কাজের প্রতি অবহেলা।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

বর্তমান সময়ে আমরা দিন দিন অলস হয়ে যাচ্ছি। আমাদের কাজ গুলো আমরা সঠিক ভাবে করছি না। আজকের কাজকে কালকে করবো বলে ফেলে রেখে দিচ্ছি। যার কারণে আমাদের মধ্যে কাজের গুরুত্ব কমে যাচ্ছে। আর আমি দেখেছি যদি আমরা একটা কাজকে আজকে না করে কালকে করবো বলে চালিয়ে দেই তাহলে সেই কাজটা কালকেও করা হয়না। এবং এতে করেই আমরা সেই কাজটা সঠিক সময়ে সম্পন্ন করতে পারি না। এবং এতে করেই মূলত আলসেমি তৈরী হয়। এইসব করার ফলে আমাদের কাজের যেমন ক্ষতি হয় তেমনি সেই কাজের প্রতি আমাদের মনোযোগও সময়ের সাথে সাথে কমতে থাকে। যেটা কিনা আমাদের জন্য খুবই ক্ষতিকর।


আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই আলসেমি। যার কারণে আমরা দিন দিন আমাদের সাফল্য থেকে দূরে সরে যাচ্ছি। আলসেমি অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যাস। কেননা এতে করে আমাদের সকল কাজ গুলো করতে দেরি হয় এবং আমরা সঠিক ভাবে মনোযোগও দিতে পারি না আমাদের কাজ গুলোতে। আসলে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যদি কোনো একটা কাজকে ফেলে রাখি তাহলে সেটা যে পরে সম্পন্ন করবো সেটাও সুজুগ হয়ে উঠে না অনেক সময়। আলসেমি তো আছেই আবার এখন অবসর সময়ই পাইনা। যদি কোনো একটা কাজ ঠিক সময়ে সম্পন্ন না করি তাহলে সেই কাজটা আবার অন্য দিন গিয়ে করারও সুজুগ হয়না মাঝে মধ্যে।


আরো একটা বড় সমস্যা হচ্ছে কাজকে গুরুত্ব না দেয়া। অনেক সময় দেখা যায় যে , কোনো ছোট একটা কাজকেই আমরা ছোট বলে অবহেলা করে ফেলে রেখেছি। এবং দেখা যাচ্ছে যখন সেই কাজটার সময় ঘনিয়ে আসে তখন আমরা তাড়াহুড়া করে কাজটা করতে যাই। অনেক সময় এমনও হয় যে তাড়াহুড়া করে কাজটা করতে গিয়ে অনেক জায়গায় ভুল করে ফেলি আমরা। যেটা খুবই খারাপ বিষয়। আমাদের কোনো কাজকেই ফেলে রাখা উঁচিত না। সময়ের কাজ যদি আমরা সময় মতো সম্পন্ন করে ফেলি তাহলে আমাদের জন্য যেমন অনেক সহজ হবে তেমনি সুন্দর ভাবে , ভুল মুক্ত ভাবে কাজটাকে সম্পন্ন করতে পারবো।


যাই হোক , মোট কথা হচ্ছে আমাদের আলসেমি করা যাবে না। মনে রাখতে হবে আলসেমি করলেই কাজটা পিছিয়ে যাবে এবং আমাদের উপর আলাদা একটা চাপ পড়বে। তাই আমরা চেষ্টা করবো , নিজেদের কাজকে সময় মতো সম্পন্ন করে ফেলতে। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি লেগেছে। ধৈর্য্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  

Hi @ayrinbd,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 months ago 

কথাগুলো সুন্দর বলেছেন আপু। অনেক সময় আমরা ছোট মনে করে কাজকে অবহেলা করি বাহ ঠিকমতো গুরুত্ব দেয় না। কিন্তু এইটা পরবর্তীতে বেশ ভালো সমস‍্যায় ফেলে দেয় আমাদের। কাজের প্রতি আলসেমি প্রতিনিয়ত আমাদের ক্ষতিই করে। অনেক সুন্দর লিখেছেন আপু।

 2 months ago 

আসলে সফলতার ক্ষেত্রে কাজগুলোকে অবহেলা করলে তার জীবনে সফলতা খুব কমই দেখা যায়। অনেকে আছে ছোট কাজগুলোকে অবহেলা করে এগিয়ে যায় এই বিষয়টা আমার কাছেও মোটেই ভালো লাগেনা। প্রতিটা কাজের প্রতি সম্মানবোধ থাকা উচিত।

 2 months ago 

এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা কাজের ক্ষেত্রে অবহেলা টা একটু বেশি করে থাকে। আমার কাছে তো আজকের কাজ আজকে করতে অনেক বেশি ভালো লাগে। আমি তো চেষ্টা করি পরবর্তী দিনগুলোর কাজও একটু এগিয়ে রাখার জন্য। আমি দিনের কাজ দিনে করতেও পছন্দ করি না খুব একটা। বরং একসাথে অনেক কাজ করে রাখার চেষ্টা করি। তাহলে দেখা যায় একটু রিল্যাক্স থাকা যায়। যে কাজগুলো এগিয়ে রাখা যায় আমি ওইগুলো করে রাখার জন্য চেষ্টা করি। আজকে এরকম ভাবে অবহেলা করা আমি একেবারেই পছন্দ করি না। আমাদের সবারই উচিত এরকমটা করা। কাজের প্রতি গুরুত্বটা বেশি রাখতে হবে আমাদের।

 2 months ago 

চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।এটা ঠিক আমরা অনেক সময় আলসেমি করে কিংবা কাজকে গুরুত্ব না দিয়ে অবহেলা করি।আসলে এটা মোটেও উচিত না।এতে আমরা নানান সমস্যায় পরি।তাই কোন কাজ নিয়ে আলসেমি করা বা গুরুত্ব না দেয়া এটা করা যাবে না।খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

অলসতা জিনিসটা খুব খারাপ। যার মধ্যে অলসতা থাকে,সে আসলে কোনো কাজ ই ঠিক মতো শেষ করতে পারে না। তাই আমাদের উচিত নিজের মধ্য থেকে অলসতা দূর করে,নিজের কাজের প্রতি গুরুত্ব দেওয়া। সম্ভব হলে আগামীকালের কাজ আজকে কিছুটা এগিয়ে রাখা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আগামীকালের জন্য কোন কাজ রেখে দিলে সেটা যে আর কখনোই সম্পন্ন হয় না, এইটা আমি অনেকবার দেখেছি আপু। তাছাড়া এই কথাটা ঠিক যে, আমাদের আলসেমির কারণেই আসলে আমরা সাফল্য থেকে দূরে সরে যাচ্ছি। অন্যদিকে কোন কাজে তাড়াহুড়ো করাটাও কিন্তু বোকামি। খুব সুন্দর কিছু টপিক্স নিয়ে আলোচনা করেছেন আপু আপনি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60826.76
ETH 2393.38
USDT 1.00
SBD 2.62