জীবনের বাস্তবতা || ভালোবাসার গুরুত্ব

in আমার বাংলা ব্লগlast year

ভালোবাসার গুরুত্ব

image.png

image source

যে তোমার বিশ্বাস ভেঙ্গেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখি দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও কখনো সুখী হতে পারে না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন তার জীবনের সফলতার চাবিকাঠি হাতে পেয়ে যায় ঠিক তখনই প্রিয় মানুষটি তার জীবন থেকে হারিয়ে যায়। বাস্তৱ জীবনে হয়তো এমন অনেক হয়েছে। আর এই জন্যই বলা হয়ে থাকে ধর্য্যের ফল অনেক মিষ্টি হয়ে থাকে। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও কখনো ভাঙবে না। আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জোড়া লাগাতে চাইলেও জোরবে না।

নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সে যেন তোমার জীবনে তোমার সফলতা দেখে ফিরে আসার জন্য সারা জীবন আফসোস করে। প্রিয় মানুষের সাথে কথা বলে না থাকাটা সত্যিই খুব কষ্টের। সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতি থেকে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না এটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়।

কাছের মানুষটার আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। কথাটা বলার কারণ হলো ভালোবাসার সুন্দর মুহূর্তের সময় তার কথা,তার ব্যবহার, তার সবকিছুই যেন ছিল সবার উর্ধে আর শেষ সময়ে এসে যখন তার ভিতরে থাকা আসল রূপটা সামনে নিয়ে আসে ও প্রকাশ করে তখন তাকে চিনতে বড্ডই কষ্ট হয়ে যায়। রাগ তার উপরে করা উচিত যার উপর বিশ্বাস আছে, যে সে রাগ করলে রাগ ভাঙ্গাবে। যে তোমার অনুভূতি বোঝেনা তার কাছে অভিযোগ করাটাই আমি মনে করি বোকামি। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজতে হয়। যেখানে সম্মান নেই সেখানে কখনোই ভালোবাসা থাকে না।

মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে। মানুষ বলে ভালোবাসারার মধ্যে বিশ্বাস থাকা জরুরি কিন্তু আমি মনে করি আমি অনেক বেশি ভালোবাসি বলেই আমি সন্দেহ করি কারণ মানুষ মাত্র ভুল। আর ভুল করে হলেও যেন সে ভুল কিছু করতে না পারে সেই জন্য তাকে চোখে চোখে রাখাটা জরুরি। আপনি যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে আমি বলবো আপনি দ্বিতীয়জনকে বেঁচে নেন। কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালবাসতেন তাহলে নিশ্চয়ই দ্বিতীয়জনের প্রেমে পড়তেন না।

একজন অপেক্ষায় থাকলে আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে এটাই স্বাভাবিক। জীবনে একজন থাকা বোধহয়ই বেশি দরকার,যার কাছে দিনশেষে মন খুলে মনের সবকিছু বলা যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালবাসতে না পারলেও সম্মান করবে। আর তুমি যদি বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যখন তুমি প্রেমে পড়বে তখন তোমার ঘুমাতে ইচ্ছা করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও বেশি আনন্দদায়ক হবে। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূর্ণ করা সম্ভব না ঠিক তেমনি সঠিক একজন মানুষ ছাড়া জীবন পরিপূর্ণ হয় না। যদি কাউকে ভালবাসতে নাই পারো তাহলে তাকে কখনো ভালোবাসি কথাটা বলো না কারণ এটা শুধু চারটা অক্ষর না, এটা একটা জীবনের সংজ্ঞা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। বাস্তব সত্যি কথা আপনার লেখার মাঝে ফুটে উঠেছে খুব সুন্দর ভাবে। দারুন লিখেছেন----👌👌

নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সে যেন তোমার জীবনে তোমার সফলতা দেখে ফিরে আসার জন্য সারা জীবন আফসোস করে।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ভালোবাসার গুরুত্ব টা সবার কাছে সঠিক নয়! কেউ ভালোবেসে কাছে রাখতে চায়! আবার কেউ ব্যস্ততা দেখিয়ে,, দূরে সরিয়ে দেয়! এটাই বাস্তবতা।

সম্পর্ক আমাদের প্রত্যেকটা মানুষের,,,, সেই মানুষটার সাথে করা উচিত! যে মানুষটা আমাদেরকে পেয়ে,,,, আর কারো কথা চিন্তা করবে না।

বাস্তবতা আর ভালোবাসার গুরুত্ব নিয়ে,,, আপনি খুবই সুন্দর একটা টপিক আজকে আমাদের সাথে উপস্থাপন করেছেন! যেটা পড়তে গিয়ে আমার বাস্তবতা চোখের সামনে চলে আসলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আসলে আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলার জন্য একজন প্রিয় মানুষ প্রয়োজন হয়। আর ভালবাসার প্রিয় মানুষটি যেন সবসময় আমাদের পাশে থাকে এমনটাই আমাদের প্রত্যাশা। কিন্তু ঘটনা ক্রমে অনেক সময় ভালোবাসার মানুষের কাছ থেকে আমরা প্রচন্ড অবজ্ঞা পাই। যেটা আমরা কোন সময়ের জন্যও প্রত্যাশা করি না। যাহোক যে আমাদেরকে ভালবাসতে পারবে এবং ভালোবাসার মর্যাদা দিতে পারবে তাকেই আমাদের জীবনের প্রিয় মানুষ করা উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31