জ্ঞান।
মানুষের জীবনের সব থেকে জরুরি জিনিস গুলোর মধ্যে একটি জ্ঞান বা বুদ্ধি। যদিও জ্ঞান এবং বুদ্ধি দুটিই আলাদা অর্থ বহন করে তবে স্বাভাবিক জীবনে চলার পথে আমরা কথার কথা বলে থাকি যে "লোকটার জ্ঞান বুদ্ধি নেই" । যাই হোক , আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য জ্ঞান এর কোনোই বিকল্প নেই। আর তাছাড়া আমরা যত বেশি জ্ঞান অর্জন করবো তত বেশি আমরা অবগত হবো কোনো কিছু সম্পর্কে । জানতে পারবো সব কিছুর রহস্য। এবং এতে করেই আমাদের জ্ঞান এর ভান্ডার বৃদ্ধি পাবে। আর তাছাড়া আপনি যদি সব কিছু সম্পর্কে কম বেশি জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে অনেক সহজ করে ফেলতে পারবেন ।
আমাদের মুসলিমদের যে পবিত্র কোরান রয়েছে সেখানে সর্বপ্রথম শব্দ হচ্ছে "পড়"। সর্বপ্রথমেই আমাদের জ্ঞান অর্জনের জন্য আহবান জানিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। এমনকি তিনি জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কেননা আমরা যত বেশি তার সৃষ্টি সম্পর্কে ধারণা অর্জন করবো ততই বেশি মুগ্ধ হবো এবং তত বেশি আমরা তার শুকরিয়া আদায় করবো। আমাদের আসে পাশের সব কিছুই সৃষ্টিকর্তার তৈরী। কোনো মানুষকি তা কোনোদিনও বানাতে পেরেছে ? না , কেউ কিছুই সৃষ্টিকর্তায় ন্যায় বানাতে পারেনি আর পারবেও না।
বিজ্ঞান হচ্ছে একমাত্র পন্থা সকল কিছুকে উদ্ঘাটন করার। শুরু থেকে শেষ অব্দি আমরা মানব জাতি যা যা কিছু আবিষ্কার করেছি সব কিছুই বিজ্ঞানকে কাজে লাগিয়ে। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিয়েছে। সকল অজানাকে আমাদের বোধগম্যের মধ্যে নিয়ে এসেছে। আমাদের পৃথিবীতে দিন রাত কিভাবে হয় , কিভাবে আমাদের পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। অনেক আগে মানুষ মনে করতো আমাদের পৃথিবী চেপ্টা কিন্তু আসলে কি চেপ্টা পৃথিবী ? অবশ্যই না , এইসব আমরা কিভাবে আবিষ্কার করলাম ? সব কিছুই তো বিজ্ঞান এর অংশ। আর সত্যি কথা বলতে আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন তাহলে আপনার জানতেই ইচ্ছা করবে।
আমিই হচ্ছি সেটার প্রমান , আমি যদি এই বিজ্ঞান বিষয়ক কোনো ভিডিও দেখি তখন আরো দেখতে ইচ্ছে করে। আর কোনো বিষয় যখন জানতে পারি তখন সত্যিই অনেক ভালো লাগে। তাই সত্যি বলতে আমি মনে করি , সৃষ্টি কর্তার সৃষ্টি গুলো সম্পর্কে আমাদের খানিক হলেও জ্ঞান রাখা উচিত। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পরার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
জ্ঞান,বুদ্ধি আছে বলেই তো আমরা মানুষ। তবে সেই জ্ঞান কে কাজে লাগাতে হবে।আমাদের কুরআন মজিদে সর্বপ্রথম "পড়" কথাটি বলা আছে।আমাদের কুরআনে জীবনের সবকিছুই তুলে ধরা হয়েছে।বিজ্ঞান ধীরে ধীরে সেগুলো কে বের করে আনছে।বিজ্ঞান আজ অনেক দূর এগিয়ে গেছে।আমাদের জ্ঞান বৃদ্ধিতে বিজ্ঞান অনেক সহায়তা করছে।আমরাও চেষ্টা করে যাব আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে।
আল্লাহ তায়ালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এগুলোকে কাজে লাগিয়ে ভালোভাবে জীবনযাপন করার জন্য। তাছাড়া মানুষের উপকারে নিয়োজিত থাকার জন্য। কিন্তু বর্তমানে যার জ্ঞান বুদ্ধি বেশি, সে আরও বেশি মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এটা আসলে একেবারেই উচিত নয়। যাইহোক আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান ভালো কাজে লাগাতে হবে। তবে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে,বিজ্ঞান আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই জরুরী। সেটা না হলে আমরা সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য স্বীকার করবো কি করে আপু! এই কথাটা ঠিক যে, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষেরই একান্ত প্রয়োজন, তবে সেটা অবশ্যই সঠিক জ্ঞান। একজন জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ সমাজের জন্য যতটা কল্যাণকর, সেটা হয়তো একজন অজ্ঞ ব্যক্তি করতে পারে না। তাই জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য সঠিক জ্ঞান অর্জন করা সত্যিই জরুরী।