সাহারা মরুভূমি ।। নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast year

সাহারা মরুভূমি নাটকের রিভিউ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Screenshot_2023-06-03-17-46-26-75.jpg

নাটকের পুরো কাহিনীটি আমার কাছে ইউনিক একটি কাহিনী মনে হয়েছে। আমি প্রতিনিয়তই অনেক বেশি বাংলা নাটক দেখে আসছি, তবে আজকের এই নাটকটি আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। কারণ এই নাটক থেকে আমরা আমাদের জীবনের অনেক বড় কিছু শিক্ষা গ্রহণ করতে পারব বলে আমি ধারণা করি। সেজন্যই আমি সাহারা মরুভূমি বাংলা নাটকের পুরো কাহিনীটি আমার নিজের মতো করে রিভিউ করার চেষ্টা করেছি।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামসাহারা মরুভূমি
প্লাটফর্মইউটিউব
পরিচালকনঈম ইমতিয়াজ নেয়ামুল
অভিনয়ে সাবিলা নুর, মিশা সওদাগর, শফিক খান দিলু সহ আরো অনেকে ।
প্রকাশিত২৪ এপ্রিল ২০২৩
সময়৫২: ৫০ মিনিট
নাটকের মূল কাহিনী শুরু।
আমি আমার নিজের ভাষায় নাটকের কথাগুলো নাটকের ঘটনাগুলো শেয়ার করছি। ঘটনাটি শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে হসপিটালে একটি চেয়ারে পড়েছিল। মেয়েটিকে কে বা করা রেখে গিয়েছিল কিংবা মেয়েটির কি হয়েছে কেউ কিছু বলতে পারছিল না। এরপর শুরু হয় নাটকের মূল কাহিনি।

Screenshot_2023-06-03-17-47-22-46.jpg

নাটকের মূল কাহিনী শুরু হয় এয়ারপোর্ট থেকে। একটি মেয়ে কিছুক্ষণ আগেই বিদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্টে এসে নেমেছে। সে তার মায়ের চিকিৎসা করার জন্য বিদেশ থেকে মায়ের চিকিৎসার টাকা নিয়ে জরুরি ভাবে ছুটি নিয়ে ছুটে এসেছে দেশে। তখনি একজন ভদ্রলোক আসে বলে আপা আপনার মতো দেখতে আমার বোনকে আমি মাত্র দুবাই পাঠিয়েছি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আমার বোনটার জন্য। এসব কথা বলে মেয়েটির মন জয় করার চেষ্টা করছিলো। একটা সময় মেয়েটি ঐলোকটিকে সত্যি ভালো মানুষ ও আপন ভেবে একসাথে বাড়িতে যাবে বলে আগ্রহ প্রকাশ করে। কারণ লোকটিও ওই মেয়েটির এলাকার মানুষ বলেই পরিচয় দেয়।

Screenshot_2023-06-03-17-47-36-50.jpg

Screenshot_2023-06-03-17-48-03-53.jpg

এরপর তারা দুইজন একসাথে বাসে উঠে ও বেশ কিছুক্ষন বাস যাওয়ার পর মেয়েটি বলে এতক্ষন হয়ে গেলো বাসে বসে আছি কিছু খেতেও পারছিনা। এমন সময় লোকটি বললো বোন আপনি একটু বসেন আমি এখনই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর এই কথা বলে লোকটি কলা ও রুটি নিয়ে এনে মেয়েটিকে দেয়। আর এগুলো খেয়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায় গাড়িতেই। আর এই সযোগে ভদ্রলোকের মুখোশ পড়া লোকটি মেয়েটির ব্যাগ ও সকল কিছু নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ছিল মেয়েটির মায়ের চিকিৎসার টাকা। আর কিছুক্ষন পর বাস থেকে সবাই নেমে গেলেও নামেনি মেয়েটি। গাড়ির হেলপার এসে ডাক দিলে মেয়েটির জ্ঞান ফিরে আর তখন সে বুঝতে পারে তাকে খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করা হয়েছে। আর এই অবস্থায় মেয়েটিকে বাসের লোকেরা হসপিটালে নিয়ে রেখে চলে যায়।

Screenshot_2023-06-03-17-48-40-23.jpg

Screenshot_2023-06-03-17-49-12-18.jpg

এরপর মেয়েটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হয়ে অনেক ভাবে অনেক কিছু কল্পনা করতে থাকে ওই লোকটিকে সামনে ফেলে কি করবে ও কি করা উচিৎ তা ভাবতে থাকে। লোকটির নামে থানায় গিয়ে জিডি করে আসে কিন্তু এতে কোনো লাভ হবে বলে কোনো আশ্বাস পাইনি সে। এগুলো চিন্তা করতে করতে সে নিজেই বেরিয়ে যায় লোকটিকে খোঁজার জন্য। চলে যায় সেই জায়গায় যেখানে সেই লোকটির সাথে দেখা হয়েছিল মানে এয়ারপোর্টে। একদিন , দুইদিন , তিনদিন খোঁজার পর লোকটিকে সে খুঁজে পাই ও দেখে এমনি ভাবে অন্য আরেকটা লোকের সর্বনাশ করতে যাচ্ছে। তখনি গিয়ে সে ওই লোকের গায়ে ধাক্কা মেরে বলে তুই আমার মায়ের চিকিৎসার টাকা দে আর তখনি লোকটি পালিয়ে যাই।

