সময় !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

clock-1274699_960_720.jpg

সময়

সময় মানুষের অনেক মূল্যবান একটা বিষয়। কিন্তু কাজের মধ্যে এই সময় যে কিভাবে অতিবাহিত হয় সত্যি বলা মুশকিল। ভোর থেকে সকাল , সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে রাত আবার রাত থেকে শেষ রাত। এখানে সময়কে কয়েকটা ভাগেই ভাগ করা যাই। আর আমরা মানুষ জাতি এই সময়কে ভাগ করে নিয়ে আমাদের জীবনের সকল কাজকর্ম করতে থাকি। আচ্ছা আপনি কি কখনো এই বিষয়টা খেয়াল করেছেন আপনি কিসের অপেক্ষায় আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন? আপনার জীবনের অনেক গুলো বছর অতিক্রম করে আজকের এই দিনে এসেছেন কিন্তু কিসের আশায় এসেছেন কিংবা কি লক্ষ করে এসেছেন আপনি কি সেটা বলতে পারবেন ? আসলে এটা সঠিক ভাবে কেউ বলতে পারবে না। কারণ অনেক কিছু ভাগ্যের উপর নির্ভর করে।

মানুষের জীবনের সময়টা খুবই অল্প। আপনি আমার মতো করে এই ভাবে একটু ভাবুন। যে এখন আমার বয়স ২৫ বছর। কিন্তু এইতো কিছুদিন আগেই আমি স্কুলে পড়তাম। আপনি একটু ভাবুন দেখবেন সেই স্কুল জীবনের সময়টা বেশি দূরের না এই তো কিছুদিন আগের কথা মাত্র। একটু খেয়াল করলেই সবকিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। মাঠে-ঘাটে বন্ধুরের নিয়ে কত আড্ডা দিয়েছেন কত খেলাধুলা করেছেন। স্কুল জীবনে দুষ্টামি করে স্যারদের হাতে কত মার খেয়েছেন। পড়তে না বসার জন্য মায়ের বকা শুনেছেন। সত্যি এই সময়গুলো প্রতিটা মানুষের জীবনের স্মৃতির পাতার মতো রয়ে গেছে। কিন্তু আমরা কয়জন সেই সোনালী দিন গুলোর কথা মনে করি।!!

এখন আসি মূল কথায়। সেই অতীতের দিন গুলোর কথা মনে হলে মনে হবে অল্প কিছুদিন আগের কথা কিন্তু আপনি কি এটা ভেবেছেন বর্তমান সময়ে আপনার কিংবা আমার বয়স হিসাব করলে আপনার-আমার জীবনের প্রায় অর্ধেক সময় শেষ। আর বাকি অর্ধেক জীবনও ঠিক এই ভাবেই যুদ্ধ করতে করতে একদিন-একসপ্তাহ-একমাস-একবছর এভাবে করে জীবনের পুরোটা সময় শেষ হয়ে যাবে। আর সেই শেষ সময়টাতে মনে হবে সত্যি জীবনটা অনেক ছোট। আর তখন চাইলেও মানুষ নিজের জন্য কিংবা জীবনের জন্য কোনো কিছুই করতে সক্ষম হন না।

আর সেই জন্য আমি মনে করি জীবনে একটা লক্ষ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ও নিজের জন্য কিংবা জীবনের জন্য কিছু করা যা আপনার অথবা আমার সেই দুর্বল সময়ে ও জীবনের শেষ সময়ে কাজে দিবে। আর অবশ্যই খারাপ কাজ করে কিংবা অহেতুক অন্যায় কাজ করে এই মূল্যবান সময়কে নষ্ট না করা, যতটুকু সম্ভব প্রতিটা মানুষের জীবনে আসা এই মূল্যবান সময়ের গুরুত্ব বুঝা ও সঠিক ভাবে সঠিক কাজে মূল্যবান সময় ব্যায় করা। আজ এই টুকুই, ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি।

সমাপ্ত


image source

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

প্রতিটি মানুষের একটি লক্ষ্য থাকা উচিত। কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য অনেক সময় সেই লক্ষ অর্জন করা সম্ভব হয় না। তবুও চেস্টা করা প্রতিটি ব্যাক্তির উচিত। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। আমরা যদি সময়ের সঠিক করতাম তাহলে আমাদের কাউকে পিছনে তাকাতে হতো না। ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত কত সময় যে অহেতুক নষ্ট করেছে তার হিসাব নেই। এখন জীবনের শেষ প্রান্তে এসে সময়ের হিসেব মিটাতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপু, গুরুত্বপূর্ণ বিষয়ে একটি আলোকপাত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দাদা এর আগে হ‍্যাংআউটে বলেছিল বতর্মান বলে কিছু নেই। প্রতিটা মূহুর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এবং সেটা অতীত হয়ে যাচ্ছে। বিষয়টি সত্যি বেশ অদ্ভুত। সময় জিনিটাই এইরকম মনে হয় অনেক টা আছে। কিন্তু পেছনে তাকালে দেখা যায় সময় শেষ। মানুষের জীবনে সময় বড়ই মূল‍্যবান একটা জিনিস। ভালো লিখেছেন আপু।

