নিজের মধ্যে নিজেকে নিয়ে হারিয়ে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নিজের মধ্যে নিজেকে নিয়ে হারিয়ে যাওয়া

woman-4366034_960_720.jpg

image source

আমরা প্রায় ভাবি এই জীবনটা যদি অনেক সহজ হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আসলে কি তাই? কথায় আছে জীবনের সবকিছু পেয়ে গেলে নাকি বাঁচার ইচ্ছাটা আর থাকে না। আমাদের ছোট ছোট কষ্ট, না পাওয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষাই নাকি আমাদের বেঁচে থাকার ইচ্ছে জাগায়। জীবন নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা আর গবেষণা আমরা সবসময় করে থাকি। সবথেকে অবাক করা বিষয় হলো কারো কাছে জীবনের সংজ্ঞা এক না। পৃথিবীতে বেঁচে আছে কয়েক বিলিয়ন মানুষ আর প্রতিটা মানুষের চিন্তাধারা একেক জনের একেক রকম। কোনটা রেখে কোনটা বিশ্বাস করা যায় সেটাই আমরা বুঝে উঠতে পারিনা। কোনটা সঠিক আর কোনটা ভুল এই নিয়েই দ্বিধায় থাকতে হয় আমাদের সবসময় ।

যেমন কিছু মানুষ জীন-ভুত এগুলো বিশ্বাস করে আবার কিছু মানুষ এগুলোকে নিয়ে মজা ঠাট্টা করে। আমরা আমাদের ছোটবেলার জীবনে অলৌকিক অনেক গল্প শুনেছি অনেক জিন-ভুতের গল্প শুনেছি কিন্তু সেই গল্প কি শুধুই গল্প ছিল নাকি সত্যি বাস্তবে কিছু ছিল আমরা এখনো অনেকেই বুঝে উঠতে পারি না। তবে আমাদের বর্তমান সমাজের মানুষ এখন নিজের চোখে না দেখলে অনেকেই অনেক কিছু বিশ্বাস করতে চাই না। যতক্ষণ পর্যন্ত নিজের সাথে এমন কিছু না ঘটছে। তবে আমরা বিশ্বাস করি মানুষ কখনো নির্ভয় হয়ে জন্ম নেই না। সকলের মধ্যেই ভয় জিনিসটা কাজ করে। কারো মনে জীন-ভুতের ভয় আবার কারো মনে মানুষ হয়েও মানুষের ভয় কারো মনে বেঁচে থাকার ভয় আবার কারো মনে মৃত্যুর ভয়। কিন্তু প্রকৃত পক্ষে আমাদের কাকে ভয় করা উচিৎ আমরা সেটাই জানি না।

এভাবে ভাবার মতো তেমন একটা সময় হয়ে উঠে না। পড়ন্ত বিকেলে এক কাপ গরম ধুয়া উঠানো চা হাতে নিয়ে বারান্দায় এসে দাড়ায় ও এই কথা গুলো ভাবতে থাকি। আর মনে মনে বলতে থাকা কথা গুলো যদি সবার সাথে ভাগ করে নেয়া যায় তাহলে বিষয়টা খারাপ হবে বলে মনে হয় না। তাই মনের কথা গুলো লিখে পোস্ট আকারে শেয়ার করার চেষ্টা করলাম। মানুষের মনের অগোচরেই মনের ভিতর কতকিছু নিয়ে কল্পনা জল্পনা তৈরি হয় সেটা কেউ বলতে পারে না। ভাবতে ভাবতে কখন যে কাপের মধ্যে থাকা ধুয়া উঠানো চা টা শেষ করে ফেললাম টেরই পেলাম না।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

পড়ন্ত বিকেলে বারান্দায় বসে এতো সুন্দর একটি টপিক নিয়ে চিন্তা করছেন ৷ সত্যি যা দেখে পড়ে অনেক ভালো লাগলো ৷ আর প্রতিটি কথা যথার্থ এবং বাস্তবিক বলেছেন ৷
এটা সত্য সবকিছু পেতে হয় না ৷ না হলে জীবনের মানে থাকে না ৷ তাই আমি মনে করি কিছু চাওয়া পাওয়া থাকাই ভালো ৷ তাহলে জীবনের আসল মানে বোঝা যায় ৷ তবে আবার কথা বলতেই হয় ৷ জীবন সুন্দর যদি সুন্দর চোখে দেখা যায় ৷
যা হোক অনেক কথা বললাম ৷ অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি টপিক তুলে ধরার জন্য ৷

 2 years ago 

মিনিটের মধ্যে মন কোথায় যেন হারিয়ে যায়, একটা ভাবনা কতগুলো ভাবনাকে জড়িত করে তা বলা সম্ভব নয়। যাই হোক আপনার মনের মাঝে এত সব কথা এসেছে, আর এগুলো আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন দেখেই তো ভালো লাগছে আপু। বললেন যে জিন ভুতের কথা, নিজের সাথে ঘটলে মানুষ বিশ্বাস করে। আমি যদিও কিছুদিন আগে একটি বাস্তবিক ঘটনা শেয়ার করেছিলাম। সেটা আমার সাথেই ঘটেছিল। আর সেই হিসেবে আমি এসব ব্যাপারে অনেক কিছুই ধারণা করতে পারি।

 2 years ago 

হ্যা আপু পৃথিবীতে এক একজনের বিশ্বাস একএক রকমের । কারো সাথে কারো কিন্তু মিলে না। কেউ আবার কারো মতই হয় না। তবে আপু সত্যিই কিন্তু পৃথিবীতে জীন আর ভূত আছে।

 2 years ago 

কথায় আছে জীবনের সবকিছু পেয়ে গেলে নাকি বাঁচার ইচ্ছাটা আর থাকে না।

যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক
সব পেলে নষ্ট জীবন।

এটা একটা গানের লাইন। আপনার কথাটা পড়ে এই লাইনটার কথা মনে পড়লো। আসলেই অনেক মিল আছে দুটোর। ভয় ভীতি হীন মানুষ হয় না। আর পৃথিবী টা একটা গোলকধাঁধ। বেশ সুন্দর লিখেছে আপু।।

 2 years ago 
বারান্দায় চা খাওয়ার সময় অনেক কিছু চিন্তা করেছেন আপু। না পেয়ে পেয়ে আশা নিয়েই ত বেঁচে আছি। কিন্তু আসলেই কি এটাই বাঁচার ইচ্ছা বাড়াচ্ছে কিনা তা জানিনা। এটা ঠিক নিজের চোখে না দেখলে এখন আর কিছু বিশ্বাস করা যায় না। ধন্যবাদ আপু।
 2 years ago 

ইস্ চা টা যদি আরো কিছু সময় থাকতো হয়তো করো কিছু কথা শুনতে পেতাম।

আসলে জীবনের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। একজন দিনমজুরের জীবনের সুখ সন্ধ্যায় চাল কিনে নিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়ে পরম শান্তির ঘুম। আর একজন বিত্তবান মানুষের চিন্তা জন্মদিনে ছেলেকে কোন গাড়িটা দিলে সে সবথেকে বেশি খুশি হবে। আবার মধ্যবিত্তের সবকিছু কেমন যেন গোলমেলে চাইলেও অনেক চাহিদা পূর্ণতা পায় না, মাঝে মাঝেই পরিবারের কাছে অপরাধী হয়ে যায়।

জিন আছে আমি বিশ্বাস করি, তবে ভুত বলতে কিছু নেই। কারন উপর ওয়ালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস না করাটা বোকামি।

আমিও এক কাপ চা নিয়ে বসলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59888.38
ETH 2373.74
USDT 1.00
SBD 2.48