Screenshot_2023-06-03-17-50-00-09.jpg

Screenshot_2023-06-03-17-50-47-54.jpg

কিন্তু হাল ছাড়েনি মেয়েটি। এক সিএনজি ড্রাইবারের মাধ্যমে লোকটির বাসা খুঁজে বের করে ও তার সামনে গিয়ে দাঁড়ায়। আর মনের দুঃখে কান্না করতে করতে বলতে থাকে আমার মায়ের চিকিৎসার টাকা দে। আর কিছু একটা দিয়ে মারতে থাকে অনগরত। এরপর লোকটি তার বসের কাছে নিয়ে যায় ও বলে মেয়েটির টাকা ফেরত দিতে কিন্তু কোনো ভাবেই ওই লোকটি মেয়েটির টাকা ফেরত দিবেনা বলে দেয় আর মেয়েটিকেও একটি রুমে নিয়ে আটকে রাখে। আর এরই মধ্যে লোকটি বলে আমিও আমার জীবনে এমন একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তখন টাকার অভাবে আমার সন্তান মারা যায় ও আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আজ আমি তোমার জন্য আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া অপরাধের প্রতিশোধ নিবো।এদিকে সেই লোকটি তার বসকে খুন করে ও ওই মেয়েকে বন্দি অবস্থা থেকে রক্ষা করে আর এদিকে নিজেই নিজের কুকর্মের জন্য পুলিশের হাতে ধরা দেয়। আর এখানেই নাটকের এটি ঘটে।

Screenshot_2023-06-03-17-51-40-63.jpg

Screenshot_2023-06-03-17-52-48-24.jpg

ব্যক্তিগত মতামত
এই নাটক থেকে আমরা দুইটা বিষয় শিক্ষা নিতে পারি। প্রথমত হলো আমরা যখন হঠাৎ করে নতুন কোনো জায়গায় যায় কিংবা বিদেশ থেকে দেশে আসি তখন অনেক খারাপ চক্র আমাদের আশেপাশে ঘুরতে থাকে আমাদের ধোকা দেয়ার জন্য। সে যতই আপনার আপন হওয়ার চেষ্টা করুক না কেন আপনি কোনো ভাবেই কোনো কথার পাত্তা দিবেন না ও ভালো ভেবে আপন করে নেয়ার চেষ্টা করবেন না। এতে আপনার জীবনেই ইতিও ঘটে যেতে পারে। দ্বিতীয়ত পৃথিবীতে এমন অনেকেই অনেক রকম খারাপ কাজ করে থাকে আর প্রতিটি খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার পিছনে রয়েছে অনেক বড় বড় ঘটনা কিংবা রহস্য। এগুলো আসলে যার সাথে ঘটে তার মুখে না শুনলে বিশ্বাস করা সম্ভব না। হয়তো অনেকেই খারাপ কাজ করেও এখান থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু তারা এমন কিছু মানুষের সাথে মিশে যায় ও এমন কিছু ক্রাইমের সাথে জড়িত হয়ে যায় যা চাইলেও সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না।
নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9.5/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। সাহারা মরুভূমি নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। নাটকের শেষ মুহূর্তে এসে বসকে খুন করে লোকটির প্রতিশোধ নেওয়া এবং মেয়েটিকে উদ্ধার করাটা দারুন একটি দিকছিল। খুবই সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাহারা মরুভূমি নাটকটার রিভিউ পোস্ট পড়ার সময় বেশ ভালোই উপভোগ করলাম। আপনি ঠিকই বলেছেন, এই নাটক থেকে আমরা দুটি শিক্ষনীয় বিষয় জানতে পারবো। এই নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তাই ভাবছি সময় পেলে নাটকটা একবার দেখে নেব। কারণ এই নাটকটার বিষয়বস্তু খুব ভালো লেগেছে আমার কাছে। ওই লোকটার প্রতিশোধ নেওয়ার বিষয়টা এবং মেয়েটাকে উদ্ধার করার বিষয়টা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। এই বিষয়গুলো খুব সুন্দর ভাবে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে পরিচালক। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করবো নাটকটি।

 last year 

আশা করি আপু ভালো আছেন? আজকে আপনি খুব চমৎকার নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। বলতে গেলে নাটকটি সামাজিক প্রেক্ষাপটে তৈরি। আমরা কোথায় গেলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। কারণ কিছু দুষ্ট লোক আমাদের ক্ষতি সাধন করতে পারে। আসলে কোন মানুষ খারাপ হয় পৃথিবীতে জন্মগ্রহণ করে না পরিবেশ এবং পরিস্থিতি তাকে খারাপ তৈরি করে। নাটকটি থেকে অনেক কিছুই অনুধাবন করা যায়। এত চমৎকার নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 86390.02
ETH 3257.29
USDT 1.00
SBD 2.93