক এমন দিন জবার সাথে খুব খারাপ পরিস্থিতিতেই আমার দেখা হয়েছিল। আমি আর অহনা এখন তাদের গ্রামের বাড়িতে ওর দাদার দেয়া ঠিকানা অনুযায়ী রওনা হলাম। কিছুদিন আগেই আমার সেই পছন্দের মানুষ অহনার সাথে বিয়ে হয়। অহনা বললো জবার গিফট করা পাঞ্জাবি নাকি আমাকে বেশ মানিয়েছে । অহনাকে আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে। লাল রঙের একটি শাড়ি আর হাতে লাল রঙের কাঁচের চুড়ি।
পৌঁছে গেলাম জবাদের বাড়িতে, জবা আমাকে দেখে প্রথমে বুঝতে পারিনি। কিছুক্ষন তাকিয়ে থাকার পড়েই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ওর কান্না আমি অনুভব করতে পারছি। আর আমি মোটেই কাঁদতে চাইছি না এই মুহূর্তে কিন্তু নিজেকে সামলাতে পারছি না কোনভাবেই। এই ভালোবাসা দিবসে অচেনা মানুষের কাছ থেকেই সত্তিকারের ভালবাসা পেলাম মনে হলো।
এরপর সেখানে গিয়ে আমি ও অহনা দুইজন মিলে জবাকে ভালো একটা স্কুলে ভর্তি করায় ও জবার মাকে ভালো একটি সেলাই মেশিন কিনে দেই। ওর পরিবার আমার কাছ থেকে এমন কিছুই আশা করেনি । ওরা সবাই আমাকে অনেকে অনেক বেশি ভালোবাসে আর আমিও যেন ওদের পরিবারের এই একজন হয়ে গেলাম। আমি ওদের জন্য মন থেকে কিছু করতে চাই সবসময়। কারণ আমি কাওকে কিছু দিয়ে যে শান্তি পাই সেটা অন্য কিছুতে পাই না আর তাই জবাকে আমি বলেছি আমি এখন থেকে জবার পড়াশুনার সকল খরচ আমি বহন করবো ও জবার দাদা মানে সেই বৃদ্ধলোকটির চিকিৎসার খরচ বহন করবো। আর এই সবকিছুতে আমার জীবনসঙ্গিনী অহনা আমাকে সাহস দেয় ও অনুপ্রেরিত করে।
ভালোবাসা অনেক প্রকারে রয়েছে। শুধু প্রেমিক প্রেমিকাকেই ভালোবাসলে ভালোবাসা বলেনা। শ্রেষ্ট ভালোবাসা হলো সেই ভালোবাসা যে ভালোবাসায় মানুষের জীবন সুন্দর হয়। শ্রেষ্ট ভালোবাসা হলো সেই ভালোবাসা যে ভালোবাসায় মানুষের দোয়া অর্জন করা যায়। আমিও এবং অহনা দুইজন এই আজ খুব আনন্দিত ওদের জন্য কিছু করতে পেরে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
গল্পের ইতি টা পড়ে আমার খুবই ভালো লেগেছে আপু। জবা এখন স্কুলে পড়াশোনা করবে, তার দাদারও চিকিৎসা চলবে। তার পাশাপাশি সে তার প্রিয় মানুষটাকেও বিয়ে করতে পেরেছে। সবকিছু মিলিয়ে খুব ভালোভাবেই গল্পের শেষ হলো। সবগুলো পর্বই আমি পড়েছি আর সত্যিই বেশ উপভোগ করেছি আপু। দারুন লিখেছেন, আপনার লেখা আরো গল্প চাই।