স্বরচিত কবিতা - কল্পনায় ছোটবেলা

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কার বা ফিরে যেতে ইচ্ছে না করে সেই ছোট্ট মিষ্টি ছোটবেলায়। হারিয়ে যেতে ইচ্ছে করে সেই সর্ষে খেতের আনাচে-কানাচে বন্ধুদের হাতে হাত রেখে । ছুটে বেড়াতে ইচ্ছে করে মাঠের পর মাঠ দিক দিগন্তে। কিন্তু এই স্বপ্ন যে স্বপ্নই রয়ে যাবে তা মানুষ জানা সত্ত্বেও মানুষ স্বপ্ন দেখে কবিতা লেখে। হারিয়ে যাওয়া দিন কি কখনো ফিরে পাওয়া সম্ভব?? কখনো কি ছোটবেলার স্মৃতি গুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব?? যদি লাখ টাকার মধ্যে সম্ভব হতো ছোট বেলার দিন ফিরিয়ে আনার তাহলে মনে হয় না কেউ বাকি থাকতো।

সত্যি বলতে আমি নিজেও ফিরে যেতে চাই আমার সেই ছোট বেলায়, যেখানে ছিলনা কোনো দুঃখ কষ্ট বেদনা। শুধু ছিল এক মিষ্টি সকাল যা মাতিয়ে রাখতো সারাদিন। আজ আমরা সত্যি মনে করি সেই ছোট বেলার স্মৃতি গুলো যার মধ্যে ভালবাসা আর আনন্দ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আজ জীবন জমে গেছে ঘড়ের এক কোনে, যার কোনো স্বাদ বা গন্ধ নেই । আছে শুধু অস্তিত্ব । তাই মাঝে মাঝে মনে করি সেই মিষ্টি দিনের কথা, ফিরে যেতে না পারলেও মনে শান্তি আসে। তাই আজ লিখেছি কবিতা মনের আবেগ আর অনুভূতি দিয়ে বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত গুলো মনে করতে করতে। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কল্পনায় ছোটবেলা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক......

কল্পনায় ছোটবেলা

আমাদের সেই ছোটবেলা,
সবাই মিলে করতাম শুধু খেলা।
ঘরে ফিরতাম সন্ধ্যেবেলা,
আমাদের সেই ছোট্টবেলা ।

সবাই একসাথে হলেই করতাম শুধু হইচই ,
পাশের বাড়ি গিয়ে বলতাম
আন্টি আমার বন্ধু কই ?
স্কুলের টিফিন টাইম হলে পালিয়ে যেতাম সব বন্ধুরা মিলে ।

পরের দিন স্কুলে গেলে
ধুলায় করত হেডস্যার আর ম্যাডাম মিলে।
কান্না ভরা চোখে তখন
মার খেতাম সবাই একসাথে মিলে।

মাছ ধরতাম খালে আর বিলে
সব বন্ধুরা একসাথে মিলে ।
অল্প মাছ নিয়ে কাঁধা ভরা গায়ে
ফিরে আসতাম আঁধার নামলে।

কখনও করতাম না কাউকে পরোয়া
শরীরে ভাবছিল ব্যাপরোয়া,
বুকে সাহস ছিল অনাবিল,
পড়ার টেবিলে এলেই মারতাম শুধু ঢিল।

এখন আর নেই আমাদের সেই ছোটবেলা,
বন্ধুরা মিলে করিনা আর খেলা।
ঘরের কোনে বসে থাকি সারাবেলা,
কোথায় যেন হারিয়ে গেছে আমাদের সেই ছোট্টবেলা।

মাঝে মাঝে ইচ্ছে করে ফিরে যায় সেই ছোটবেলায়,
বন্ধুদের সাথে কাটিয়ে দেই সময় আড্ডা আর খেলা মেলায় ।
তবে আধো কি সম্ভব ফিরে পেতে সেই শিশুকাল,
এখন যে জীবন হয়ে গেছে বৈঠা ছাড়া নৌকার পাল।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনার মত আমরা সবাই ফিরে যেতে চাই নিজের ছেলেবেলায়। হয়তো সেই সময়গুলোতে কোন দুঃখ ছিল না কষ্ট ছিল না। হয়তো জীবনের মানে বুঝিনি। তবে একটুতেই আনন্দ পেতাম। সেই সময়গুলো আর কখনোই ফিরবে না। আপু আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

 last year 

আপু আপনি আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের দারুন মিল রয়েছে। ছোটবেলার কাহিনী গুলো কবিতার মাঝে আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপু আমার বেশ মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলোর কথা। কতইনা মধুর ছিল সেই দিনগুলো। যদি অর্থের বিনিময়ে ফিরিয়ে আনা যেত তবে সবার আগে আমি আনতাম। আপু বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ছিল আপু।

 last year 

প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর করে আজ আপনি আমাদের মাঝে একটা কবিতা লিখেছেন, যেখানে ছোটবেলার স্মৃতি মাখা সুন্দর অনুভূতি। আজ আপনার এই কবিতা পড়ে আমি আমার সেই ছোটবেলায় হারিয়ে গেছে এবং ফিরে পেয়েছি সেই সমস্ত বন্ধুদের স্মৃতিগুলো, যারা আজ আমাদের পাশে নেই। কে কোথায় কি অবস্থায় আছে সেটাও ঠিক জানিনা তবুও ফিরে পেলাম সে মধুর খন, খুব ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

 last year 

এখন আর নেই আমাদের সেই ছোটবেলা,
বন্ধুরা মিলে করিনা আর খেলা।
ঘরের কোনে বসে থাকি সারাবেলা,
কোথায় যেন হারিয়ে গেছে আমাদের সেই ছোট্টবেলা।

প্রযুক্তির আধাঁরে, অমাবশ্যার কালো অন্ধকারে, উন্নয়নের অতি লোভী মানসিকতার কাছে পরাজিত হয়ে গেছি আমরা, যার কারনে অতীতের সেই দৃশ্যগুলো এখন শুধুই স্মৃতি। বর্তমান প্রজন্ম কোনদিনও জানতে পারবে না কতটা আনন্দময় ছিলো আমাদের অতীতটা।

 last year 

বর্তমান প্রজন্ম কোনদিনও জানতে পারবে না কতটা আনন্দময় ছিলো আমাদের অতীতটা।

এটা একদম সত্যি কথা বলেছেন ভাইয়া, বর্তমান প্রজন্ম জানবে তো দুরের কথা তারা ভাবতেই পারবে না আমাদের অতীত। এখন তো শহরের পুকুর হচ্ছে সুইমিং পুল, খেলাধুলার জাইগা হচ্ছে শিশু পার্ক।
আর সাথে বর্তমান প্রযুক্তি তো আছেই। সব কিছু রোবটিক ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44