জীবন থিওরি (দ্বিতীয় পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

জীবন থিওরি

image.png

image source

এইযে বেলায় বেলায় ভালো খাবার খেতে চাওয়ার আবদার... একটু নিচের দিকে তাকালেই হয়। কয়টা মানুষ রোজ রোজ মাছ মাংস গিলতে পারে? একবেলার ডাল আর কয়টা ভাত জুটাতে গিয়ে কেউ হয়তো পথে পথে ঘুরছে, কেউ হয়তো মানুষের বাড়ি কাজ করছে, কেউ আবার ধার দেনা করে বেড়াচ্ছে।এটাই জীবন। ওইসব মানুষগুলোর জন্য এক বাটি ডাল আর এক মুঠো ভাত আমাদের মাছ মাংসের চাইতেও হাজার হাজার গুণ বেশি দামী।

আর যারা অসুস্থ, নানা রোগে দম ফেলতেও যাদের কষ্টের শেষ নেই তারা? তারা তো পড়ে থাকে বিছানায়, খাওয়ার মত সুযোগ থাকলে খেতে পারে, না হয় ক্ষুদা পেটে বিছানার সাথে মিশে থাকে। তখন কাড়ি কাড়ি টাকা তাদের সুখ দিতে পারে না, খাবার তো দূর একটুখানি পানি যাতে খেতে পারে সেই আশায় কত আকুতি মিনতি। আহ্, জীবন....কারও কাছে সুখের মোড়কে আর কারো কাছে কুড়েঘরে বৃষ্টির মতন।

আমরা ঠিক যেমনটা ভাবি জীবন ঠিক তেমনটাই। হাজারটা চিন্তা মাথায় নিয়ে কেউ যদি দিনশেষে মন খুলে হাসতে পারে তার কাছে জীবন সুন্দর। আর কেউ যদি বিরাট বাড়ির ছাদে বসে কিভাবে আরো আরো অনেক টাকা আসবে সেই চিন্তায় ঘুম নষ্ট করে তাহলে তার কাছে জীবন একটা দুশ্চিন্তার পাহাড়ের মত। যার যা আছে তাতে খুশি থাকাটাও অনেক বড় একটা গুন। নিজের যা আছে টা আগলে রেখে বাঁচার মধ্যে, আনন্দে থাকার মধ্যে যে একটা তৃপ্তি সেটা আর কোথাও নেই। টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না সেটা।

জীবন নামক থিওরির প্রতিটা পাতায় পাতায় নানা রকম অনুভুতি, গল্প, রহস্য লুকানো। কেউ যদি কষ্টের সব পাতাগুলো নিয়ে নাড়াচাড়া করে তাহলে আনন্দের পাতাগুলো তার দৃষ্টির বাইরেই থাকবে আর এর বিপরীতটাও একই ভাবে সত্য। মানুষের পুরোটা নিয়েই জীবন। এই পুরোটার মধ্যে একটা মানুষ বাকি মানুষগুলোর কাছে একেকরকম। কারও কাছে কঠিন, গম্ভীর। কারও কাছে খুব উপকারী একটা মানুষ, কারও কাছে সবচেয়ে প্রিয়। আরো নানাভাবে এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে।

কিন্তু প্রতিটা মানুষ যদি এটা ভাবত যে তার ভেতরটা কেউ দেখতে পারলে তখন তাকে কেমনটা ভাববে তাহলে জীবনটা হয়তো আরো সুন্দর হতো। কারণ একটা মানুষ কোনো না কোনো ভাবে আরেকটা মানুষের সাথে জড়িত। কিন্তু আফসোস এমনটা কেউ ভাবে না। অবশ্য ভাবার মতো সময় তাদের হয় না। তারা ভাবে পাশের বাড়ির কে কি করলো, কে কি খেলো, কে কোথাও গেলো, কে কার কি ক্ষতি করলো, কে কোন খারাপ কাজ টা করলো আরো অনেক অনেক কিছু।

সারাদিন রোবটের মত খেটে খাওয়া মানুষের ভুল দোষ খুঁজতে থাকা এইসবের ভিড়ে নিজের ভেতরকার ভালোটা, আনন্দটা শূন্যের কোটায় গিয়ে ঠেকে। তখন আস্তে আস্তে মানুষ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। বিরক্তি ভীর জমায় তার সবকিছুতে। সে যা করে একটা একটা করে সব তার কাছে ফেরত আসে তখন।

(চলবে..........)

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

জীবন যেখানে যেমন, একেকজনের কাছে একেক রকম। কারো কাছে জীবন মানে অসহ্য যন্ত্রণা, বেদনা, এক বেলা এত মুঠো ভাত খাবার তীব্র আকাঙ্ক্ষা। কারো কারো কাছে জীবন মানে বিশাল অট্টালিকার মাঝে বসে থেকে আরো বড় হওয়ার চিন্তা। সবার কাছে জীবন এক একটা অধ্যায় যেটা কেউ ভালোভাবে পার করতে পারে আর কেউ অনেক কষ্টে পার করে।

 last year 

তবে জীবন আমার কাছে বেশ কঠিন। তবে জীবন এক এক মানুষের কাছে এক এক রকমের হয়ে থাকে। আর জীবনের এই সমীকরন নিয়ে বেশ সুন্দর করে আপনি আমাদের মাঝে কিছু কথা উপহার হিসাবে শেয়ার করেছেন। ঠিক কথা আপু অবজ্ঞা আর অবহেলা থেকেই মানুষ এক সময় নিজেকে গুটিয়ে ফেলে।

 last year 

গভীরভাবে দেখতে গেলে এই পৃথিবীতে সুখী মানুষের সংখ্যা খুবই কম, যতদিন মানুষের মধ্যে চাওয়া পাওয়া থাকবে চাহিদা থাকবে ততদিন মানুষের মধ্যে আফসোস থাকবে। তবে সুখ সেটা ভাগ্যের বিষয় বিশাল অট্টালিকাতেও সুখ মিলে না যদি মনের শান্তি না থাকে।

 last year 

আমি মনে করি সুখ হচ্ছে প্রতিটি মানুষের মনে। যার চাহিদা যত কম দিনশেষে সেই হচ্ছে সবচেয়ে বেশি সুখী। সেজন্য কেউ অট্টালিকায় থেকেও সুখী না, আবার কেউ কুড়েঘরে থেকেও বেশ সুখী। আমার মতে সুখী হতে হলে প্রতিটি মানুষের চাহিদা কমানো উচিত এবং নিচের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করা উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58443.62
ETH 2524.10
USDT 1.00
SBD 2.34