কুয়াকাটা লেবুর চর স্পট ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

কুয়াকাটা লেবুর চর স্পোটে ফটোগ্রাফি ও আমার কিছু অনুভূতি

1.jpg

জায়গাটির নাম লেবুর চর হলেও লেবুর বাগান কিংবা লেবু গাছের কোনো ছিটেফুটাও নেই। এখানে আসার আগে আমি ভেবেছিলাম মনেহয় অনেক বড় লেবুর বাগান কিংবা কিছু অদ্ভুত রকমের লেবু গাছ থাকবে কিন্তু এখানে আসার পর দেখি গাছ আছে ঠিকই কিন্তু সেগুলো কোনো লেবু গাছ না বরং আসলেই এগুলো কি গাছ সেটাও আমার জানা নেই কারণ আপনারা হয়তো এতক্ষনে আমার ফটোগ্রাফির মধ্যে দেখেছেন এই গাছ গুলোর কোনো পাতা কিংবা শাল নেই যা দেখে আমি চিনতে পারবো এগুলো কি গাছ। শুধু তাদের দেহটা পরে রয়েছে আর বৃষ্টিতে ভিজছে আর রোদে শুকাচ্ছে। আর এর পাশেই হচ্ছে সাগর যখন জোয়ার আসছে তখন তারা সাগরের পানিতে খেলা করছে।

যাইহোক লেবুর বাগান কিংবা লেবু গাছ না থাকলেও জায়গাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। অনেক গুলো গাছ একসাথে থাকার কারণে দেখতে বেশ ভালো লাগছে ও সুন্দর কিছু ফটোগ্রাফি হয়েছে। বেশ কিছুক্ষন এখানে ছিলাম ও বেশ কিছু ফটোগ্রাফি করেছি যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। লেবুর চর পার হয়ে যাওয়া লাগে সুন্দরবনের পূর্বাংশে কিন্তু সেখানে আর আমাদের যাওয়া হয়নি কারণ তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যদিও ঐদিকে অনেকেই যাচ্ছে তবুও আমরা এতটা সাহস করিনি কারণ বলা যায়না কখন কি হয়ে যাই চারদিকে জঙ্গল জঙ্গল একটা ভাব বলে কথা এর উপর আবার আমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা।

ঘুরেবেড়ানোর অনুভূতি গুলো সত্যি অনেক সুন্দর হয়। যেখানেই যাই আর যা দেখি সবকিছুই অনেক ভালো লাগে সবকিছুই নতুন নতুন লাগে। নতুন ভাবে অনুভূতি গুলো প্রকাশ করা যাই। আজকে আমি কুয়াকাটা লেবুর চর স্পটের বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী পোষ্টে কুয়াকাটার অন্য কোনো স্পট এর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

2.jpg

4.jpg

5.jpg

8.jpg

9.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

16.jpg

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

22.jpg

23.jpg

24.jpg

লোকেশন

ক্যামেরা OPPO F17
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনকুয়াকাটা সমুদ্র সৈকত
তারিখ20.08.2022

সমাপ্ত

1.png

Sort:  
 2 years ago 

কুয়াকাটা লেবুর চর স্পট ফটোগ্রাফি দেখে আমার হাইস্কুলের পিকনিকে যাওয়ার কথা মনে হয়ে গেল আপু।কারণ কুয়াকাটা বেড়াতে গিয়েছিলাম কিন্তু লেবুরচর স্পটে যাওয়া হয়নি ।দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা করেছেন জায়গাটাও বেশ অসাধারণ ছিল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন। অনেক সুন্দর ছিল প্রতিটি ফটোগ্রাফি ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

কুয়াকাটার লেবুর চর স্পটের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু।আসলে আপনি কেন,যে কেউই নাম শুনে যায়গার সাথে নামের যে কোন মিলই নেই,সেজন্য অবাক হতে পারে। তারপর যায়গা দেখতে বেশ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে লেবুর চর স্পটের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কুয়াকাটা লেবুচরের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।আসলে আপু লেবুর চর অথচ লেবু গাছ নেই। আপনার মতো সবাই এরকম টাই মনে করবে।যেখানে অনেক মজার সময় পার করেছেন।ধন্যবাদ আপু আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম আসলে অনেক জায়গা আছে আপু জায়গাগুলোর নাম অনুসারে সেখানে কিছুই থাকে না। যেমন আমাদের বাড়ি তারাতলা সেখানে কিন্তু তালগাছ খুবই কম। আর আপনার লেবুর লেবুর লেবুর চর জায়গাটা দেখতে আসলেই খুবই সুন্দর। অনেক সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন। এসব জায়গায় থাকতে এবং ঘুরতে আসলে খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু আপনি যখন বলেছেন লেবুর চর আমি সব বলে ফটোগ্রাফি দেখেছি, কোথাও লেবুর ছিটেফোঁটাও নেই 😁। কিন্তু জায়গাটা দেখতে বেশ সুন্দর। সেখানকার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন আপু ঘুরাঘুরি অনুভূতিটা একটু অন্যরকমই হয়।

 2 years ago 

কুয়াকাটার ফটোগ্রাফি পর্ব প্রত্যেকটাই দেখেছি। ভীষন সুন্দর লাগলো এই পোষ্ট ও। ভালো থাকুন দিদি।

 2 years ago 

কুয়াকাটা লেবুর চর স্পট ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আপনার মত ঠিক একই ভাবে সকলেই ভাববে যে সেখানে হয়তো লেবু গাছে ভরা। কিন্তু যাওয়ার পর দেখবে যে তার উল্টোটা। আপনারা সেখানে গিয়ে বেশ মজা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মাধ্যমে কুয়াকাটা লেবুর চর স্পোটের চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক ভালো লাগলো। বেশ এনজয় করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কুয়াকাটা লেবুর চর নামটি বেশ সুন্দর এবং জায়গাটাও খুব সুন্দর নিরিবিলি।তাছাড়া গাছগুলো সব মৃত ডালপালা ভরা,কোনোটাই আবার কচি পাতা গজিয়েছে চমৎকার দৃশ্য।দারুণ সময় কাটিয়েছেন, ভালো ছিল ছবিগুলো আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যদিও এখন পর্যন্ত কুয়াকাটা যাওয়া হয়নি তবে আপনার এই পোষ্টের মাধ্যমে কুয়াকাটা লেবুর চর স্পটের কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40