জীবন।

in আমার বাংলা ব্লগ22 days ago

image.png

image source

এই জীবন এর সংজ্ঞা সবার কাছেই একদম ভিন্ন। প্রতিটা মানুষ তার জীবনের প্রক্ষাপটে তার নিজের মতো করে একটা জীবনের সংজ্ঞা তৈরী করে ফেলে। আসলে মনে করতে পারি যে সবার জীবন হয়তো একই রকম কাটে। যেহেতু তাদের ও আমাদের মতো হাত পা মাথা সব কিছুই আছে। কিন্তু আসলে ব্যাপারটা একদমই ভিন্ন। কেউ হয়তো সুখের সাগরে ভেসে যাচ্ছে আবার সেই সময়েই কেউ কেউ মনে করছে তার জীবনের হয়তো কোনোই মূল্য নেই। আসলে ব্যাপারটা এমনও না যে যার দুঃখ , তার সারাজীবন দুঃখে দুঃখেই জীবন কাটবে। আসলে জীবন সব কিছুরই একটা মিশ্রণ । ভালো , খারাপ , কষ্ট , সুখ এইসব নিয়েই মূলত আমাদের জীবন।

কেউ যদি বলে যে সে সারাজীবন সুখে ছিল সেটা একটা মিথ্যা বলা হবে। কারণ হচ্ছে জীবন পরিবর্তনশীল। জীবন কোনোদিনও একই রকম ভাবে চলে না। সুখ যেমন চিরকাল স্থায়ী হবে না তেমনি দুঃখও চিরকাল স্থায়ী হবে না। তাই আল্লাহ আমাদের বলেন আমরা যেমন দুঃখের সময় গুলোতে সব সময় আল্লাহর কাছে সুখের জন্য প্রার্থনা করি তেমনি সুখের সময় গুলোতেও তাকে স্মরণ করতে। কেননা উনি মুহূর্তের মধ্যে আমাদের পুরো জীবনই উলোট পালট করে ফেলতে পারেন। তাই শুধু নিজের দুঃখের সময় গুলোতেও নয় সুখের সময় গুলোতেও আমরা আল্লাহকে স্মরণ করবো যাতে করে তিনি আমাদের উপর তার রহমত নাজিল করতে পারেন।

জীবনের উত্থান পতন হবে এটাই কিন্তু স্বাভাবিক , সেই সময় গুলোতে ধৈর্য ধরার ফল একদিন না একদিন আমরা পাবোই। মূল কথা হচ্ছে নিজের উপরে বিশ্বাস থাকতে হবে। আপনি যদি নিজের আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি মহাবিপদে পরে যাবেন। তাই সব সময় নিজের উপর ভরসা রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনার সাথেই আছেন। কেননা উনিই বলেছেন , নিশ্চই কষ্টের পর আছে স্বস্তি। যেহেতু তিনিই আমাদের বলেছেন এই কথা তাহলে নিজের উপর ভরসা কেনই বা হারাবো আমরা। আর জীবন যে সব সময় একভাবে চলে না সেটাকে যত তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে।

সব শেষে একটাই কথা , ধৈর্য আর উপরওয়ালার প্রতি বিশ্বাস স্থাপন খুবই জরুরি। যতদিন না আমরা ধৈর্য ধরা না শিখতে পারবো ততদিন আমাদের জীবন দুঃখে দুঃখে কাটাতে হবে। আর উপরওয়ালার উপর যদি বিশ্বাস না রাখি তাহলে তো জীবন কোনোদিনও শান্তিময় হবে না , এটা আমরা কমবেশ সবাই জানি। যাই হোক , আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগেছে। আপনাদের ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 22 days ago 

আপু আপনি জীবন নিয়ে চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন। এটা সত্যি জীবন একেক জনের কাছে একেক রকম।তবে কোন মানুষ বলতে পারবে না সেই মানুষটি সারা জীবন একই রকম সুখে কাটিয়েছে।কেননা সুখের পরে দুঃখ।তেমনি দুঃখের পরই সুখ।এই সময়গুলোতে আমাদের ধৈর্য ধারন করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতেই মানব জীবন সার্থক।

 22 days ago 

সুখ দুঃখ মিলিয়েই জীবন। আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো,তাহলে আমরা বুঝতাম ই না সুখ কাকে বলে। দুঃখের পর সুখ আসবে, আবার সুখের পর দুঃখ আসবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষ শুধুমাত্র দুঃখের সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করে, কিন্তু সুখের সময় আল্লাহ তায়ালার নাম ভুলে যায়। আমাদের সমাজে এমনটা প্রায়ই দেখি। তবে এটা মোটেই উচিত নয়। কারণ যেকোনো পরিস্থিতিতে আল্লাহ তায়ালার নাম আমাদেরকে স্মরণ করতে হবে। তাছাড়া দুঃখের সময় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তায়ালা ভীষণ পছন্দ করেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 21 days ago 

আসলে আমাদের সবার জীবনেই সুখ দুঃখ এগুলো আসবে এবং এগুলো চলেও যাবে। কারণ সুখ দুঃখ কোনোটাই কিন্তু আমাদের জীবনে স্থায়ী না। মানুষ কয়েকদিন সুখে থাকলেই সৃষ্টিকর্তাকে আর স্মরণ করে না। কিন্তু সুখ দুঃখ সব সময় আল্লাহকে স্মরণ করা উচিত। আসলে কোনো মানুষই সারা জীবন সুখে থাকে না। আর এরকমটা কেউ বললেও সম্পূর্ণ মিথ্যা বলবে। কারণ এই পৃথিবীতে কেউই সম্পূর্ণভাবে সুখী নয়। সুন্দর করে লিখেছেন আমাদের এই জীবন নিয়ে, খুব ভালো লাগলো পড়ে।

 21 days ago 

আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ সবকিছুই আসবে আর যাবে। একজন মানুষের জীবনে সুখ সারা জীবন স্থায়ী ভাবে থাকে না, আর ঠিক তেমনি দুঃখ ও স্থায়ী ভাবে থাকে না। তাই আমাদেরকে ভালো খারাপ সবকিছুতেই আল্লাহকে স্মরণ করতে হবে। এরকম অনেক মানুষ রয়েছে যারা ভালো থাকলে আর আল্লাহকে স্মরণ করে না। কিন্তু দুঃখের সময় ঠিকই স্মরণ করে। এটার ফলে তার জীবনে আর ভালো কিবা হবে। সুন্দর করে লিখলেন আপু জীবন নিয়ে আজকের এই পোস্টটা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60