কবিতা - এ জীবন সাজালে তুমি !! @shy-fox 10% beneficiary
এ জীবন সাজালে তুমি
তোমার প্রেমে পরেছিলাম।
সেদিন থেকেই এই মনের ঠিকানায়,
ভালোবাসার রঙিন অক্ষরে
লিখেছি ওগো প্রিয় তোমারি নাম।
আমি তোমায় জরিয়ে রাখতে চাই।
যুগ যুগ ধরে, অন্তিমকাল
আমি তোমায় ভালোাবাসতে চাই।
আজ যেন তাকে ছাড়া আর কিছু খুঁজি না
আজ যেন তাকে ছাড়া আর কিছু বুঝি না।
কখনো বা ইচ্ছে করে খোলা আকাশের নীচে...
দুজন দুজনার হাতটি ধরে,
হারিয়ে যাই কল্পনার রাজ্যে।
ভালোবাসার সমুদ্র পাড়ি দেই দুজনায়।
কখনো বা মনে হয় যুগ যুগ ধরে,
তার সাথে আমার ভালোবাসার সখ্যতা গড়ে উঠেছে।
সে যেন আমার কত জনমের চেনা
শত জনমের ভালোবাসা।
এই শুষ্ক মরুময় বুকের
একখানা ঠান্ডা হাওয়ার পরশ।
তার স্পর্শে, আমি যেন আবার
নতুন করে জীবন সাজাই।
এ অপূর্ণ জীবন যেন
তোমার ছোঁয়ায় পূর্ণ হল।
সমাপ্ত
সত্যি আপু বর্তমান আবহাওয়াতে কবিতা লিখতে অনেক ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলেও সত্য কবিতা লিখতে পারিনা। যাইহোক আপু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। আর যে কবিতার মাঝে ভালোবাসা মিশে থাকে সেই কবিতা পড়তে তো আরও বেশি ভালো লাগে। একটি মানুষ একেবারেই অপরিচিত থাকে এরপর ধীরে ধীরে একেবারে আপন হয়ে যায়। আপু আপনার লিখা কবিতাটি অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপু ভালোবাসা দেখি খবই উপচে পড়ছে ৷আর তার জন্য এতো সুন্দর কবিতা লিখেছেন ৷ভালোবাসা ধরে রাখেন আপু নয়তো ভাইয়ে আপনার সবকিছু বুঝে আপনাকে কষ্ট দিবে ৷তখন বুঝিয়েন কিন্তু হাহাহাহা হাহাহা হিহি!!!
সত্যি আপু ভালোবাসা তো এমনি যাকে এক মূহুর্তে দেখতে না পেয়ে মনের মধ্যে এক অস্তিরতা কাজ করে ৷বেশি কিছু বললাম না ৷কারন ভালোবাসাটা প্রকাশ করতে চাই না ৷কেউ যদি সলনা করে ৷
হাহাহাহাহাহাগ হিহিহি়!!!!
পড়ে অনেক ভালো লাগলো আপু
আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে এই সুন্দর কবিতাটি। সত্যি কবিতার মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ পেয়েছে। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
আপনার কবিতার প্রতিটি লাইন অপর লাইনের সঙ্গে অনেক মিল আছে। একটি কবিতা উপস্থাপন করতে যে বিষয় গুলো দরকার তা সবই আপনার কবিতায় আছে। এই জন্যই আমার কাছে কবিতাটি অনেক অনেক সুন্দর লেগেছে।
এই বৃষ্টিমুখোর দিনে ভালবাসার কবিতাটি পড়ে খুবি ভাল লাগছে। আবহাওয়া যেমন রোম্যান্টিক আপনার কবিতাটি যেন আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা উপহার দিয়ে আমার সময়টাকে আর বেশি সুন্দর করার জন্য।
আপু, অসাধারণ রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপনি। আসলে আপু সকল মানুষের প্রিয় মানুষকে সারাজীবন কাছে পেতে চায় এবং মনের মাঝে থাকা সকল ভালোবাসা দিয়ে প্রিয় মানুষকে ভালবাসতে চায়। আপু আপনার লেখা "এ জীবন সাজালে তুমি" কবিতাটির প্রতিটি লাইনে প্রিয় মানুষের প্রতি অগাধ ভালোবাসার তীব্র ভাব দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।
আহা! প্রথম প্রেমের অনুভূতি আমার মনে পড়ে গেলো এই কবিতাটা পাঠ করে। যখন প্রথম প্রথম প্রেমে পড়েছিলাম সারাদিন কানে ফোন লাগিয়ে রাখতাম।কত কথা বলতাম,মনে হত রোজ দেখা করি, সামনে বসে থাকি, ঘুরতে যাই। কত কি! এই অনুভূতিই আলাদা। সব কিছুর থেকে আলাদা।
মাঝেমধ্যে একটু যাচাই বাছাই করা উচিত। না হলে ধোকা দিয়ে চলে যাবে তো। হা হা হা.. তবে আপনার কাছে ওয়েদারটা প্রেমের হলেও আমার কাছে খিচুড়ি খাওয়ার ওয়েদার মনে হচ্ছে।
তবে আপনার লেখা কবিতার এই লাইনগুলো মন ছুঁয়ে গেছে আমার। খুব সুন্দর লেখেন আপনি। যদিও আপনার লেখা কবিতা এই প্রথমবার পড়লাম মনে হয়। এই লাইন গুলো কাল আমার ইউনিভার্সিটি র বান্ধবীদের উপর এপ্লাই করব। দেখি কোন কাজ হয় নাকি।
আপনার লেখা প্রত্যেকটি কবিতায় বেশ চমৎকার হয় আর এই কবিতাটিও ব্যতিক্রম নয়। একমাত্র ভালবাসার মানুষ এই সুন্দর করে জীবন সাজিয়ে দিতে পারে। কবিতায় প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের সংযোগ রয়েছে। সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।