 2 years ago 

আপনার জীবনের অনেক গুলো বছর অতিক্রম করে আজকের এই দিনে এসেছেন কিন্তু কিসের আশায় এসেছেন কিংবা কি লক্ষ করে এসেছেন আপনি কি সেটা বলতে পারবেন ?

মানুষের জীবনের সময়টা খুব দ্রুত চলে যায় কিন্তু মানুষ তার ইচ্ছা পূরণের জন্য ছুটে চলে এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হল। কেননা মানুষের চাহিদার শেষ নেই একটা চাহিদা পূরণ হলেই অন্য চাহিদা এসে দরজায় কড়া নাড়ে আর সেটা পূরণের উদ্দেশ্যে আবার মানুষ ছুটে চলে আর এভাবেই সময় অতি দ্রুত পার হয়ে যায় যেন জীবনটা খুবই ক্ষুদ্র।

 2 years ago 

প্রিয় আপু.,
সত্যি প্রতিটি লাইন ছিল অনেক কিছু বোঝার মতো ৷ আসলেই সময় এমন একটি জিনিস যা চলে গেলে আর ফিরে আসে না ৷ এই তো কিছুদিন আগে কি সুন্দর একটি সময় পার করলাম স্কুল জীবন দেখতে দেখতে সময় গুলো চলে গেলো ৷এখন শুধু ভাবা ছাড়া কিছু করার নেই ৷ আসলেই জীবন অতি ছোট্ট সময়ের জন্য ৷
প্রতিটি কথা বিকেক কে জাগ্রত করেছে ৷
ধন্যবাদ আপু ৷

 2 years ago 

আপু এই ভাবনাগুলো মনে হয় আমাদর সবার মধ্যেই কোন না কোন সময় আসে কিন্তু আমরা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেইনা। দৈনন্দিন চাহিদা পূরন করতে গিয়ে আমরা জীবনের আসল সত্যটাই কখনো খুজে দেখার চেষ্টা করিনা। বিষয়টা যদিও আপনি খুব সংক্ষেপে লিখেছেন তবে আপনার চিন্তাধারাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকের পোস্টটি করেছেন। পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে।আসলে সময় তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে।দেখতে দেখতে দিনের পর রাত এভাবে কতটা বছর চলে গেল।আসলে এতটা সময় নিমিষেই চলে গেল। কিন্তু এই সময়ে আমরা কিবা করতে পেরেছি বা কি করা দরকার ছিল। নাকি ফলাফল শূন্য। এটা ঠিক লক্ষ্য ছাড়া কিছুই করা যায় না।তাই সময় থাকতেই নিজের লক্ষ্য নিজেকেই ঠিক করতে হবে।তবেই সময়ের সৎব্যবহার করা হবে, না হলে বাকি সময়টাও পেছনের সময়ের মতো নিমিষেই শেষ হয়ে যাবে। তখন হায় হায় করা ছাড়া কিছুই থাকবে না।অসংখ্য ধন্যবাদ আপু,সংক্ষিপ্ত পরিসরে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে এত সুন্দর ও চমৎকার ভাবে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

জানেন তো আপু,, এই ধরনের লেখা যখনই পড়ি তখনই মনে হয় এবার একটু সিরিয়াস হই। সামনে এগোতে হবে, নিজেকে দাড় করাতে হবে। কিন্তু খানিক পরেই যেই লাউ সেই কদু। এইভাবে জীবনের কত মূল্যবান সময় যে নষ্ট করেছি!! আমার মনে হয় এখনও তাই করছি। লক্ষ্য ছাড়া জীবন মাঝিহীন নৌকার মত। কখন ভাসব আর কখন যে ডুববো কোন ঠিক নেই। পৃথিবীর সবথেকে মহামূল্যবান সম্পদ হলো এই সময়। সেটা সবার কাছে ধরা দেয়, শুধু প্রয়োজন তার সঠিক ব্যবহার। বেশ লিখেছেন আপু। অনেক শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65